Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর পোরশায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

ডিএম রাশেদ, পোরশা নওগাঁর বরেন্দ্র অঞ্চলের চারিদিকে এখন সবুজের সমারোহ। ফসলের মাঠ যেন সবুজের বিছানা। যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চতুরদিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের মোনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। সময়মত আকাশের বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর দেখা দিয়েছে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা।

পোরশা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে পোরশা উপজেলায় ১৬হাজার ৮৭০হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এখন পর্যন্তু আমনের গাছ বেশ ভাল রয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবছর এখন পর্যন্তু আমনের ক্ষেতে তেমন কোন রোগ বালাই দেখা যায়নি। আমনের গাছ ভাল রাখতে আর ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা দিন রাত সমানতালে পরিশ্রম করে যাচ্ছেন।

এখানকার কৃষকরা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে দিন রাত যেন সমানতালে পরিশ্রম করে আসছেন। সবুজে ঘেরা আমনের মাঠ রেখে যেন এক মুহূত্রের জন্যেও বসে বিশ্রাম নেওয়ার সময় নেই কৃষকদের। কৃষকরা এখন ক্ষেতের আগাছা তোলা, পোকামাকড় দমন করতে স্প্রে করা, জমির পানি দেখাসহ বিভিন্ন কাজে ব্যাস্ত সময় পার করছেন।

শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশা উপজেলায় প্রায় লক্ষাধীক মেট্রিকটন আমন ধান উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের দম ফেলার সুযোগ নেই। ধান গাছ পরিচর্যা, কীটনাশক স্প্রে করা আর আকাশের পানি জমিতে আটকিয়ে রাখার কাজে সারাক্ষনই ব্যস্ত রয়েছেন কৃষকরা। যেন দ্রুত গতিতে বেড়ে উঠছে আমনর ধানের গাছ। মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের গাছের পাতা। আর আনন্দে দুলছে কৃষকদের মন।

এবারে মাঠের ফসলে তেমন কোন রোগ বালাই না থাকায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কৃষকরা। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরাও। উপজেলার কয়েকজন কৃষক জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর আমন ধানের ক্ষেত এখন পর্যন্তু ভাল রয়েছে।

তারা জানান, শুধু নিজেদের নয়, তাদের এলাকার সকল কৃষকদের আমন ধানের ক্ষেত এখন পর্যন্ত চোখে পড়ার মতো রয়েছে। আকাশের পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ও আবহাওয়া অনুকুলে থাকায় আর তেমন কোন প্রকার রোগ বালাই না থাকার কারনে এবারে আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। একই সাথে আমন ধানের ভাল দাম পেলেই তারা লাভবান হবেন বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, এবারে তাদের লক্ষ মাত্রা পুরন করে আমন ধানের চারা রোপন করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আমনের ধানের উৎপাদন লক্ষমাত্রা শতভাগ অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

উ. কোরিয়াকে নিয়ে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র জাপান  ও দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। মঙ্গলবার ওয়াশিংটনের তিন দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মাত্র কয়েক দিন আগে সুইডেনে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে একটি আলোচনা ভেস্তে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পরবর্তী বৈঠকের বিষয়ে আলোচনার জন্যই দু'দেশের কর্মকর্তাদের মধ্যে সুইডেনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার বিশেষ প্রতিনিধি স্টিফেন বিয়েগুন।

ওই বিবৃতিতে বলা হয়েছে যে, উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন তারা।

শনিবার সুইডেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তর কোরিয়ার তরফ থেকে বলা হয় যে, আর আলোচনা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই তাদের যদি না যুক্তরাষ্ট্র লড়াই বন্ধ করে।

উত্তর কোরিয়ার তরফ থেকে আরও বলা হয় যে, তারা ওয়াশিংটনের কাছ থেকে নতুন এবং সৃজনশীল সমাধান আশা করেছিল। কিন্তু এর যথেষ্ট অভাব থাকায় তারা হতাশ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে, আলোচনা ভালো হয়েছে। আগামী মাসে আবারও বৈঠক হতে পারে বলে আশাও প্রকাশ করা হয়।

পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভবের বেড় এলাকা থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। সেসময় পুলিশকে দেখে পালিয়ে যায় দুই মাদক বহনকারী। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এএসআই রবিউল ইসলাম ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় র্ফোস নিয়ে ভবের বেড় গ্রামে অভিযান চালিয়ে দুইজন মাদক বহনকারীকে ধাওয়া দিলে ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামে অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, পলাতক দুই আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
 

 নওগাঁয়  সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা

আবু রায়হান রাসেল, আগামী বছরে দূর্গা দেবীর দর্শনের প্রত্যাশা নিয়েই দেবীকে বিদায় পুস্পাঞ্জলি দিয়ে। মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত মন্ডপে মন্ডপে আনুষ্ঠানিক পূজা অর্চনা শেষে সিঁদুর খেলার মধ্যে দিয়ে ভক্তরা মা দূর্গাকে স্ব স্ব মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেন। মঙ্গলবার বিকালে নওগাঁ শহরের ছোট যমুনা ও মহাদেবপুরের আত্রাই নদীসহ জেলার ছোট বড় বেশ কয়েকটি নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হযেছে। ঢাক-ঢল বাজিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত নেচে গেয়ে মহড়া দেয় জেলার বিভিন্ন পূজা মন্ডবের লোকজন। দেবীকে এ বছরের মত বিদায় দিতে চন্দন, ধুপ আর সিঁদুর নিবেদন করলো দেবীর পায়ে। ঢাক আর উলু ধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন দূর্গা মন্ডপ গুলো। পুরহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলু ধ্বনি মন্ডপ গুলোতে সৃস্টি হয়েছিল আবেগঘন পরিবেশ। নৌকায় বাইচ বা ভ্রমন শেষে, সন্ধ্যা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। মনমুগ্ধকর এ দৃশ্য দেখতে নদীপাড়ে জড়ো হয়েছেন হাজারও মানুষ নদীর দুপাড়ে বসে গ্রামীণ মেলা।

সাংবাদিক ঐক্য পরিষদ বেনাপোলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কাস্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
“সাংবাদিক ঐক্য পরিষদ” বেনাপোল, সদস্যবৃন্দের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন বেনাপোল কাস্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।
 
সোমবার(৭/১০/২০১৯ইং)তারিখ বেলা ২টার দিকে কমিশনারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাংবাদিক ঐক্যের প্রতি সমর্থন জানিয়ে কমিশনার বলেন, যেসব জায়গায় পরিস্থিতিতে সাংবাদিকরা সহিংসতা কিংবা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন, সেসব জায়গায় সাংবাদিকদের নিজস্ব কিছু প্রস্তুতি থাকা উচিত।
সে ক্ষেত্রে বেনাপোল ও একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সন্ত্রাসী কিংবা চোরাচালান বা সন্ত্রাসী কার্যক্রম অন্যান্য থানার তুলনায় বেনাপোল পোর্ট থানায় অনেকাংশে বেশি। সংঘবদ্ধচক্ররা কখনো কখনো এক হয়ে তাদের হীন চরিতার্থ হাসিল করার চেষ্টা করে। সেসব ক্ষেত্রে এককভাবে একজন সাংবাদিকের পক্ষে মোকাবেলা করা বড়ই কঠিন হয়ে ওঠে। ফলেও, ঐক্যবদ্ধ সংগঠনই পারে সংঘবদ্ধ চক্রের মোকাবেলা করতে।
 
শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক মহাসিন মিলন ওই সময় বলেন, গত এক দশকে বাংলাদেশে টেলিভিশন, পত্রিকা এবং অনলাইনের সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও মাফস্বল সাংবাদিকদের স্বার্থ উপেক্ষিত এবং অবহেলিত রয়ে গেছে। এক্ষেত্রে দেশ এবং জনসেবার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে “ঐক্য পরিষদ বেনাপোল” কাজ করতে চাই। তিনি এ ব্যাপারে কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সহযোগিতা কামনা করেন। ঐক্য পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, সদস্য সচিব বকুল মাহবুব ও কার্যনির্বাহী সদস্য রাশেদুর রহমান রাশু সহ সকল সদস্যবৃন্দ।

বিবিবি অ্যাওয়ার্ড দিতে যাচ্ছেন যুক্তরাজ্যে  শিল্পমন্ত্রী

বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘তৃতীয় বিট্রিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড-২০১৯’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে যাচ্ছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বুধবার (৯ অক্টোবর) সকালে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক বিট্রিশ বাংলাদেশিদের সংগঠন দেশ ফাউন্ডেশন ইউকে এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে যুক্তরাজ্য, ইউরোপ ও বাংলাদেশের বরেণ্য উদ্যোক্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, মিডিয়া ব্যক্তিত্বসহ সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন অর্জন এবং ব্রিটিশ অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে এ পুরস্কার চালু করা হয়। প্রথমবারের মতো আয়োজিত ওই অনুষ্ঠানে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন উপস্থিত ছিলেন। এবার তৃতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করা হচ্ছে। আশা করা হচ্ছে, এর ফলে ব্রিটিশ এবং বাংলাদেশের অর্থনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান জোরদার হবে। পাশাপাশি এ অনুষ্ঠান ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির বিবরণ তুলে ধরবেন। তিনি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, সড়ক, রেল ও নৌ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করবেন।

শিল্পমন্ত্রী ১১ অক্টোবর লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত সংলাপে অংশ নেবেন। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget