রাজাপুর থেকে ২৫০পিচ ইয়াবা ৭ বোতল রেকটিফাইট স্প্রিটসহ গ্রেফতার-১
রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠির
রাজাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী ২৫০ পিচ ইয়াবা ও ৭ বোতল রেকটিফাইট
স্প্রিটসহ মোঃ সাইফুল ইসলাম আকন (৩৯) নামে এক যুবককে আটক করেছে ঝালকাঠি
ডিবি পুলিশ ।
এ বিষয় জেলা গোয়েন্দা শাখার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের
ভিত্তিতে আমরা জানতে পারি, জেলার রাজাপুর উপজেলাধীন কানুদাসকাঠি গ্রামের
সাইফুল আকনের কাছে মাদক রয়েছে। আমরা উক্ত তথ্যের ভিত্তিতে ঝালকাঠি জেলা
গোয়েন্দা শাখার এসআই কেএম মফিজুর রহমানের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ
অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। পরে তার কাছ থেকে ২৫০পিস ইয়াবা সহ ৭ বোতল
রেকটিফাইট স্প্রীট উদ্ধার করে জব্দ করে।
আটককৃত সাইফুল কানুদাসকাঠি গ্রামের মৃত আঃ জলিলের পুত্র। এ বিষয় সাই ফুলের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।