নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। খাদ্য মন্ত্রনালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: একেএম ফজলে রাব্বী বকু, নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সদর হাসপাতালের তত্বাবধায়ক, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালকবৃন্দরা, জেলা প্রেস ক্লাব, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটি, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ, অগ্রনী ব্যাংক লিমিটেড নওগাঁ অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক সাদেকেুল ইসলামের নেতৃত্বে বিজয় র্যালী করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আস্তান মোল্লা কলেজ, জেলা প্রানী সম্পদ বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, জেলা বিএনপি, প্রবাহ সংসদ, সড়ক ও জনপথ, এলজিইডি, গনপূর্ত বিভাগ, জেলা কারাগার, আইন ও সালিশ কেন্দ্র, এডাব, এফএনবিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। পরে খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নিয়ামতপুর উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াচ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন। সোমবার সকাল ৯ টায় নওগাঁ ষ্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, ছালাম গ্রহন, ডিসপ্লে¬ প্রদর্শন করেন। বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পরে জেলা আওয়ামীলীগের অফিস কার্যালয় হতে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরনায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন জেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বাইপাস বিজয় স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পন করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্য প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রমুজুমদার এমপি। জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুন অল রশীদ, সদর উপজেলার সাবেক কমান্ডার গোলাম সামদানী, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল ও আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সেলাই মেশিন ও বস্ত্র বিতরন করেন। পরে বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নওগাঁ ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, মুক্তির মোড় মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।