Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ৪৫টাকা চার্জ আদায় করছে কিন্তু ট্রলি সুবিধা নেই

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর চার্জ বাবদ ৪২.৭৫ টাকা নিলেও কোন এক অদৃশ্য শক্তির কারনে যাত্রীর ল্যাগেজ আনা নেওয়ার জন্য  ট্রলি চালু হচ্ছে না। পাসপোর্ট যাত্রীদের রোদ বৃষ্টিতে না ভেজা, বিশ্রাম নেওয়া, পানি ও টয়লেট সুবিধা, আধুনিক মানের হোটেল রেস্তোরা, যাত্রীর ল্যাগেজ নেওয়ার জন্য ট্রলি সুবিধা সহ নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে।
বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ৪৫টাকা চার্জ আদায় করছে কিন্তু ট্রলি সুবিধা নেই

স্থানীয়রা জানায়  গত ২০১৭ সালের জুন মাসে এ টার্মিনালটি দুর দুরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের সুবিধার্থে চালু করে স্থল বন্দর বেনাপোল কর্তৃপক্ষ। তখন  থেকে এই টার্মিনাল এর অজুহাত দেখিয়ে পাসপোর্ট যাত্রীর নিকট থেকে এট্রি ফি , ওয়েটিং র্ফি, িিসর্ভস চার্জ ও টার্মিনাল চার্জ বাবদ ৩৮টাকা ৭৬  পয়সা নিত বন্দর কর্তুপক্ষ। এর ৬ মাস যেতে না যেতে কোন সুযোগ সুবিধা না বাড়িয়ে যাত্রীদের নিকট থেকে আদায় করছে কাগজে কলমে ৪২.৭৫ টাকা। তবে বাস্তবে নিচ্ছে তারা ৪৫ টাকা। পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে এই ৪৫ টাকা নিয়ে ২০ জন যাত্রীকে বসার কোন সুযোগ সুবিধা না দেওয়ায় জনমনে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়া প্রথমে পুরো টার্মিনাল ভবনের নীচতলা যাত্রীদের জন্য রাখলেও এখন তার অর্ধেকের বেশী আটকিয়ে দিয়ে কাস্টমসের স্কানিং মেশিন বসানো হয়েছে।

ঢাকার পাসপোর্ট যাত্রী হেনা বেগম বলেন আমাদের নিকট থেকে এই টার্মিনাল থেকে ৪৫ টাকা চার্জ নিচ্ছে । অথচ আমাদের ল্যাগেজ বহন করতে হচ্ছে পয়সা দিয়ে । এবং অতিরিক্ত টাকা দিয়ে ল্যাগেজ বহন করতে হচ্ছে। খুলনার আজিম শেখ বলেন, আমাদের নিকট থেকে ৪৫ টাকা চার্জ নিলেও এখানে কোন সুযোগ সুবিধা নেই। যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে হয়। ভিতরে বসার কোন জায়গা নেই। নেই পরিস্কার পরিচ্ছনতা।

এব্যাপারে বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমরা ট্রলি চালু করেছি। কিন্তু যাত্রীরা বুঝতে পারছে না ট্রলির ব্যবহার। তবে সরেজমিনে যেয়ে দেখা যায় প্যাসেঞ্জার টার্মিনালের পাশে কয়েকটি ট্রলি অলস পড়ে রয়েছে কেউ ব্যবহার করছে না। যেখানে যাত্রী যাতায়াত হয় প্রতিদিন ৬ থেকে ৮ হাজার পর্যন্ত।

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মচারী বলেন, লোক না থাকায় ট্রলি ব্যবহার হচ্ছে না। কারন এই ট্রলি নোম্যান্সল্যান্ডে গেলে হারিয়ে যেতে পারে। এর জন্য জনবল প্রয়োজন।

উল্লেখ্য গত ৭ জুলাই বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ট্রলি চালুর শুভ উদ্বোধন করেন এনবিয়ার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুুইয়া। সেই উদ্বোধনের পর থেকে এখনো কোন ট্রলি চালু হয়নি।একমাত্র বন্দর কর্তৃপক্ষের অবহেলার জন্য।

নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার সকাল ১০ টায়  যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই দুলালের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা’র ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন।
 
এ সময় সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, মাহফুজার রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, দপ্তর সম্পাদক আবু ইউসুফ মর্তুজা রহমান, শ্রমিকলীগ সভাপতি শহিদুল ইসলাম, মহিলালীগ সভানেত্রী আঞ্জুয়ারা, মহিলালীগ নেত্রী  শাহিনা প্রমুখ উপস্থিত ছিলেন। নেতাকর্মীবৃন্দ জন্মদিনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ উপাধি লাভ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নওগাঁয় নবানাট্য সংঘের কাউন্সিল অধিবেশন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট মঞ্চায়িত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নাট্য সংগঠন “নবনাট্য সংঘ” এর কাউন্সিল উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক মঞ্চায়িত হয়েছে। গত শুকবার রাত ৮টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন নবনাট্য সংঘের নব নির্বাচিত সভাপতি কবি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং নবনাট্য সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ড. আমির জামান।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাউন্সিলের উদ্বোধক রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. শাবিন শাহরিয়ার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, আবৃত্তি পরিষদের সভাপতি ডা: ময়নুল হক দুলদুল এবং নাবনাট্য সংঘের নব নির্বাচিত সাধারন সম্পাদক মো. কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।
 
পরে স্থানীয় বিভিন্ন নৃত্য সংগঠনের শিল্পীরা পর পর ৪টি নৃত্য পরিবশেন করে। সব শেষে আব্দুস সাত্তার মন্ডলের রচনায় ও নির্দেশনায় নওগাঁ’র আঞ্চলিক ভাষায় নাটক “ ডিঙাডোবা” মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে রুপায়ন করেন অসীম কুমার মহন্ত, কারিশমা আকতার কথা, এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, মো. কায়েস উদ্দিন, রেজাউল বাশার মতি, মাগফুরুল হাসান বিদ্যুৎ, নাছিবুল ইসলাম, নাজনীন নাহার শিমু, সুবল চন্দ্র মন্ডল, অনন্ত এবং দুলাল চন্দ্র। নাটকে আলোক প্রক্ষেপনে ছিলেন নিমাই চন্দ্র ও শব্দ সংযোজনে আল মামুন রুপোস।
 
এর আগে বেলা সাড়ে ১১টায় সরকারী গণ গ্রন্থাগার থেকে একটি বর্নাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এ সময় রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শাবিন শাহরিয়ার উদ্বোধক হিসেবে এই কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. কায়েস উদ্দিন। এ সময় নবনাট্য সংঘের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ড. আমির জামান, কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ সেন, জয়পুরহাট জেলা শাখার সভাপতি রাজা চ্যেধুরী উপস্থিত ছিলেন। কাউন্সিলে বিশিষ্ট কবি ও নাট্য শিল্পী অধ্যাপক আতাউল হক সিদ্দিকীকে সভাপতি এবং বিশিষ্ট নাট্য শিল্পী ও সাংবাদিক মো. কায়েস উদ্দিনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।

নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী বিতরন

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুঃস্থ ২০০ পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া। 

নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী বিতরন
শনিবার বেলা ১১টায় সদর মডেল থানার আয়োজনে থানা চত্বরে এসব পূজা উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, ফাজানা হোসেন, সদর সার্কেল লিমন রায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহওয়ার্দী হোসেন, ফয়সাল আহম্মেদ (তদন্ত), এসআই আব্দুল বারি, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, মুন্নী সর্মা, প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী হিসাবে নারিকেল, চিনি, গুড়, বাদশা, তিল, চিড়া বিতরন করেন।
নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী বিতরন


গ্রাম আদালতের মাধ্যমে অসহায় আরব আলী তার বিশ হাজার টাকা ফিরে পেল

বিশেষ প্রতিবেদক: গ্রাম আদালত বিষয়ক চাঁদপুরের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস সম্প্রতি কচুয়া উপজেলার অন্তর্গত সাচার ইউনিয়নের গ্রাম আদালত পরিদর্শনে যান। আদালতের নথি ও রেজিস্টার পরিবীক্ষণ করে তিনি আদালতের কয়েকজন উপকারভোগীর সাথে সাক্ষাৎ করার জন্য গাঁয়ের মেঠো-পথ ধরে এগিয়ে যান। দুপুরের কড়া রোদে দীর্ঘ আধা-পাকা ভঙ্গুর-প্রায় রাস্তা পেরিয়ে তিনি ঐদিন দুই জন্য উপকারভোগীর সাথে তাদের বাড়িতে দেখা করেন এবং গ্রাম আদালতের নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের মতামত শোনেন।

এদের মধ্যে একজন ছিলেন এই ইউনিয়নের অন্তর্গত বজরীখোলা গ্রামের বয়োঃবৃদ্ধ আরব আলী। যখন আমরা তার বাড়ি পৌছাই তখন তিনি তার ঘরের সামনে ডাটা ক্ষেতের পাশেই গাছের তলায় বসে প্রচণ্ড গরমের মধ্যে কিছুটা আরাম খুঁজছিলেন। তার বাড়ির উঠানে আমাদের দেখে তিনি খানিকটা ভড়কে যান। আমরা তাকে আস্বস্থ্য করি এবং আমাদের পরিচয় দিই। গ্রাম আদালতের প্রসঙ্গ উঠতেই আরব আলী আবেগে আপ্লূত হয়ে পড়েন।

আরব আলীর বয়স বর্তমানে প্রায় ৭০। তার পরিবারে মোট তিন ছেলে ও তিন মেয়ে ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। এক সময় তার তিন ছেলেই দুরারোগ্য রোগে একে একে মারা যায়। বর্তমানে তার স্ত্রী রোগে-শোকে দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী। নিজেও বয়সের ভারে কোন আয়-রোজগার করতে পারেন না। অনেক কষ্টে আরব আলী তার তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। এই তিন মেয়ের সাহায্য সহযোগিতা নিয়েই তিনি তার পরিবার চালান। বর্তমানে ছোট মেয়েটি তার সঙ্গে থাকে। মেয়েদের মধ্যে বড় মেয়েটি চট্রগ্রামের একটি পোষাক কারখানায় চাকরী করে।

আবর আলী বলেন, গ্রাম আদালত আমার হারানো বিশ হাজার টাকা ফিরিয়ে দিয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যকর না থাকলে আমি আমার এই টাকা কিছুতেই ফিরে পেতাম না। আমরা কিছু জীজ্ঞেস না করতেই তিনি তার এই কাহিনীটি বলতে শুরু করেন। তিনি বলেন, আমার বড় মেয়ে আমাকে প্রায় দুই বছর আগে জমি বর্গা নেওয়ার জন্য মোট বিশ হাজার টাকা দিয়েছিল। আমার প্রতিবেশী কালু মজুমদার এই টাকার কথা জানতে পারে। সে এলাকায় কাঠের ব্যবসা করে। একদিন কালু আমার কাছে এসে ঐ টাকাগুলো মাত্র পনেরো দিনের জন্য ধার চায়। সহজ-সরল আরব আলী প্রতিবেশীর কথায় রাজি হয়ে ঐ বিশ হাজার টাকা তাকে ধার দেয়।

নির্ধারিত পনেরো দিন পার হয়ে যাওয়ার পর আরব আলী প্রতিবেশী কাল মজুমদারের কাছে তার ধার দেওয়া টাকা ফেরত চায়। কিন্তু কালু মজুমদার ধারের টাকা দেই-দিচ্ছি করে টাল-বাহানা শুরু হরে। এভাবে কয়েক মাস কেটে যায়। এই টাকা উদ্ধারের জন্য এলাকায় বহুবার সালিশ-দরবার হয়েছে। প্রতিবারই কালু মজুমদার টাকা ফেরত দেওয়ার অঙ্গিকার করে এবং প্রতিবারই তা ভঙ্গ করে। কোনভাবেই আরব আলী তার টাকা ফেরত পাচ্ছে না। ক্লান্ত-শ্রান্ত এবং ভগ্ন মনোরথ হয়ে এক সময় অসহায় আরব আলী এই টাকা পাওয়ার আশা ছেড়েই দেয়।

এর কিছুদিন পর একদিন বিকেলে আবর আলী পাশের বাড়িতে একটি উঠান-সভায় যোগদান করেন। তিনি বলেন, ঐ দিন খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে আমরা সবাই ঐ বাড়ির একটি ঘরের বারান্দায় বসি। উঠান-সভাটি পরিচালনা করছিল মিঠুন চক্রবর্তী। পরে শুনেছি সে গ্রাম আদালতে চাকরী করে। ঐ উঠান-সভায় আমি জানতে পারি যে, গ্রাম আদালতে মাত্র ১০ টাকা ও ২০ টাকা ফি দিয়ে অতি স্বল্প সময়ে সহজেই বিচার পাওয়া যায়। আমি যেন আবার আমার ঐ ধার দেওয়া টাকা ফিরে পাওয়ার আশা খুঁজে পেলাম। সভা শেষে আমি মিঠুনকে আমার ঘটনাটি খুলে বলি। মিঠুন সবিস্তারে শুনে আমাকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গ্রাম আদালতে আসার পরামর্শ দেয়।

আমিও আর কাল বিলম্ভ না করে পরের দিনই আমাদের সাচার ইউনিয়নের গ্রাম আদালতে আসি এবং আদালত সহকারী মিঠুনের সাথে দেখা করি। আদালত সহকারীর পরামর্শ মোতাবেক মামলাটির ধরণ দেওয়ানী প্রকৃতি হওয়ায় মাত্র ২০ টাকা ফি দিয়ে আমি আমার পাওনা বিশ হাজার টাকা ফেরত চেয়ে কালু মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। গ্রাম আদালতে অভিযোগটি মামলা আকারে নথিভূক্ত হওয়ার পর ইউপি চেয়ারম্যান মোঃ ওসমান গণি মোল্লা গ্রাম পুলিশ মারফত মামলার প্রতিপক্ষ কালু মজুমদারের প্রতি সমন জারি করেন।

সমন পেয়ে কালু মজুমদার যথাসময়ে গ্রাম আদালতে আসেন এবং দায় স্বীকার করে উপস্থিত সবার সামনে নগদ দশ হাজার টাকা ফেরত দেন এবং বাকী দশ হাজার টাকা এক সপ্তাহ পরে দেওয়ার জন্য সময় প্রার্থনা করেন। উল্লেখ্য যে, এক সপ্তাহ করে বাকী দশ হাজার টাকাও কালু মজুমদার আরব আলীকে ফেরত দেন। এভাবে গ্রাম আদালতের মাধ্যমে অসহায় বয়োঃবৃদ্ধ আরব আলী তার দীর্ঘ দিনের পাওনা মোট বিশ হাজার টাকা ফিরে পান।।

 নওগাঁয় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার-২

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ও ৪৭ গ্রাম হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১ টায় জেলার বদলগাছী উপজেলার কোলা পশ্চিমপাড়া গ্রাম থেকে ১০০ পিচ ইয়াবা ও ৩৫ গ্রাম হিরোইনসহ টাইগার হোসেন (৩৫) কে এবং অপর দিকে একই দিন রাত ১ টায় নিজ বসত বাড়ী থেকে ১২ গ্রাম হিরোইনসহ উজ্জল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীরা হলেন, বদলগাছী উপজেলার কোলা পশ্চিমপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে টাইগার হোসেন এবং একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে উজ্জল হোসেন। ডিবির এসআই মিজানুর রহমান মিজানের নের্তৃত্বে উভয় অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget