সাপাহারে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা কমিটির উদ্যোগে বুধবার সকাল ১০টায় সদরের জিরোপয়েন্ট চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা কমিটির সভাপতি নুরুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, সহ-সম্পাদক সাংবাদিক নয়ন বাবু, নবিবুর রহমান, গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম হোসেন, বনিক সমিতির সভাপতি মতিউর রহমান সহ সুজনের সকল সদস্যবৃন্দ।