Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 যশোরের শার্শায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ শার্শায় চটকাপোতায় পানিতে ডুবে আহাদ আলী নামে ২বছর বয়সের এক শিশু মারা গেছে।

মঙ্গলবার ১৭ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার সময় বাড়ীর পাশে কুয়াই পড়ে শিশুটির মৃত্যু হয়।সে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের আক্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে শিশুটি তার মায়ের সাথে বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় উঠানের পাশে কুয়ায় পড়ে যাই। পরে শিশুটি’র মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের কুয়াই শিশুটিকে ভাসতে দেখে গ্রামবাসীর সহযোগীতায় তুলে আনা হয়।পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।শিশু আহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নজরুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের আত্মহত্যা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মিরবক্স (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।  সোমবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড ও নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিরবক্স উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়নাথপুর গ্রামের মৃত ছলিমদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দিবাগত গভীর রাতে তিনি পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট খান। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরবক্স কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন, তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শার্শায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতায় বেনাপোল পৌরসভা একাদশ ২-০ গোলে বিজয়

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯(অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রবিবার(১৫/০৯/১৯ইং) তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে বেনাপোল পৌর একাদশ বনাম নিজামপুর ইউনিয়ন পরিষদ একাদশ। বেনাপোল পৌর একাদশ ২-০ গোলে পরাজিত করে নিজামপুর ইউনিয়ন পরিষদকে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ৮৫, যশোর-১ শার্শা আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিজয় খেলোয়াড়দের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ পুরস্কার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার ওসি(প্রশাসন) আতাউর রহমান, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগাছরা ইউপি চেয়ারম্যান কবির বকুল সহ উপজেলা আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উলে¬খ্য, গত ৫ই সেপ্টেম্বর/২০১৯ইং তারিখ শার্শা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯(অনূর্ধ্ব-১৭) এর প্রতিযোগিতা শুরু হয়। অত্র উপজেলার মোট ১১ টি ইউনিয়ন সহ বেনাপোল পৌর একাদশ এর মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠিতে পাওনা টাকাকে কেন্দ্র করে হামলায় আহত গৃহবধুর থানায় অভিযোগ দায়ের

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠিতে পাওনা টাকাকে কেন্দ্র করে হামলায় আহত গৃহবধুর থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ সূত্রে জানাযায়, পৌরসভাধীন ১নং ওয়ার্ডস্থ বিকনা এলাকার মৃত আবুল বাসার মুন্সীর ছেলে কাজল মুন্সী ও তার ছেলে আল আমিন মুন্সী একই এলাকার সুমন হাওলাদারের সাথে আটোরিক্সা বিক্রির টাকা পাবে বলে দাবী করে। সুমন এ বিষয় কিসের টাকা পাবেন বললে তাদের মধ্যে বাকবিতন্ড শুরু হয়। পরে গত গত ১২ সেপ্টেম্বর কাজল মুন্সী ও তার ছেলে আল আমিন মুন্সী সুমনদের বাড়ীতে যায় এ সময় কাজল মুন্সী সুমনকে ডেকে তার স্ত্রী রেবা বেগমের কাছে ৫হাজার টাকা পাবে বলে জানায়। এ সময় সুমন তার স্ত্রী রেবা ডেকে কাজল মুন্সী কোন  টাকা পাবে কিনা জিজ্ঞাসা করলে রেবা জানায় তার কাছে কাজল মুন্সী কোন টাকা পাবে না। রেবা টাকা না পাওয়ার কথা জানালে তাদের উভয়ের মধ্যে বাকবিতন্ডের সৃষ্টি হয়। বাক বিতন্ডের একপর্যায় কাজল মুন্সীর ছেলে আলামিন এসে সুমনের সামনেই তার স্ত্রী রেবার উপর অতর্কিত হামলা চালালে ঘটনা স্থলেই রেবা আহত হয়। রেবার মুখমন্ডলে আঘাতের কারনে রক্ত যখম শুরু হলে রেবার স্বামী সুমন সহ স্থানীয়দের সহযোগীতায় রেবাকে ঝালকাঠি সদর হাসপাতলে ভর্তি করে। বর্তমানে রেবা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। 

এ বিষয় আহত রেবা বেগমের স্বামী সুমন জানান, গত ১২ সেপ্টেম্বর কাজল মুস্নী ও তার ছেলে আলামিন আমাদের বাড়ীতে এসে ৫ হাজার টাকা পাবে বলে দাবী করে এ সময় আমার স্ত্রী কাজল মুন্সীকে বলে আপনি কোন টাকা পাবেন না বললে তার ছেলে উত্তেজিত হয়ে আমার সামনে আমার স্ত্রী  রেবার উপর ঝাপিয়ে পরে তাকে কিল ঘুশি ও লাথি মারতে থাকলে আমার স্ত্রী মাটিতে  পড়ে যায়। পরে তাকে উঠাতে গেলে দেখি তার নাক মুখ দিয়ে রক্ত পরতে থাকে। আমি স্থানীয়দের সহযোগীতায় আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রী রেবা বাদী হয়ে কাজল মুন্সী ও তার ছেলে আলামিনের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যেগে ৫০হাজার তালবীজ বোপনের উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে তাল গাছ বোপন করে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যেগে ৫০ হাজার তালবীজ বোপন কার্যক্রমের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল সাড়ে সাড়ে ১০ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা বাগাচাড়া মাদ্রাসার সামনে মহাসড়কের পার্শ্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর আয়োজনে মাসব্যাপী তালবীজ বোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।
 
নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যেগে ৫০হাজার তালবীজ বোপনের উদ্বোধন
এসময় বিশেষ অতিথি হিসেবে, নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান বুধু সহ গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি বলেন, দেশের পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় তাল গাছ বোপন একটি মহৎ উদ্দ্যোগ। এভাবে সাড়া দেশে তাল গাছ বোপন করলে পারবেশ ও বজ্রপাত প্রতিরোধে বিশেষ অবদান রাখবে। নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, আজকের তাল গাছ বোপন করার অনুষ্ঠানটি স্বল্প পরিসরে হলেও এটি সাড়া দেশের পরিবেশ রক্ষায় মাইল ফলক হিসাবে কাজ করবে। 
নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যেগে ৫০হাজার তালবীজ বোপনের উদ্বোধন

উল্লেখ্য নওগাঁর মহাদেবপুর উপজেলা বাগাচাড়া মাদ্রাসা মোড় থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর বাগাচারা হয়ে নওগাঁর শেষ সীমানা ১৪ মাইল কামার পাড়া পর্যন্ত রাস্তার দু’পাশে মাসব্যাপী ১লাখ তালবীজ বোপনের এ কার্য্যক্রম অব্যহত থাকবে।

নওগাঁয় ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু


নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলার হাপানিয়ায় ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদ (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের হাপানিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ সদর উপজেলার একডালা গ্রামের বাসিন্দা। 
নওগাঁয় ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নওগাঁয় ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

নওগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়াদ্দি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget