ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রিপোর্ট : ইমাম বিমান‘বয়সের সমতার পথে যাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
দিনসটি
উপলক্ষে ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘ এ অনুষ্ঠানের আয়োজনে মঙ্গলবার (০১
অক্টোবর ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক জোহর
আলীর নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি
প্রবীণ হিতৈষী সংঘের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক জোহর আলী। উক্ত অালোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সমাজসেবা
কর্মকর্তা স্বপন কুমার মুখার্জী প্রমুখ। ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘের
সহসভাপতি অ্যাডভোকেট ইউসুফ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য
রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু, প্রফেসর ড. এ কে এম
ইয়াকুব হুসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হোসনেআরা মান্নান,
প্রবীণ সাংবাদিক আলী হায়দার তালুকদার ও রুস্তুম আলী চাষী। অনুষ্ঠান
পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। অনুষ্ঠানে বক্তারা বাবা
মায়ের প্রতি যত্ন নেওয়ায় মমতাময়ী পুরস্কার প্রদান করা হয় দুইজনকে।