Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী'র রাষ্ট্রীয় মর্যাদা দাফন

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা ১১ টায় তাকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
 
এ সময় সেখানে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল জব্বার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
 
বুধবার বিকেল ৩টায় সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবন উপজেলার মামুরিয়া গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


যশোরের শার্শায় খামারে ছাগল চাষে স্বাবলম্বী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে যৌথভাবে ছাগলের খামার গড়ে স্বাবলম্বীর পথে দুই খামারী।উদ্যোমী দুই যুবকের খামার দেখে আশপাশের অনেকে গড়ে তুলছেন ছাগলের খামার।

শার্শা উপজেলায় অনেকে বাণিজ্যিক ভাবে অনেকেই ব্লাক বেঙ্গল জাতের ছাগলের খামার গড়ে তুলেছেন। এদের মধ্য অন্যতম মিলন মেম্বার তার বন্ধু কাদের। ব্যাক্তি মালিকানাধীন পার্কের এক কোনে ২০ টি ছাগল নিয়ে গড়ে তোলে খামারটি। বর্তমানে ওই খামারে ছাগলের পরিমান প্রায় ৬০টি। খামার মালিক মিলন মেম্বার বলেন, সরকারের পৃষ্ট পোষকতা পাওয়া গেলে বিদেশে রপ্তানী যোগ্য ছাগল চাষে ব্যাপক সফলতা পাওয়া যাবে। অর্জন করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা।
যশোরের শার্শায় খামারে ছাগল চাষে স্বাবলম্বী

শার্শা উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর জয়দেব কুমার সিংহ বলেন,সরকারি ভাবে শার্শা উপজেলায় একাধিক খামার গড়ে তুলো হয়েছে। ব্লাক বেঙ্গল জাতের প্রায় এক লাখ ছাগল বিভিন্ন খামার মালিকরা চাষ করছে। তাদেরকে উপজেলা প্রানী সম্পদ দপ্তর থেকে পর্যাপ্ত সহযোগীতা করা হচ্ছে। এই ছাগল চাষে সফলতা আনার জন্য শিক্ষিত বেকারদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে।

 
তাহিরপুর সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও মাদকদ্রব্য পাচাঁর: ২ টন জব্দ
মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ:  
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর,চাঁরাগাঁও,বালিয়াঘাট,টেকেরঘাট,চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত দিয়ে সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে পাচাঁর করা হচ্ছে কয়লা ও চুনাপাথরসহ মদ,গাঁজা,হেরুইন,ইয়াবা,গরু,বিড়ি ও অস্ত্র। বিভিন্ন  সময় অভিযান চালিয়ে নামমাত্র অবৈধ মালামাল আটক করলেও সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারী ও চাঁদাবাদদের কখনোই গ্রেফতার করা হয়না। এরফলে চোরাচালানীরা নিজেদেরকে বিজিবি,পুলিশ,র‌্যাব ও সাংবাদিকের সোর্স পরিচয় দিয়ে দাপটের সাথে তাদের অবৈধ কর্মকান্ড ওপেন চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানায়,আজ ০৩.১০.১৯ইং বৃহস্পতিবার সকালে ৬টায় বালিয়াঘাট ও চাঁরাগাঁও সীমান্তের লালঘাট ও বাঁশতলা এলাকা দিয়ে বিজিবির সোর্স পরিচয়ধারী আব্দুল আলী ভান্ডারী,রমজান আলী,জানু মিয়া,রুবেল মিয়া,খোকন মিয়া,সরাফত আলী ও রহমত আলী ভারত থেকে ১বস্তা কয়লা পাচাঁরের জন্য ১২০টাকা,১কার্টন মদ থেকে ৮শত টাকা,১হাজার পিছ ইয়াবা থেকে ৫০হাজার টাকা, ১কেজি গাঁজা থেকে ২হাজার টাকা চাঁদা নিয়ে প্রায় ২০মে.টন কয়লা সাথে বস্তার ভিতরে করে বিপুল পরিমান মদ,গাঁজা ও ইয়াবা পাচাঁর করে এলাকার বিভিন্ন জায়গায় নিয়ে মজুত করে রাখে। এখবর পেয়ে বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার শাকিল মোরশেদ মদনপুর নামক গ্রামের হীরা মিয়ার বাড়ির সামনে পাটলাই নদীর তীরে মজুদ করে রাখা ২মে.টন চোরাই কয়লা জব্দ করেন। এছাড়াও চাঁরাগাঁও সীমান্তের ১১৯৪এর ৩এস পিলার সংলগ্ন লামাকাটা এলাকা দিয়ে সোর্স ল্যাংড়া বাবুল ও আলকাছ মিয়া বিজিবি কাম্পের নামে ১বস্তা কয়লা থেকে ১০০টাকা করে চাঁদা নিয়ে প্রতিদিন রাতে শতশত মে.টন কয়লার সাথে মদ,গাঁজা,হেরুইন ও ইয়াবা পাচাঁর করছে। সম্প্রতি চাঁরাগাঁও সীমান্তের লালঘাট গ্রামের আমির আলীর বাড়ি থেকে সোর্স আব্দুল আলী ভান্ডারী,রমজান মিয়া ও সরাফত আলীর পাচাঁরকৃত ১০কেজি গাঁজা আটক করে হাবিলদার মোকলেস। কিন্তু থানায় ১কেজি গাঁজা দিয়ে মূল অপরাধীদের বাদ দিয়ে নিরপরাধ লোকজনের নামে মামলা দায়ের করেন। এছাড়া গত ৩০.০৯.১৯ইং রবিবার বীরেন্দ্রনগর সীমান্তের সুন্দরবন এলাকা দিয়ে সোর্স মস্তফা মিয়া মস্তু ও মঞ্জুল মিয়া ভারত থেকে প্রায় ২০মে.টন চুনাপাথর অবৈধ ভাবে পাচাঁর করে রংগাছড়া গ্রামের মস্তাফা মিয়ার বাড়ির পিছনে নিয়ে লুকিয়ে রাখে। খবর পেয়ে বিজিবি অবৈধ চুনাপাথর আটক করার পর রহস্য জনক কারণে আবার ছেড়ে দেয়। অন্যদিকে চাঁনপুর সীমান্তে প্রায় ৮লক্ষ টাকার মদ ও গাঁজার চালান বিজিবি আটক করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি এবং এই সীমান্তের রাজাই,কড়ইগড়া ও বারেকটিলা দিয়ে সোর্স আবু বক্কর ও রফিকুল গং বিজিবি ক্যাম্পের নামে ১টি গরু থেকে ২হাজার টাকা করে চাঁদা নিয়ে প্রতিরাতে শতশত গরু ভারত থেকে পাচাঁর করলেও তাদেরকে গ্রেফতার করা হয়না। অন্যদিকে লাউড়গড় সীমান্তে যাদুকাটা নদী ও সাহিদাবাদ এলাকা দিয়ে ভারত থেকে কয়লা,মদ ও ইয়াবা পাচাঁর করা হচ্ছে। সম্প্রতি ইয়াবাসহ সোর্স রফিকুল ইসলাম নবীকুলকে গ্রেফতার করলেও চিহ্নিত চোরাচালানীরা বিজিবির সোর্স পরিচয় দিয়ে ওপেন চোরাচালান করছে। সীমান্ত চোরাচালানের বিষয়ে জানতে চাঁরাগাঁও ক্যাম্প কমান্ডার হাবিলদার মোকলেসের সরকারী মোবাইল নাম্বারে কল করলে তিনি বলেন,মোবাইলে সব কথা বলা যাবে না এব্যাপারে জানতে হলে কাম্পে এসে কথা বলুন। বীরেন্দ্রনগর বিজিবি ক্যাম্প কমান্ডার ফরিদ বলেন,আটককৃত পাথরের বিষয়ে আপনাকে পরে সব জানাব। এব্যাপারে জানতে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদল আলমের সরকারী মোবাইল নাম্বারে(০১৭৬৯-৬০৩১৩০) বারবার কল করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিজিবি’র প্রতিনিধি দল ভারতে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মধ্যে সীমান্ত সম্মেলনের উদ্দেশ্যে বিজিবি’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ২ দিনের সফরে ভারতে গেছেন।

বৃহস্পতিবার (০৩ অক্টোম্বর) সকাল ১১ টায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যায়।

যশোর রিজিওয়েন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জালাল গনি খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন,  রংপুরের রিজিউন কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লেঃ কর্নেল আহম্মেদ জুনায়েদ, লেঃকর্নেল রাহাদ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন ও মেজর মফিজুর রহমান।

বিজিবি’র প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌছালে ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ অধিনায়ক নিরোদ পাল তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে বৈঠকের উদ্দেশ্যে নিয়ে যায়।

বিজিবি সুত্রে জানায়, ভারতের কলকাতায় ০৪ অক্টোম্বর থেকে ০৬ অক্টোম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা নিশ্চিত করে বলেন,বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ,চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ নিয়ে বৈঠক হবে। প্রতিনিধি দল ০৬ অক্টোম্বর বেনাপোল চেকপেষ্ট দিয়ে দেশ ফিরে আসবেন।

ঝালকাঠি পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে  ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠিতে জেলা পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ট্রাফিক পুলিশের হাতে ১২৩ বোতল ফেন্সীডিল সহ ২ জন আটকের সংবাদ পাওয়া যায়। গত (২ অক্টোবর) দুপুরে গাবখান ব্রীজের পূর্বপাড়স্থ টোলঘর সংলগ্ন এলাকায় জেলা পুলিশের আয়োজিত ট্রাফিক ক্যাম্মপেইনে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখার ঘোষনা দেন। আর তারই ধারাবাহিকতায় ঘোষনার ২৪ ঘন্টা পার হতে না হতেই বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার আটক করে। পরে তল্লাশী করে তার ভিতর থেকে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার করে গাড়ীর ড্রাইভার ও একজন নারীকে আটক করে ঝালকাঠি ট্রাফিক পুলিশ।
ঝালকাঠি পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে  ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার
 
এ বিষয় নলছিটি থানার উপ-পরিদর্শক রাসেল মোল্লা  জানান, গত রোববার থেকে ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার সময় ঝালকাঠি সদর ট্রাফিকের পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে শিক্ষানবশি ট্রাফিক সার্জেন্ট তারিকুল ইসলাম ও টিএসআই তোঁতামিয়াসহ ট্রাফিক পুলিশের একটি দল জেলার নলছিটি থানাধীন ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রায়াপুর নামক স্থানে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনার জন্য চেকপোষ্ট বসায়। এ সময় বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করলে প্রাইভেটকারের পেছনে ২টি ব্যাগে লুকিয়ে রাখা ১২৩ বোলত ফেন্সিডিল উদ্ধার হয়।

ট্রাফিক পুলিশের অভিযানে প্রাইভেট কারের ভিতরে থেকে পুলিশের ১২৩ বোতল উদ্ধারকৃত ফেন্সিডিল সহ গাড়ীতে থাকা তানিয়া ইসলাম (২৬) নামে এক নারী ও তার সহযোগী ড্রাইভার মেহেদী হাসান (২৫) আটক করে নলছিটি থানায় সোপর্দ করা করে ট্রাফিক পুলিশ। আটককৃত তানিয়া বরিশাল শহরের কাউনিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী এবং মেহেদী হাসান যশোর জেলার প্রয়াত মোকলেসুর রহমানর ছেলে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানায়।

নওগাঁর আত্রাইয়ে অসহায় দুঃস্থদের মাঝে পূজা সামগ্রী বিতরণ

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে ৮৬টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনের নিজস্ব অর্থায়নে পুজা উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে আত্রাই থানার আয়োজনে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে থানা চত্বরে ৮৬টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব পূজা সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়। তিনি আগত দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে আসন্ন শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, সাংবাদিক মুজাহিদ খান, আব্দুল মজিদ মল্লিক, তপন কুমার, ছাবেদ আলী, ফিরোজ হোসেন, মিলন হোসেন, আত্রাই থানার (তদন্ত) ওসি আবুল কালাম আজাদ, পরিদর্শক ছালাউদ্দিন আহম্মেদ, হাইদার আলী, কামরুজ্জামান, শরিফুল ইসলাম, ছাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী হিসাবে শাড়ি, লুঙ্গি ও নারিকেল বিতরন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget