ঝালকাঠিতে যাত্রীবাহি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত-১০
রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠিতে
যাত্রীবাহী বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে ১০জন আহত হওয়ার ঘটনা
ঘটে। বরিশাল থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে ঝালকাঠি আসার
পথে বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠি জেলাধীন কালিজিরা ব্রীজের ঢালে এসে
নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় সড়ক পরিবহন
(বিআরটিসি) সংস্থার (ব-১১২৩৭১) একটি বাস। এতে অন্তত ১০ জন যাত্রী আহত
হওয়ার খবর পাওয়া যায়।
সোমবার বিকেলে কালিজিরা
ব্রীজের ঢালে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গেলে খবর পাওয়া মাত্র নলছিটি থানা পুলিশ
সেখানে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে আহতদের বরিশাল শের-ই বাংলা
মেডিকেল কলেজ (শোবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ
বিষয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- বিকেলে একটি বাস যাত্রী নিয়ে বরিশাল
শহর থেকে ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কালিজিরা ব্রিজ পার হওয়ার
সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত
হলে তাদের উদ্ধার করে শোবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টির সত্যতা
নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম
সাংবাদিকদের এ কথা জানায়। বাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ
করছে বলে জানাযায়।