নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত
মাহমুদুন নবী বেলাল: নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরস্থ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান শামীমের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক লতিফ বকুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার, সাধারন সম্পাদক লিপি সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু প্রমুখ সহ শিক্ষক/ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।