নওগাঁয় শান্তিপূর্ণভাবে চলছে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট
বাবুল আখতার রানা: আজ ১৪ অক্টোবর সকাল থেকে নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট শুরু হয়েছে। ইসবপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৩১৯জন। ভোট কেন্দ্র রয়েছে ৯টি। ইসবপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোট ৪জন চেয়ারম্যান প্রার্থী। একমাত্র দলীয় নৌকা প্রতিক পেয়েছেন ইমরুল কায়েস বাদল। এছাড়া একজন বিএনপির সমর্থিত ও বাকি ২জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ছোট-খাট সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ধামইরহাটের ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ওয়াদুদ সামা গত ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।
উল্লেখ্য, ধামইরহাটের ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ওয়াদুদ সামা গত ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।