নওগাঁর মান্দায় কষ্টি পাথরের দুটি বিষ্ণমূর্তি উদ্ধার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় যৌথ অভিযানে কষ্টি পাথরে দুইটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালিকগ্রাম পশ্চিম পাড়ার মৃত আকবর আলীর ছেলে ময়েজ উদ্দিনের মাটির দোতলা বাড়ী থেকে উদ্ধার করা হয়।
১৬ বিজিবি-নওগাঁ উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এসএম হাবিবুল হাসান, বিজিবি ১৬ এবং মান্দা থানা পুলিশের টাস্কফোর্স যৌথ ভাবে কালিকগ্রাম পশ্চিম পাড়ার অভিযান পরিচালনা করা হয়। এসময় ময়েজ উদ্দিনের মাটির দোতলা বাড়ী থেকে দুইটি কষ্টি পাথরের বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। যার একটির ওজন ৪২ কেজি এবং অপরটির ওজন সাড়ে ১০ কেজিসহ সর্বমোট সাড়ে ৫২ কেজি। যার আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা। তবে অভিযানের সময় বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ধারনা করা হচ্ছে- বাড়ির মালিক ময়েজ উদ্দিন বিষ্ণু মূর্তি দুইটি ভারতে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। গোপন সংবাদের পর সেগুলো উদ্ধার করা হয়। ঘটনায় মান্দা থানায় একটি মামলা হয়েছে। এ চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।