Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে হেলমেট ব্যবহারে উপজেলা প্রশাসনের অভিযান

আব্দুর রউফ রিপন: সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে নতুন প্রণয়নকৃত সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণে চলছে উপজেলা প্রশাসনের অভিযান। প্রতিদিনই উপজেলার বিভিন্ন সড়কে স্থানীয় প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ লক্ষ্যে এক জনসচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের নেতৃতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার প্রমুখ। অভিযানের সময় কয়েকজন মোটরসাইকেল চালকের হেলমেট থাকা সত্ত্বেও ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসচেতনতামূলক ২শত টাকা করে আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়া যাদের হেলমেট নেই তাদের কয়েকজন মোটরসাইকেল চালক ও আরোহীদের তাৎক্ষণিক ভাবে হেলমেট কিনে এনে পড়িয়ে দেওয়া হয়
নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন নতুন সড়ক ও পরিবহন আইনে জোরালো গুরুত্ব দেওয়া হয়েছে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের উপর। যদি মোটরসাইকেল চালক ও আরোহীরা নিরাপদে পথ চলার তাগিদে হেলমেট ব্যবহার না করেন তাহলে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হবে যা সবার জন্য কষ্টসাধ্য। তাই আমরা যদি এই বিষয়ে নিজেরাই সচেতন হই তাহলে নিরাপদে যেমন পথচলা নিশ্চিত হবে তেমন ভাবে দেশের আইনের প্রতি শ্রদ্ধা করা হবে। তাই যতক্ষন না পর্যন্ত পুরো উপজেলায় মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত হচ্ছে না ততক্ষন পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলায় হেলমেট ব্যবহারের উপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইক দিয়ে প্রচারনা চালানো হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ইসরাফিল আলম এমপি ফুটবল টুর্নামেন্টের চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ: নওগাঁর আত্রাইয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য পতিসর কুঠিবাড়িতে অনুষ্ঠিত হয়েছে ইসরাফিল আলম এমপি ফুটবল টুর্নামেন্টের চ’ড়ান্ত খেলা। এলাকার যুব সমাজকে মাদক ছেড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহি ফুটবল খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করে পতিসর গ্রামবাসী। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক এম মতিউর রহমান মামুন। মঙ্গলবার বিকেলে বিশ্বকবির পতিসর কাচারীবাড়ি ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পতিসরের বিশিষ্ট ব্যবসায়ী মাসুম রানার সভাপত্বিতে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার (রনি) প্রমুখ। অক্টোবর মাসের ৬তারিখে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। চ’ড়ান্ত খেলায় আত্রাইয়ের খরশতি ফুটবল একাদশ ২-১ গোলে নাটোর জেলার সিংড়া উপজেলার মির্জাপুর ফুটবল একাদশকে হারিয়ে বিজীয় হয়। খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে ভির করে। এমনকি মাঠে জায়গা না পাওয়ায় পাশে বিভিন্ন গাছে চড়ে ফুটবল প্রেমীরা ফুটবল খেলা দেখেন।

নওগাঁর সাপাহারে ৬০বিঘা জমির ১০হাজার গাছ কর্তন

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে গাছের সাথে শত্রুতা করে ১২জন আমচাষীর প্রায় ৬০বিঘা জমির উপর রোপিত অনুমান ১০হাজার আম গাছ কেটে ফেলে দূবৃত্তের দল প্রায় কোটি টাকার ক্ষতি সাধন করেছে ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে বুধবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তের দল উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিন পার্শ্বে বিশাল মাঠে রোপিত একাধিক ব্যক্তির ৬০বিঘা জমির রোপিত প্রায় ১০হাজার আমগাছ কেটে ফেলে বৃহত ক্ষতি সাধন করেছে। সকালে বাগানের মালিকগণ বাগান এলাকায় গিয়ে গাছকাটার দৃশ্য দেখে অবাক হয়ে যান। এর পর সংবাদ জানা জানি হলে এলাকার শত শত উৎসুক জনতা এক নজর দেখার জন্য ওই বাগান এলাকায় ভিড় জমায়। কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে এবিষয়ে বাগান মালিকদের সাথে কথা হলে তারা জানান সামনের সিজনে প্রায় সব গাছগুলোতে আম আসত। আমের সিজনের পূর্ব মহুর্তে কে বা কারা এবং কেন তাদের বাগানের গাছগুলি কেটে ফেলেছে তার কোন কারণ আমাদের জানা নেই। তবে কোন বাগান মালিকের সাথে কারো শত্রুতা থাকতে পারে, দুর্বৃত্তরা চতুর হওয়ায় তাদের যেন কেউ সনাক্ত করতে না পারে তাই হয়ত তারা তার শত্রু পক্ষের ক্ষতি করতে গিয়ে নিজেদের বাঁচানোর তাগিতে কৌশল হিসেবে অন্যেরও গাছ কেটে ফেলেছে এমনটাই মনে করছেন তারা। উপজেলার আমচাষীরা ধারণা করছেন কেটেফেলা আমগাছগুলি হতে আগামী আমের মৌসুমে প্রায় ১কোটি টাকার আম কেনা-বেচা হত। হঠাৎ করে বিরাট ধরণের ক্ষতি সাধন হওয়ায় ক্ষতিগ্রস্থ বাগান মালিকগণ চিন্তিত হয়ে পড়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা দায়ের না হলেও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনা স্থল পরিদর্শন করেছেন। রাতের আাঁধারে বাগান হতে অসংখ্য আমগাছ কর্তন করায় উপজেলার আমচাষীরা  শঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলার হাজার হাজার আমচাষীরা গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শস্তির দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

ধামইরহাটে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে আমেরিকা প্রবাসীর অনন্য উদ্যোগ

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ করতে এক আমেরিকা প্রবাসীর অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশী বংশোভুত আমেরিকান নাগরিক মো.সাজ্জাদ হোসেন রাসেল এলাকার অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন। এলাকাবাসী তার এ মহৎ কাজ কে সাধুবাদ জানিয়েছেন।

জানা গেছে,ধামইরহাট পৌর সভার অন্তর্গত মালাহার গ্রামের মরহুম আব্দুল কুদ্দুস এর দুই ছেলের মধ্যে বড় ছেলে মো.সাজ্জাদ হোসেন রাসেল প্রায় ৮ বছর আগে ডিভি লটারীর মাধ্যমে আমেরিকা পাড়ি জমায়। বর্তমানে সে বাংলাদেশী বংশোভুত আমেরিকান নাগরিক। তার মা সাহারা বানু ধামইরহাট পরিবার পরিকল্পনা দপ্তরে এফভিএ পদে কর্মরত থাকাবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে তার ছোট ভাই রাজু আহমেদ ও স্ত্রী ছাড়া কেউ নেই। অকালে বাবা মাকে হারিয়ে ওই পরিবার অভিভাবকহীন হয়ে পড়ে। এব্যাপারে সাজ্জাদ হোসেন রাসেল বলেন,বাবা মাকে সেবা করতে না পেয়ে মনের মধ্যে সব সময় খারাপ লাগে। সেই উপলদ্ধি থেকে এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের সেবা করার মাধ্যমে সে বাবা মাকে খুঁজে পেতে চাই। সেই থেকে সময় পেলে শিশু শিক্ষার্থী ও তার অসহায় মাদের কে বিভিন্নভাবে সেবা প্রদান করছি। তিনি আরও বলেন, আমেরিকাতে মায়েরা বেশি সচেতন। যে পরিবারে মা বেশি সচেতন সেই পরিবারের শিশুরা লেখাপড়া এগিয়ে যায। তাই তিনি শিশুদের পাশাপাশি মাদেরকেও সচেতন করার কাজ করছেন। ইতোমধ্যে তিনি ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মালাহার,দাদনপুর ও বাসুদেবপুরে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ ও মাদেরকে সচেতন করার লক্ষে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। উপকরণের মধ্যে রয়েছে খাতা,কলম,টিফিন বক্স,থালা,মগ,দেওয়াল ঘড়ি,স্কুল ব্যাগ,ফুটবল। আজ মঙ্গলবার দুপুর ১২টায় মালাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো শিক্ষার্থীদের মাঝে আবার শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ১০০পিচ খাতা ও কলম,টিফিন বক্স ১০টি,মগ ১০টি,দেওয়াল ঘড়ি ৫টি এবং পুষ্টিকর খাদ্য হিসেবে বিস্কুট। এছাড়া অসহায় ৩জন মাকে ৩টি শাড়ি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মালাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক চৌধুরী,সহকারী শিক্ষক সামছিআরা বেগম,ফেরদৌসী আরা,সেলিনা খাতুন,হাবিবা খাতুন এবং সমাজসেবী নাজমুল ইসলাম। এদিকে সাজ্জাদ হোসেন রাসেলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা। 


নওগাঁর ধামইরহাটে ২ দিন ব্যাপী শিশুমেলার উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দুই দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায়  উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ধামইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার।

‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’র্শীষক প্রকল্পের আওতায় ২দিন এ কর্মসূচী বাস্তবায়িত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে মেলায় মিলিত হয়।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা,মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী মনোরঞ্জন পাল,সহকারী জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন,শিক্ষার্থী মোস.মারিয়ম প্রমুখ। মেলায় ১০টি স্টল বসেছে। মেলায় শিশুদের উপস্থিত বতৃক্তা,কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনি দিনে সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

নওগাঁর ধামইরহাটে ২৬ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপজেলা অফিস ভবনের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে শনিবার সকাল সাড়ে ৯ টায় ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদ্জুামান সরকার এম.পি। উপজেলা পরিষদ চত্বরে ভবনটির ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি জাকিরুল ইসলাম, জনস্বাস্থ্য  প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন । 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget