নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় জয়যাত্রা টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের প্যারীমোহন লাইব্রেরী হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় লাইব্রেরী চত্তরে এসে শেষ হয়।
র্যালী শেষে প্যারীমোহন লাইব্রেরীর অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুন-আর-রশিদ।
পরে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন এর সহকারী পরিচালক একেএম দিদারুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সহ-সভাপতি খোরশেদ আলম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ন-সম্পাদক আশরাফুল নয়ন, এপেক্স ক্লাব নওগাঁর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিশিষ্ট সমাজ সেবক মৌসুমি সুলতানা শান্তসহ আরো অনেকে। এসময় জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ন-সম্পাদক রিফাত হোসাইন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জয়যাত্রা টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি ফারমান আলী।