নওগাঁ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম) কে বিদায় সংবর্ধনা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম) কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় তাকে রংপুর রেঞ্জে বদলী করা হয়। গত বৃহস্পতিবার রাত ৮টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের মিলানায়তনে ক্লাবের সভাপতি নবির উদ্দিন এর সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম। এসময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।