Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সান্তাহারে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের দাবিতে অবস্থান কর্মসূচি

সান্তাহার (বগুড়া) : বগুড়ার সান্তাহারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের নাম সংশোধনের দাবিতে স্বাধীনতা মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনছান আলী, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারি, ডিএম দুলাল, হারুন আর-রশিদ সোহেল, বকুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, জাহেদুল ইসলাম, সাইদুর রহমান প্রমূখ। পরে সান্তাহার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেত্ববৃন্দরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ মনোনীত সাবেক এমপি ও গভর্নর কছিম উদ্দিন আহম্মেদ, প্রয়াত আওয়ামী লীগ নেতা ফরেজ উদ্দিন আহম্মেদ, ডাক্তার মহসীন মল্লিক, জাহান আলী সরদার, তাহের উদ্দিন সরদার, মজিবর রহমান, নজিবর রহমান, হাবিবর রহমান লাইব্রেরিয়ান, শাহ্ কাওসার আলী, মো. আব্দুস শুকুরসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নাম রাজাকারের তালিকা থেকে বাদ দেয়ার জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ওয়েব সাইডে প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম দেখা গেছে।


নওগাঁয় আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

রায়হান আলম: “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সন্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। বুধবার সকালে জেলা প্রশাসন ও টিটিসি আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও উত্তম সরকার, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, টিসিসির অধ্যক্ষ অহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা ব্যবস্থাপক তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার সর্বচ্চ রেমিটেন্সধারী ব্যাংক ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে ক্রেষ্ট প্রদান করেন।

নওগাঁ হানাদার মুক্ত দিবস পালিত

রায়হান আলম: নওগাঁয় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনার মধ্য দিয়ে নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন, সংগঠনের নেতৃবৃন্দরা। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। বুধবার সকালে সরকারী প্যারিমোহন লাইব্রেরী চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা নুরুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও অধ্যক্ষ মোফাখখার হোসেন খান, সাধারন সম্পাদক এম, এম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষনু কুমার দেবনাথসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। ৫জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করেন। আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় সকল শ্রেনী পেশার মানুষরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হলেও নওগাঁ জেলা হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর।

নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর-মটরসাইকেল মুখোমুািখ সংঘর্ষে নিহত-১

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ):
নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জালাল খন্দকার বাবু (৩৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১জন। তাৎক্ষনিক আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহত জালাল খন্দকার বাবু পার্শবর্তী রাণীনগর বাজার এলাকার আব্দুর রশিদ খন্দকারের ছেলে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জালাল খন্দকার বাবু বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই থেকে রাণীনগর যাওয়ার পথে উপজেলার মিরাপুর নামক স্থানে পৌচ্ছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী জালাল খন্দকারের মৃত্যু হয়। এবং মটরসাইকেলে থাকা অপর একজন গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ট্রাক্টর রেখে পালিয়ে চলে যায়। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নওগাঁর ধামইরহাটে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর ধামইরহাটে শুভসংঘের উদ্যোগে ওরা পেল গরম বস্ত্র। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী চকমরয়মরাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শুভসংঘের উদ্যোগে ৪০ জন শীতার্ত মানুষকে গরম বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখায় আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শুভসংঘের উপদেষ্টা এস.এম খেলাল-ই-রব্বানী, গ্রীণ ভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা বর্তমান সভাপতি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সহকারী শিক্ষক এটিএম বদিউল আলম, সাংবাদিক হারুন আল রশীদ, শুভসংঘের উপদেষ্টা প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, শুভসংঘের সভাপতি প্রভাষক আব্দুর রহিম, সহসভাপতি আবু সাঈদ, সহসভাপতি ফিরোজ হোসেন, সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজুয়ান হোসেন, নারী বিষয়ক সম্পাদক সুমী রাণী সাহা, কার্যকরী সদস্য শ্রী রনজিত প্রসাদ, আশিক আহমেদ রাজু প্রমুখ।

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় মদ আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে ৮৫ প্যাকেট ভারতীয় মদ আটক করা হয়েছে। সংস্থার নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক মো.শফিউদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খয়েরবাড়ী গ্রামে অভিযান চালায়। অভিযানে ৩৮ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ আটক করে। অপরদিকে একই দিন রাতে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.সোলাইমান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা জিনডিভি নামকস্থানে অভিযান চালায়। অভিযানে ৪৭ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ আটক করা হয়। এব্যাপারে ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান বলেন জি-প্লাস, বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটো অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়। আটককৃত মাদকদ্র্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ ২৭ হাজার ৫শত টাকা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget