Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর পিরোজপুরে নিজ উদ্যোগ্যে পরস্কিার পরচ্ছিন্ন জোরদার যুবসমাজকে আহ্বান

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁর আত্রাই ও রাণীনগর দুটি থানার প্রধান সড়কপথে কাঠালতলী থেকে পিরোজপুর মাদ্রাসা মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা অত্যন্ত সরু ও জংলা, এই রাস্তা দিয়ে একটি বড় গাড়ি এলে পথচারীর রাস্তার নিচে নামা ছাড়া কোন উপায় থাকেনা , আবার পাকা রাস্তার নিচে পায়ে হাঁটা পথে আগাছায় ঝোপঝাড়ে পরিপূর্ন । এই অবস্থায় হাজার হাজার পথচারীর পথচলা খুবই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। আর রাতে পৌর রোডলাইনে সব বাল্ব না থাকায় , এক জঙ্গলী ভুতুড়ে পরিবেশ তৈরি  হয়েছে। এই সুযোগে এখানে মাঝেমধ্যে ছিনতাই ও সংঘঠিত হয় ।

মো. আশিকউজ্জামান আশিক, বলেন আপনার মাধ্যমে আমি যুবসমাজকে আহ্বান জানাই, এসব কাজ করতে পৌরসভাসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ করার নিয়ম থাকলেও, জনসাধারণেরও এব্যাপারে এগিয়ে আসা উচিত। মনে রাখতে হবে জনগণই এর প্রধান ভূক্তভোগী। আপনার আমার সচেতনতাই পারে নিকটস্থ ঘরবাড়ি, রাস্তাঘাট, ময়লা আর্বজনা ও জীবাণুমুক্ত রাখতে। আমরা নিজেরা যদি উদ্যোগী হয়ে নিজেদের ঘরের আশপাশ পরিস্কার করে রাখি তাহলে একদিকে যেমন জায়গাটি উজ্জ্বলতা ও প্রাণ ফিরে পাবে তেমনি নানান অসুখ বিসুখ থেকেও আমরা আমাদের পরিবার ও সমাজকে মুক্ত রাখতে পারব। পরিস্কার পরিচ্ছন্নতা একটি এলাকার মর্যাদা বাড়িয়ে দেয়। দশের লাঠি একের বোঝা। সুতরাং এই গুরুত্বপূর্ন কাজ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দিকে চেয়ে না থেকে , নিজ উদ্যোগে পরিস্কার করার দায়িত্ব নিয়েছি । সর্বপরি রাস্তা পরিস্কার করা নবীর সুন্নত ও ছাদগায়জারিযা ।#

পাঁচবিবিতে সেফটি ট্যাঙ্কির বিষাক্ত গ্যাসে গৃহকর্তাসহ ২ জনের  মৃত্যু,আহত ১

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট):  সোমবার জয়পুরহাটের পাঁচবিবিতে শালাইপুর গ্রামে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কির শার্টার খুলতে গিয়ে গৃহকর্তাসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হল বাঁশখুর গ্রামের নজরুল ফকিরের ছেলে নাঈম হোসেন (১৭) ও গৃহকর্তা শালাইপুর গ্রামের  নূর মোহাম্মদ (৩৮)। এ ঘটনায়  গুরুতর আহত হন  শালাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকারিয়া।
এলাকাবাসী জানান, বেলা ১১ টায়  নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কির শার্টার খুলতে একে একে তিনজন নিচে  নেমে পড়লে বিষাক্ত গ্যাসে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

বগুড়ায় ট্রাকভর্তি টাকা উদ্ধার

হাসান মুসা, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,  সকালে সড়কের ওপর বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেন। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। টাকার টুকরো ভাসছিল পাশের ডোবায়। এটা দেখে স্থানীয় লোকজনকে সেখানে নামিয়ে দেয়া হয়। তখন সেখানে অসংখ্য টাকার কুচি পাওয়া যায়। কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে ওই ডোবা থেকে। এর টাকার দুই বস্তা পুলিশ এবং এক বস্তা র্যাব নিয়ে গেছে আলামত হিসেবে। ১ হাজার, ৫০০ ও ১০০ টাকার নোটসহ ট্রাক ভর্তি কয়েক কয়েক বস্তা নষ্ট নোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম ব্যবস্থাপক মো. শাজাহান জানান, এগুলো মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে। যা কখনোই জোড়া লাগানো যাবে না। বগুড়া পৌরসভার মাধ্যমে বর্জ্য হিসেবে নোটের টুকরোগুলো ফেলা হয়েছে। এক ট্রাক বর্জ্য ফেলা হয়েছে ওই স্থানে। এ ধরনের বিপুল পরিমাণ বর্জ্য বাংলাদেশ ব্যাংকের রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে পৌরসভার মাধ্যমে ফেলে দেয়া হবে।

 

বগুড়ায় ট্রাকভর্তি টাকা উদ্ধার
বগুড়ার অতিরিক্ত পুলিশ সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক এসব বাতিল হওয়া নোট মেশিনে কেটে টুকরো করে বর্জ্য হিসেবে সেখানে ফেলে দিয়েছে। যা কোনো দিন জোড়া লাগানো যাবে না। এসব নোটের টুকরো এখন শুধুমাত্র বর্জ্য।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক এসব বাতিল হওয়া নোট মেশিনে কেটে টুকরো করে বর্জ্য হিসেবে সেখানে ফেলে দিয়েছে। যা কোনো দিন জোড়া লাগানো যাবে না। এসব নোটের টুকরো এখন শুধুমাত্র বর্জ্য।

 মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের  সিংগাইরে ৪র্থ শ্রেণির ছাত্রী রোমানা আক্তার (১৩)’কে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন একজন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন এনামুল, রমজান, হাকিম ও ফায়জুল। এদের বাড়ির সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান, সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে ব্র্যাকের ৪র্থ শ্রেণির ছাত্রী প্রবাসী চান মিয়ার মেয়ে রোমানা আক্তার (১৩) ২০০৮ সালে ১৬ জুলাই সকাল ৭টায় বাড়ি থেকে স্কুল যায়। সেখান থেকে আসামিরা রোমানাকে অপহরণ করে স্কুলের পাশে একটি পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যা করে লাশ ফেলে রাখে। ওই দিন সকাল ১০টা দিকে রোমানার লাশ পরিবারের সদস্য পুলিশের সহযোগিতায় উদ্ধার করে। এই ঘটনায় নিহতের  চাচা কদম আলী বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হাকিম আদালতে উপস্থিত ছিল। অপর তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে।আসামিক্ষে মামলাটি পরিচালনা করে অ্যাডভোকটে একেএম কায়সার, অ্যাডভোকেট নূরুজ্জমান।


রাতে না খেয়ে ঘুমানোর পাঁচ পরিণতি

স্লিম হতে অথবা শরীরের ওজন কমাতে অনেকে ডিনার করেন না বা রাতের খাবার খান না। হ্যাঁ ঠিক আছে, ওজন কমানোর জন্য এ পদ্ধতি কার্যকর হতে পারে, যদি আপনি সকালে ঘুম থেকে ওঠে ক্ষুধাকে দমন করে যা পাব তা খাব প্রকৃতির স্বভাব থেকে বিরত থেকে পরিমিত পরিমাণে স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকেন। ওজন নিয়ন্ত্রণের জন্য রাতে কিছু না খেয়ে সকালে সবকিছু গোগ্রাসে পেটে ভরতে থাকলে ওজন তো কমবেই না, বরং আরে বেড়ে যেতে পারে। একজন মানুষ যে কারণেই ডিনার থেকে বিরত থাকুক না কেন, তাকে কিছু পরিণতির সম্মুখীন হতে হবে। এখানে রাতের খাবার না খেয়ে ঘুমানোর পাঁচ পরিণতি আলোচনা করা হলো।

* গভীর ঘুম আসবে না

ডিনার বা রাতের খাবার না খেয়েই ঘুমাতে গেলে আপনাকে বিছানায় এপাশ-ওপাশ করতে হতে পারে, অর্থাৎ খালিপেটে বিছানায় গেলে ঘুম বিঘ্নিত হতে পারে। ডিনার এড়িয়ে গেলে আপনি ভালো অনুভব করতে পারেন, কিন্তু যখন আপনি শেষপর্যন্ত ঘুমিয়ে পড়বেন তখন এ ক্ষুধা আপনার মস্তিষ্ককে মানসিকভাবে সতর্ক রাখবে, যার ফলে আপনার রাতে পর্যাপ্ত গভীর ঘুম হবে না, বলেন অ্যাকাডেমি ফর নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের মুখপাত্র ওয়েসলি ডেলব্রিজ। তিনি আরো বলেন, ‘প্রকৃতপক্ষে খালিপেটে ঘুমাতে গেলে তা ব্যাকফায়ার বা বুমেরাং হতে পারে, কারণ আপনার রাতে যতটুকু বিশ্রাম দরকার ততটুকু পাবেন না।’

* ওজন বেড়ে যেতে পারে

ডা. ডেলব্রিজ বলেন, ‘অনেক লোকে মনে করেন যে তারা খালি পাকস্থলি নিয়ে বিছানায় গিয়ে শরীরের ওজন কমাতে ভূমিকা রাখছেন। কিন্তু বাস্তবতা হলো তারা নিজেদের ওজন আরো বাড়িয়ে তোলার ঝুঁকিতে আছেন- কারণ আপনি রাতে যত বেশি ক্ষুধার্ত হবেন, সকালে ঘুম থেকে ওঠে তত বেশি খাওয়ার প্রবণতা দেখা দেবে।’ যদি আপনি অত্যধিক ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত খাবার খেতে অপেক্ষা করেন, তাহলে আপনার ব্লাড সুগারের মাত্রা এত বেশি কমে যেতে পারে যে চোখের সামনে যা দেখবেন তা মুখে দেয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতে খালিপেটে ঘুমিয়ে সকালে ওঠে এত বেশি খাবার খাওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনার ব্লাড সুগারের মাত্রা অস্বাস্থ্যকর লেভেলে চলে যেতে পারে, যার ফলে দিনের অবশিষ্ট সময়ে আপনার বিপাকে নেতিবাচক প্রভাব পড়বে। রাতে খাবার এড়িয়ে যেতে চাইলে অন্তত ডার্ক চকলেটের একটি বর্গ অথবা এক মুঠো বাদাম অথবা অন্যান্য স্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার চেষ্টা করতে পারেন, যেন সকালে জেগে ওঠে যা দেখেন তা খাওয়ার প্রবণতা রোধ হয়।

* পেশির ঘনত্ব কমে যেতে পারে

জিমে গিয়ে ব্যায়াম করলেও লাভ হবে না, যদি আপনি রাতে খালি পাকস্থলি নিয়ে ঘুমাতে যান। রাতে খাবার না খাওয়ার মানে হলো, প্রোটিনকে পেশিতে কনভার্ট করতে শরীরে প্রয়োজনীয় পুষ্টি নেই- এর ফলে আপনার শরীর শক্তির জন্য পেশিকে ভাঙ্গতে শুরু করে, ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির একটি গবেষণা অনুসারে। এভাবে (খালিপেটে রাতে ঘুমানো) দীর্ঘদিন চললে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশি বা হার্টের পেশিও ক্ষতিগ্রস্ত হতে পারে। দিনে ব্যায়াম থেকে সর্বোচ্চ উপকার পেতে চাইলে রাতে বিছানায় যাওয়ার কয়েক ঘন্টা পূর্বে ডিনার সেরে নেয়ার চেষ্টা করুন এবং নিশ্চিত হোন যে প্রচুর পরিমাণে প্রোটিন খাচ্ছেন, পরামর্শ দেন এ গবেষণার গবেষকরা।

* শরীর শক্তির অভাবে ভুগতে পারে

ভাবছেন যে আপনার শরীরের জন্য রাতের খাবার প্রয়োজন নেই। আবার ভাবুন- আসলে কি তাই? এ প্রসঙ্গে ডা. ডেলব্রিজ বলেন, ‘আপনার শরীর দিনের ২৪ ঘন্টাই প্রতিনিয়ত শক্তি ব্যবহার করছে ও সবসময় ক্যালরি পুড়ছে- এর মানে হলো শরীরের কার্যক্রম ভালোভাবে সম্পাদনের জন্য ঘুমের সময়ও এটির জ্বালানি প্রয়োজন হয় আর এ জ্বালানি আসে খাবার থেকে।’ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা পেয়েছেন, যেসব পুরুষ বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বে ৩০ গ্রাম প্রোটিন সমৃদ্ধ শেক খেয়েছিল তাদের রেস্টিং এনার্জি সেসব পুরুষদের তুলনায় বেশি ব্যয় হয়েছিল যারা রাতে কিছুই খাননি- রেস্টিং এনার্জি এক্সপেনডিচারের মানে হলো, বিশ্রামের সময় শরীর যতটুকু শক্তি বা ক্যালরি পুড়ে। যদি আপনি কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন, তাহলে নিঃশেষিত শক্তি মাত্রার প্রভাবে দিনের অবশিষ্ট সময়েও ভুগতে পারেন। তাই ঘুমাতে যাওয়ার পূর্বে অন্তত প্রোটিন সমৃদ্ধ স্ন্যাকস খাওয়ার কথা বিবেচনা করুন।

* মেজাজ খারাপ হতে পারে

কেউ রাতে খাবার না খেয়ে ঘুমালে পরের দিন তার মারাত্মক মুড সুইং হতে পারে, অর্থাৎ মেজাজ খারাপ হতে পারে অথবা রেগে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। ডিনার না করার ফলে মেজাজের যে পরিবর্তন হয় তার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের গবেষকরা পেয়েছেন, খাবার না খেলে আচরণ/মেজাজ নিয়ন্ত্রণকারী হরমোন সেরোটোনিনের মাত্রায় হ্রাসবৃদ্ধি চলতে থাকে- এটি মস্তিষ্কের সে অংশকে প্রভাবিত করে যা মানুষকে রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে। পেট ভরা থাকলেও কোনো মেডিক্যাল কারণে একজন মানুষের মুড সুইং বা মেজাজ খিটখিটে হতে পারে

আনুশকা সেরা প্রভাবশালী নারীদের তালিকায়

বিনোদন ডেস্ক : সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় স্থান পেলেন বলিউডের একমাত্র অভিনেত্রী আনুশকা শর্মা। ফরচুন ইন্ডিয়া-২০১৯’র তালিকায় এই তথ্য উঠে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।২০১৯ সালের ভারতের শীর্ষস্থানীয় ৫০ জন নারীর তালিকা ঘোষণা করেছে ফরচুন ইন্ডিয়া। আর এই তালিকার ৩৯ নম্বরে আছেন আনুশকা। ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবিটি দিয়ে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। এই তালিকায় স্থান পাওয়া একমাত্র বলিউড অভিনয়শিল্পী তিনি।

ফরচুন ইন্ডিয়া অভিনেত্রী সম্পর্কে লেখেন , আনুশকা শর্মা কেবল পোশাকের লাইনের কয়েকটি ব্র্যান্ডের মুখ নন, তিনি একজন নির্মাতাও। শর্মা ২৫ বছর বয়সে প্রতিষ্ঠিত করেছিলেন ক্লিন স্লেট ফিল্মস, তিনি তিনটি স্বল্প-বাজেটের হিন্দি চলচ্চিত্র তৈরি করেছিলেন- এনএইচ ১০, ফিল্লৌরি ও পরী।তার প্রতিটি ছবি বক্স অফিসে প্রায় ৪০ কোটি রুপি আয় করেছে। বলিউডকে ছাড়িয়ে ক্লিন স্লেট ফিল্মস নেটফ্লিক্সের সাথে জুটি বেঁধেছে বুলবুল নামে একটি ফিচার ফিল্ম এবং মাই নামে একটি ওয়েব সিরিজ প্রযোজনার জন্য।ফরচুন ইন্ডিয়া ভারতের সর্বাধিক প্রভাবশালী নারীদের বার্ষিক র‌্যাঙ্কিং করে তাদের ব্যবসায়ের দক্ষতা, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের ওপর নির্ভর করে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget