কনকনে শীতে নওগাঁয় বিপর্যস্ত জনজীবন
নওগাঁ জেলা প্রতিনিধি: কনকনে শীত, কুয়াশা ও পাশাপাশি হিমেল বাতাসে নওগাঁর গ্রমীন জনপদের মানুষেরা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বুধবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। দুপুরের দিকে নিরুত্তাপ সূর্য্যকে একটু সময়ের জন্য পাওয়া গেলেও তা অস্ত যাবার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে কনকনে শীতের সঙ্গে বইছে হিমেল হাওয়া। যার কারনে শীতের তীব্রতা বেড়ে গেছে। ফলে মানুষ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এতে করে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে শিশু আর বয়স্ক ব্যাক্তিদের সমস্যাসহ ঠান্ডা জনিত রোগের প্রকোপ বাড়ছে। দূর্ভোগে পড়ছে খেটে খাওয়া সাধারন মানুষেরা। ছিন্নমুল আর অসহায় মানুষেরা পাশাপাশি কর্মজীবী মানুষেরাও পড়েছে র্দূভোগে। গরম কাপড়ের অভাবে শীতকষ্টে ভুগছে শিশু, বৃদ্ধসহ নিম্ম আয়ের মানুষেরা। অনেকে আবার খড়কুটায় আগুন জ¦ালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। এছাড়াও সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন হেড লাইট জ্বালিয়ে জীবনের তাগিদে চলাচল করছে। নওগাঁর বদলগাছী আবহাওয়া উপকেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার নওগাঁয় সর্বনি¤œ তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে এই তাপমাত্রা কখনো কমতে পারে আবার কখনো বাড়তেও পারে বলে জানা যায়।