Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে হত্যা মামলায় ২ জনের ফাঁসি সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠিতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় দুইজনকে ফাঁসি সহ ৩ জনকে যাবজ্জীন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে দীর্ঘ শুনানী ও ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে অভিযুক্তরা দোষী প্রমানীত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মোঃ তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

আদলতের বিজ্ঞ বিচারকের রায়ে দীর্ঘ শুনানি ও স্বাক্ষিদের স্বাক্ষ্য গ্রহনের অভিযুক্ত আসামি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে খায়রুল আলম ওরফে শেখ হাসান এবং একই গ্রামের মৃত জালাল সরদারের ছেলে পিল্টন ওরফে পিন্টুর বিরুদ্ধে বাদীর অানিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাদেরকে আদালত মৃত্যু দন্ডের আদেশ দেন এবং সেই সাথে অপর তিনজন
একই গ্রামের আবুল হোসেনের দুই ছেলে রিপন মিয়া ও সালাম মিয়া এবং আব্দুস সোবাহানের ছেলে সাহাদাৎ হোসেন হত্যা মামলায় জড়িত থাকায় তাদেরকেও যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন আদালত। অপরদিকে হত্যা মামলার সাথে জড়িত থাকার কোন প্রমানা না পাওয়ায় আসামী গিয়াস ও মামুনকে খালাস দিয়েছে আদালত।

মামলার বিররণে জানাযায়, ২০০২ সালের ১৭ মে রাতে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে নিহত আনোয়ারা বেগমের ছেলে লিটন সিকদারকে হত্যা ও তাদের বাড়িতে ডাকাতি করতে আসে দন্ডিতরা। এসময় লিটন সিকদারের মা আনোয়ারা বেগম কুপি বাতি জ্বালিয়ে দিলে তিনি আসামীদের দেখে ফেললে আসামিরা তা বুঝতে পারেন। আসামীরাও একই গ্রামের বাসিন্দা হওয়ায় তাদোরকে চিনে ফেলায় তখন আসামীরা আনোয়ারা বেগমকেও কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন থানায় একাটি মামলা হয়। পরে উক্ত মামলা জেলা গোয়েন্দা শাখা পুলিশ (সিআইডি) তদন্ত করে ২০০৩ সালের ১০ অক্টোবর একই এলাকার ৭ জনকে আসামী করে একাটি হত্যা মামলা দায়ের করে। 

২০০৪ সালের ২১ ডিসেম্বর সিআইডি আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের শেষে আদালত এ রায় ঘোষণা করেন।  আদালতে রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এম আলম খান কামাল এবং আসামী পক্ষে ছিলেন আব্দুর রশিদ শিকদার।

 নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে ১লাখ তালবীজ বোপনের উদ্বোধন

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে তাল গাছ বোপন করে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যেগে আব্দুল জলিল স্মৃতি স্মরণে ১লাখ তালবীজ বোপন কার্যক্রমের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ- রাজশাহী মহাসড়কের পার্শ্বে আব্দুল জলিল চত্ত্বরে থেকে হাপানিয়া পর্যন্ত সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত আয়োজনে মাসব্যাপী তালবীজ বোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন নওগাঁ-৫ আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধান মন্ত্রী দেশের পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় বেশী করে বৃক্ষ রোপনের নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায়  তাল গাছ বোপন একটি মহৎ উদ্দ্যোগ। এভাবে সাড়া দেশে তাল গাছ বোপন করলে দেশের পরিবেশ ও বজ্রপাত প্রতিরোধে বিশেষ অবদান রাখবে। এসময় বিশেষ অতিথি হিসেবে  নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান,সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকমী ও স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নওগাঁ জেলার শুরু থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁর শেষ সীমানা ১৪ মাইল কামার পাড়া পর্যন্ত রাস্তার দু’পাশে মাসব্যাপী  ১লাখ তালবীজ বোপনের এ কার্য্যক্রম অব্যহত থাকবে।
নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে ১লাখ তালবীজ বোপনের উদ্বোধন

নওগাঁয় পৃথক অভিযানে কুখ্যাত মাদক ব্যাবসায়ী সহ আটক-৭

আতাউর শাহ্, নওগাঁ :  জেলা হোক মাদক মুক্ত এমন প্রত্যাশায় নিয়মিত এমন অভিযানে বিশেষ ভুমিকা রেখেছেন প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম পুলিশ সুপার নওগাঁ। সেই সাথে একই ভুমিকা পালন করার লক্ষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম সামছুদ্দিন। একই ভুমিকা পালন করছেন, জেলা গোয়েন্দা শাখার এস.আই (নিঃ) মিজানুর রহমান (১) ।
 
নওগাঁয় পৃথক অভিযানে ৭জন মাদক সেবী ও বিক্রেতাকে আটক করা হয়। জানা গেছে সোমবার মধ্যরাতে নওগাঁ সদর উপজেলার ইকরতারা গ্রামের শাহীন আলমের বাড়ি হতে ২৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করা হয়, আটককৃত ব্যাক্তি হলেন ইকরতারা গ্রামের ছায়েদ আলীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহীন আলম (২৪) ও একই গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র সৈকত হোসেন (২৩)।

একই দিন সকাল বেলা নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের চকনদীকুল গ্রাম হতে ১০২ পিচ এ্যাম্পুল ইনজেকশনসহ ১জনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর কোচারীপাড়া গ্রামের আবুল কালাম আজাদ এর পুত্র সরোয়ার হোসেন লিপন (৩৩)।

রবিবার সন্ধ্যার দিকে জবই বিল ব্রিজের পশ্চিম পার্শ্ব হতে ২জন গাঁজা ব্যাবসায়ী ও রাত্রি সাড়ে১২ বারটার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্টা এলাকায় জয়পুর মসজিদ মার্কেটের সামনে হতে ২জন হিরোইন সেবীসহ মোট ৪জনকে আটক করা হয়।

আটকৃত গাঁজা ব্যাবসায়ীরা হলেন নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই গ্রামের আকবর হোসেন এর ছেলে দোলোয়ার হোসেন (৩০) ও নওগাঁ জেলার সাপাহার উপজেলার কাশিতাড়া গ্রামের আ:রাজ্জাকের ছেলে মাসুদ রানা (২৪)। এছাড়া হেরইন সেবী দু’জন হচ্ছেন সদরের জয়পুর গ্রামের মৃত আলহাজ্ব মমতাজ আলীর ছেলে আজমির আলী (২৬) ও ধামইর হাট উপজেলার দক্ষিন খন্ডা গ্রামের আইয়ুব আলীর ছেলে জুয়েল রানা (২২)।

তাদের বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দয়ের করে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।


নওগাঁয় ইনসাব এর কর্মকর্তা ও শ্রমিকদের মতবিনিময় সভা

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কর্মকর্তা ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় শহরের ডিগ্রীর মোড় ইনসাব এর কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুইয়া, শ্রম-পরিদর্শক আজহারুল ইসলাম ও হারুন অর রশিদ বক্তব্য রাখেন। এসময় শ্রমিকদের যন্ত্রপাতি সম্পর্কে ব্যক্তিগত সুরক্ষা, বিভিন্ন দিক নির্দেশনা ও উপদেশ মুলক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। পরে ইনসাবের কয়েকজন শ্রমিককে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে অনুদান দেয়া হয়।

নওগাঁয় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : নিহত ১ : আহত ৬

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১জন নিহত এবং ৬জন আহত হয়েছে। নিহতের নাম ওয়াহেদ আলী। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য এবং চকমনসুর গ্রামের মৃত: তমির উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, গত ১০ আগষ্ট নওগাঁ জেলা বিএনপির আহবায়ক মো. হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ও যুগ্ন আহবায়ক আবু জাহিদ ও মো. রফিকুল আলম রফিক কর্তৃক স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন নিয়ে বেশ কয়েকদিন যাবত বিরোধ চলে আসছিল। এর প্রথম বিরোধ প্রকাশ্যে রূপ নেয় গত ১৬ আগষ্ট সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ডা: সালেক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের মধ্য দিয়ে। দ্বিতীয় বিরোধ হয় গত ২২ আগষ্ট দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। এরপর সর্বশেষ গত রোববার বিকাল ৪টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী হাটে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সভা চলাকালীন সময় বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ইমরান হোসেনের নেতৃত্বে ১০/১২জন অজ্ঞাত ব্যক্তি হেলমেট মাথায় পরা অবস্থায় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিতভাবে আক্রমন করে। এতে মোস্তাফিজুর রহমানের গ্রুপের বাহাদুরপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য চকমনসুর গ্রামের মৃত: তমির উদ্দিনের ছেলে ওয়াহেদ আলী, একই ইউনিয়নের করিমপুর গ্রামের ওসমান আলীর ছেলে সোহেল, সাদাপুর গ্রামের মৃত: বিয়ানতুল্লাহর ছেলে মো. আব্দুল আজিজ, বদলপুর গ্রামের মৃত: চান্দা মন্ডলের ছেলে নূরুননবী নূহু আহত হয়। তাদেরকে সাথে সাথে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আহত হয় মোস্তাফিজুর রহমানের গ্রুপের পাড়ইল ইউনিয়নের বক্তারপুর গ্রামের নিযাম উদ্দিনের ছেলে মনজুর রাসেল এবং এমরান গ্রুপের বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত: আফাজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন এবং রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মৃত: নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ছোট বাবু। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের গ্রুপের বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলীর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় এবং নূরুন নবী নূহুর অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
 
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ীহাটে সভা করতে গেলে ডা: ছালেক চৌধুরীর নির্দেশে এবং ইমরান হোসেনের নেতৃত্বে আমাদের উপর আকস্মিক আক্রমন করে। এতে আমাদের ৬/৮জন সদস্য গুরুতর আহত হয়। তাদের সাথে সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ হাপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন গতকাল সোমবার দুপুরে বাহাদুরপুর ইউপি সদস্য ওয়াহেদ আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
নিয়ামতপুর থানার ওসি শামসুল আলম শাহ বলেন, গত রবিবার বিকালে উপজেলার খড়িবাড়ী হাটে বিএনপি দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। গতকাল সোমবার ওয়াহেদ আলী নামে বাহাদুরপুর ইউপির সদস্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। অফিসিয়ালি কোন তথ্য প্রমান পাইনি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। তবে গত রোববার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাদরুল আমীন চৌধুরী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয় এই বলে খড়িবাড়ীতে আহবায়ক কমিটি করতে গেলে মোস্তাফিজুর রহমানের গ্রুপের লোকজন আমাদের উপর আক্রমন করে।

নওগাঁয় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ২টি মোবাইল সেট, ২টি সিমকার্ড এবং ১টি মেমোরী কার্ডসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত হলেন, শহরের চকদেব নুনীয়াপাড়া এলাকার রুমন চৌহান।
 
র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গত রোববার সন্ধ্যায় নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে তাঁর হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন রুমন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন জানান, অস্ত্র ব্যবসায়ী রুমন চৌহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget