নওগাঁয় আন্তঃ শিক্ষা প্রতিষ্ঠান হ্যান্ড বল প্রতিযোগিতা অনুষ্ঠিত
আব্দুর রউফ পাভেল:নওগাঁয় আন্তঃ শিক্ষা প্রতিষ্ঠান হ্যান্ড বল প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার মান্দা সাহাপুর ডি.এ. উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. জসিম উদ্দীন। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই হ্যান্ড বল প্রতিযোগিতার আয়োজন করে। সাহাপুর ডি.এ উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপনের সভাপতিত্বে মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল এসময় উপস্থিত ছিলেন। ৮টি স্কুলের দল নিয়ে ২দিন ব্যাপি নক আউট পদ্ধিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।