সাপাহারে ইঁদুর নিধন অভিযান এর শুভ উদ্বোধন
নয়ন বাবু,নওগাঁর সাপাহারে ইঁদুর নিধন অভিযান এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে কৃষি অফিসের সামনে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, নার্গিস সরকার, কৃষি অফিসার মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা, সর্বস্থরের জনগণকে সচেতন হয়ে ইদুর ক্ষতিকর ইঁদুর নিধন করার আহবান করেন।