Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


হাজী মশিয়ূর স্মরনে বেনাপোলে পৌরসভা আয়োজিত নাগরিক শোক সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা হাজী মশিয়ূর রহমান ছিলেন বেনাপোলের অহংকার। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার মুক্তি লড়াইয়ে যেমন অকুতভয় ছিলেন পরবর্তী জীবনে গোটা সময় তিনি যোদ্ধার মত কর্মকান্ড পরিচালনা করেছেন। বিশেষ করে এই জনপদের নারী শিক্ষা সু-প্রসারিত করার জন্য তিনি বিরামহীম যুদ্ধ চালিয়েছেন। সফলও হয়েছেন। আজ এই নামটি এই জনপদের এক গর্বিত অনুসরনীয় ব্যাক্তিত্ব। হাজী মশিয়ূর স্মরনে বেনাপোলে পৌরসভা আয়োজিত নাগরীক শোক সভায় কথা গুলো বলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

বেনাপোল এর ঐতিহ্যবাহি খেলার (বল ফিল্ড খ্যাত ) মাঠ সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টার ” বিয়ে বাড়িতে” শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই স্মরন সভায় সভাপতিত্ব  করেন মেয়র আশরাফুল আলম লিটন। প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার আলী আনু, বিশেষ বক্তা হিসাবে হাজী মশিউর রহমানের উপর নানা বিধ স্মুতি চারন মুলক বক্তব্য রাখেন সর্বোজন শ্রদ্ধেয় শিক্ষাবিধ আলহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক কবি আলতাফ চৌধুরী, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনারা বেগম, বেনাপোল হাইস্কুলের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান মুকুল, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল মাদ্রাসার প্রিন্সিপ্যাল আব্দুল ওয়াহেদ দুদু, ও হাজী মশিয়ূর রহমানের একমাত্র সন্তান শাহিদা রহমান সেতু । অনুষ্ঠানটি উপস্থান করেন এমদাদুল হক বকুল।
স্মরন সভায় বক্তব্যর শুরুতেই মেয়র আশরাফুল আলম লিটনের অনুরোধে উপস্থিত নাগরিক বৃন্দ প্রয়াত ব্যাক্তিত্বের স্মরনে এক মিটিট নিরাবতা পালন করেন। এরপর মেয়র লিটন তার বক্তব্যে বলেন, নোবেল জয়ী সাহিত্যতিক গার্ডিয়াক মার্গেজ এর উদাহরন টেনে বলেন মানুষের কাছে মানুষ আসে, যে মানুষের হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, দরদ আছে সেই হলো সফল মানুষ। আর এসকল গুনাবলীর সবটাই ছিল হাজী মশিউর রহমানের চরিত্রের মধ্যে। আসলে তিনি ছিলেন একজন সমাজ দরদী মানুষ। আমাকে তিনি ¯েœহের আশির্বাদে কাছে টেনে নিয়ে দায়িত্ব দিয়েছিলেন তারই হাতে গড়া  বেনাপোল মরিয়ম বালিকা বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির  জন্য।  আমি কতটুুকু সফল হয়েছে জানি না তবে তার আদর্শ অনুসরণ করেই সমন্তিভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই স্মরন সভা থেকে আমি বেনাপোলবাসীর সকলকেই সেই উদাত্্য আহবান রেখে বলছি হাজি সাহেব চেয়েছিলেন এই জনপদে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠিত হোক। তার সেই স্বপ্ন সফল করার জন্য আপনাদের সকারের সাথে আমিও আছি। অর্থ সহ প্রশাসনিক যতরকমের সহযোগিতার দরকার আমি দিব। তবে আপনাদেরকে শুধু কলেজটি প্রতিষ্ঠিত করা ও পরিচালনার দায়িত্ব বহন করতে হবে।

আওয়ামীলীগ নেতা আানোয়ার আলী আনু বলেন, হাজী মশিউর রহমান যে সব কর্মকান্ড করেছেন তা এই বেনাপোলের মানুষের কাছে মাইলফলক হয়ে থাকবে। আহসান উল্লাহ মাষ্টার বলেন, আমার অগ্রজ মশি ভাই ছিলেন আমার বন্ধুর মত । তার নানা বিধ সমাজ কর্মকান্ডে তিনি আমাকে কমবেশী প্রায়ই তার সাথে রাখতেন। তার মত নিরহংকার মানুষ এই সমাজে পাওয়া দুস্কর। বীর মুক্তযোদ্ধা কবি আলতাফ চৌধুরী বলেন, হাজী মশিয়ূর রহমান মাইকেল মধুসুধন মহাবিদ্যালয়ে আমাদের অগ্রজ ছিলেন। পেশাগত কাজে অনেকবার গিয়েছি তার কাছে। অনেক স্মুতি আছে । তবে তিনি বলতেন এই জনপদে শিক্ষা বিস্তার এর মুল লক্ষ হচ্ছে জ্ঞানের প্রসার ঘটানো। তার এই স্বপ্ন আমাদেরকেই বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
স্মরন সভায় আলোচনা শেষে প্রয়াত হাজী মশিয়ূর রহমানের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করা হয় হাফেজ বিন আমিন।

ঝালকাঠিতে মানবসেবায় নিয়োজিত অন্যতম সেচ্ছাসেবী সংগঠন "চেতনায় ঝালকাঠি "

ইমাম বিমান, ঝালকাঠি থেকে : ঝালকাঠিতে মানবসেবী সাগর হায়দারের উদ্যোগে গঠিত মানব সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জেলায় পরিচিতি লাভ করেছে " চেতনার ঝালকাঠী "। ঝালকাঠি জেলার শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করে গড়ে তোলার স্বপ্নকে পুজি করে স্বেচ্ছাশ্রমে আগ্রহ প্রকাশ করা একঝাঁক তরুনকে সাথে নিয়ে মানবসেবী সাগরের এই "চেতনায় ঝালকাঠী" নামক স্বচ্ছাসেবী সংগঠনের পথ চলা। সাগরের অদম্য প্রয়াসকে সাহসী উদ্যোগ বলেও অনেকে মন্তব্য করেছেন।

মানবসেবী সাগর বিগত প্রায় পাঁচ বছর থেকে নিজ উদ্যোগে জেলার অনেক অসহায় গরীব রোগীদের কখনো আর্থিক সাহায্য, কখনো নিজের রক্ত দান করে আবার অসুস্থ রোগীর রক্তের প্রয়োজনে রক্তদাতা সংগ্রহের মাধ্যমে রক্ত দিয়েছেন যা এখনো চলমান রয়েছে। আর এ সকল মানব সেবা মূলক কাজ ধরে রাখার প্রয়াসে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন অলাভজনক স্বেচ্ছাসেবী সামজিক  সংগঠন " চেতনায় ঝালকাঠি "। মানব সেবী সাগর এ সংগঠনের মাধ্যমে একঝাঁক তরুন নিয়ে ঝালকাঠি শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে এরই মধ্যে শহরের ড্রেন, রাস্তাসহ বড় বড় ময়লা আবর্জনাযুক্ত স্থান সস্পুর্ন পরিষ্কার করেছে। জেলা শহরের দুটি মুসলিম গোড়স্থান, হিন্দুদের সমাধীস্থলের জঙ্গল, আবর্জনা নিজ অর্থায়নে সহপাঠি, বন্ধুদের নিয়ে পরিস্কার পরিছন্ন করেছেন তার স্বেচ্ছা শ্রমের মাধ্যমে এ সকল সামাজিক কর্মকান্ড ঝালকাঠি জেলা প্রশাসক পরিদর্শন করেছেন। এছাড়াও অসুস্থ ও অসহায় রোগীদের রক্তের প্রয়োজনে এবং রক্তদানে মানুষের আগ্রহ বাড়াতে নিজ অর্থায়নে সপ্তাহ ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। এছাড়াও সদর উপজেলাধীন কীর্তিপাশা ইউনিয়নস্থ একটি স্টল ব্রীজের (বেলী ব্রীজ)  পাটাতনের বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র থাকায় সংগঠনটির সদস্যদের নিয়ে নিজেদের শ্রম ও নিজ অর্থায়নে সংস্কার করেন। 

এ বিষয় মানবসেবী সাগরের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, "চেতনায় ঝালকাঠি" সম্পূর্ন সেচ্ছাসেবী অলাভজন সংগঠন। আমি এ সংগঠন করার পূর্বে থেকে এলাকার মানুষকে এগিয়ে আসার জন্য সাহায্য নয় সহযোগীতায় এগিয়ে যেতে পারি আমরা এই আহবানে সকলকে এগিয়ে আসতে বলি। স্বাধীনতাকে স্বরন করেই এই বিজয়ের মাসে সকলের সম্মতিক্রমে নাম করন করি। স্বাধীনতা যুদ্ধে বিজয়ী হওয়ার মূল কারন ছিল চেতনা। চেতনা জাগ্রত হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশ। ঝালকাঠি শহরের প্রত্যেকটি নাগরিকের ময়লা থেকে মুক্ত হওয়ার চেতনা জাগ্রত হবে এটাই আমাদের কামনা।   বর্তমানে সংগঠনে আমরা যে কয়জন আছি সকলেরই প্রানের কথা ও প্রানের দাবী এই ঝালকাঠি শহরকে ময়লা আবর্জনা মুক্ত শহর হিসাবে দেখতে চাই। তাই মুষ্টিবদ্ধ হাত, প্রতিবাদী কণ্ঠস্বর,
পরিচ্ছন্ন শহর, আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে অবশ্যই আমরা প্রানপন চেষ্টা করবো পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য। আমাদের মত যে বা যাহারা চিন্তা করেন ময়লা মুক্ত ঝালকাঠি শহর দেখতে চান তাদেরকে স্বাগতম। ময়লা থেকে আমরা স্বাধীন হতে চাই এটাই হোক আমাদের অঙ্গিকার।

নওগাঁয় তিনদিনব্যপী জাতীয় নজরুল সম্মেলন শুরু
কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি --খাদ্যমন্ত্রী
 
নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি। সা¤্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে নজরুলের অগ্নিমন্ত্র বাঙালী জাতির চিত্তে প্রেরনা ও আত্মশক্তিতে উদ্বুদ্ধ হওয়ার সুকঠিন সংকল্প জাগিয়েছিল। কবি স্বদেশ প্রেম, স্বদেশ বন্দনা, স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ এবং স্বদেশকে অন্য সকল কিছুর উর্ধে স্থান দিয়েছিলেন। তাঁর দেশ বন্দনা, দেশ প্রশান্তি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বহু আগে থেকেই বাঙালী জাতিকে উজ্জীবিত করেছিল। তাঁর লেখনী চিরদিনই শোষন-বঞ্চনা, অন্যায় অত্যাচার, কুসংস্কার, ধর্মান্ধতা ও গোঁড়ামীর বিরুদ্ধে আপোষহীন ছিল।
কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি --খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আজ রবিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিনব্যপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় কবি নজরুল ইনষ্টিটিউট এই সম্মেলনের আয়োজন করে।

নওগাঁ’র জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বর্তমানে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাটোর-এর প্রফেসর ও ডীন ড. সাইফুদ্দীন চৌধুরী ও নওগাঁ’র ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক ও এশিয়ান ইনষ্টিটিউট অব বাংলাদেশের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগী প্রধান ড. সৈয়দা মোতাহের বানু। তাঁর আলোচনার বিষয় ছিল সামজ বিনির্মানে নজরুল সাহিত্য। এ ছাড়াও এ অনুষ্ঠানে আলোচনা করেন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, নাটোর-এর রেজিষ্ট্রার কে এম আব্দুল মোমিন এবং নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনষ্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক  মো. আব্দুর রহিম।

খাদ্যমন্ত্রী বলেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগ্রহ, অনুপ্রেরনা এবং উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে বাংলাদেশে আনা সম্ভব হয়েছিল। তাঁরই সদিচ্ছায় কবিকে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশের মানুষ কবিকে স্বাগত জানিয়েছেন, ভালো বেসেছেন। আজও কবির সৃষ্টিশীলতা আমাদের জাতীয় সংস্কৃতির সমৃদ্ধি সৌকর্যের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আছে। 

তিনদিনব্যপী এই সম্মেলনে রয়েছে জেলার ৫০ জন শিল্পীকে নজরুল সংগীতের শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজনের লক্ষে প্রশিক্ষন প্রদান, জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান, শহরের নওগাঁ সরকারী কলেজ ও নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজে পৃথক দু’টি আলোচনাসভা, পুরস্কার ও সনদপত্র বিতরন এবং জেলার ১০টি স্কুলে পৃথক পৃথক প্রতিযোগিতার আয়োজন। এ ছাড়াও অনুষ্টানস্থলে প্রতিদিনি বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রন্থমেলা’র আয়োজন রয়েছে।  

পরে মন্ত্রী জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত মুজিব শতবর্ষ পালন, বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় যোগ দেন। এ সময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় নানা আয়োজনে সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নওগাঁ প্রতিনিধি: হাটি হাটি পা পা করে পেরিয়েছে একটি বছর। বছরকে পুর্নতা দিতে গত কয়েকদিন থেকে এই চিন্তা চেনতা। সময় কম হওয়ায় ছিল বাড়তি চাপও। উদ্যেশ্য  ঢাকঢোল পিটিয়ে বছর পূর্তি এবং বই বের করা। তাই কবি সাহিত্যিকদের কাছ থেকে লেখা সংগ্রহ করা নিয়ে ছিল তোড়জোড়। দেশের নামিদামি কবি ও কথাসাহিত্যিকদের দাওয়াত করা। নওগাঁ সাহিত্য পরিষদের প্রথম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে অবশেষে ৮০পৃষ্ঠার ‘বৈকুণ্ঠ’ শিল্প ও সাহিত্যের কাগজ বের করা হয়। যার স্লোগান ছিল ‘সৃষ্টির উদ্ভাষণে অফুরন্ত জীবন’।

বছর পূর্তি উদযাপনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কবি ও কথাসাহিত্যিকদের নিয়ে নওগাঁ শহর থেকে বাস যোগে রওনা দেয়া হয় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে। বেলা সাড়ে ১১ টায় পৌছায় পাহাড়পুর বাজারে। বাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রায় আধাকিলোমিটার হেঁটে পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে প্রবেশ করা হয়। সেখানে খোলা আকাশের নিচে মঞ্চ বানিয়ে দুইটি খুঁটির সাথে টাঙানো হয় ব্যানার।

বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ও বৈকুণ্ঠ বইয়ের মোড়ক উন্মোচন করেন, নওগাঁর কৃতি সন্তান প্রখ্যাত অনুবাদক ও কথা সাহিত্যিক খসরু চৌধুরী। বিকেল ৩ টায় কবিতা ও গল্প পাঠ শেষে দুপুরের খাবার। এরপর সাড়ে ৩টায় সাহ্যিতিকের বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কথা সাহিত্যিক টগর মেহেদী।
 
এসময় বক্তব্য রাখেন, কবি গবেষক ও ডেইলি স্টার বুকস এর সমন্বয়ক ইমরান মাহফুজ, বদলগাছী বঙ্গবন্ধু সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফাল্গুনী চক্রবর্তী, কবি ও প্রাবন্ধিক শিবলী মোক্তাদির, বদলগাছী প্রেসক্লাবের সভাপিত এমদাদুল হক দুলু, সাংবাদিক আবু সাঈদ, কবি সিকতা কাজল, আশরাফুল হক পলাশ, এইচ আলিম, গল্পকার পিন্টু রহমান, সাহিত্য পরিষদের যুগ্ম আহ্বায়ক অরিন্দম মাহমুদ ও রবিউল আলম ফিরোজ, সদস্য সচিব অনিন্দ্য তুহিন, যুগ্ম সদস্য সচিব রবিউল মাহমুদ, এসএইচ নীর, মারিয়া আজাদ এবং কবি সুস্মিতা শাহা, গুলজার রহমান ও কনক শাহা।
 
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, কবি ও গল্পকার রিমন মোরশেদ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক াশরাফুল নয়ন। বিকেল ৫ টায় অতিথিদের শুভেচ্ছা সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এক ঘরোয়া পরিবেশে নওগাঁ সাহিত্য পরিষদের যাত্রা শুরু করে।#

ধামইরহাটে আখক্ষেত্রে কৃষক দম্পতিকে পিটিয়েছে দুর্বৃত্তরা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আখক্ষেত্রে এক কৃষক দম্পতিকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে ওই দম্পতি হাসপাতালের বেডে কাতরাচ্ছে। থানায় এ বিষয়ে মামলা দায়ের করেছে ওই ভুক্তভোগি পরিবার।

ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আলতাদিঘী গ্রামের গৃহবধু মার্জেনা বেগম (৪০) আলতাদিঘীর দক্ষিণপাড়ে নিজ জমিতে রোপিত আখক্ষেত দেখতে যায়। এ সময় ওঁতপেতে থাকা আনোয়ার হোসেন ও তার সন্তানরা মার্জেনা বেগমকে পিছন থেকে জাপটে  ধরে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে তার পড়নের কাপড় ছিড়ে ফেলে এবং লাঠি দিয়ে বাম হাতের বাহু,বাম পায়ে গিরাসহ শরীরের বিভিন্নস্থানে উপর্যপরি আঘাত করে। মার্জেনা বেগমের চিৎকার শুনে তার স্বামী মো.এনামুল হক এগিয়ে আসলে তাকেও দুর্বৃত্তরা মারপিট করে আহত করে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে এনামুল হকক বলেন, অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে এবং পড়নের কাপড় ছিড়ে ফেলা হয়েছে। আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত খাতের আলী ছেলে এবং এনামুল হকের বড় ভাই। শনিবার দুপুরে মার্জেনা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন, মার্জেনা বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিজেদের মধ্যে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। লিখিত বক্তব্য বলেন, কবি নজরুল ইন্সটিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের  সহযোগিতায় নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রনয়ন, সংরক্ষন, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্ধুদ্ধকরন শীর্ষক প্রকল্পের আওতায় আগামী ৮-১০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় নজরুল সম্মেলন এর আয়োজন করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক, অতিরিক্ত সচিব, মো. আব্দুর রাজ্জাক ভূঞা। সভাপতিত্ব করবেন, জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। এছাড়াও সম্মেলনে নজরুল সঙ্গীতের প্রশিক্ষন, নজরুলের জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী আলোচনা সভা, বইমেলা, আলোকত্রি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসার, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget