Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে শহরের মশক নিধন অভিযান উদ্ধোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগায়ঁ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মশক নিধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  প্রধান অতিথি হিসাবে মশক নিধন অভিযান এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নওগাঁ ইউনিটের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টে সোসাইটির ভাইস চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহফিজার রহমান, সাধারণ সম্পাদক এ,কে,এম নাজমুল হক মন্টু, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য নাছিমুল হক বুলবুল, আজীবন সদস্য মাহমুদুন নবী বেলাল, ইউনিট লেভেল অফিসার নজমুল সাহাদৎ, যুব প্রধান আবুল হোসেনসহ অন্যান্য যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নওগাঁ সদর আসনের সাংসদ কে সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের মিলায়তনে প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী, নওগাঁ সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী প্রমুখ। সহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁর সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের মানববন্ধন

প্রতিনিধি, সাপাহার: “যৌন আক্রমন আর না এবং ধর্ষন, ধর্ষন পরবর্তী হত্যা ও যৌন অত্যাচার সহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের আয়োজনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 
বে-সরকারী উন্নয়ন সংগঠন বিডিও ও বিএসডিও এবং একশনএইড এর সহযোগীতায় মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জিরো পয়েন্টে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নির্যাতন, ধর্ষন ও যৌন নিপিড়নের প্রতি ধিক্কার ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য প্রদান করেন ফোরামের সভাপতি হাসিনা বেগম, উপদেষ্টা আলহাজ্ব নুরুল হক মাষ্টার, আলহাজ্ব ইব্রাহীম হোসেন, শ্রী অধির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক তছলিম উদ্দীন, সহ-সম্পাদক সাংবাদিক প্রদীপ সাহা, সম্পাদক (তথ্য ও অনুসন্ধান) সাংবাদিক নয়ন বাবু, সংস্থার সামসুল হক, দেলোয়ার হোসেন, সুদেশ মুড়িয়ারী প্রমুখ। মানববন্ধন ও পথসভায় বিভিন্ন সংগঠন সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মনবিকাশ গঠনে শিক্ষা গ্রহনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধূলার প্রয়োজন অপরিসীম -ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেছেন বিদ্যালয় শিক্ষার্থীদের মেধা বিকাশের শুধু মাধ্যমই নয় বিদ্যালয় নৈতিক শিক্ষা গ্রহণের অন্যতম একটি প্রতিষ্ঠান। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহন করলেই চলবে না তার পাশাপাশি তাদের সাংকৃতিক চর্চা ও খেলাধুলাও করতে হবে। এতে করে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার প্রতি আগ্রহী হবে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ সাংস্কৃতি ও খেলাধুলা একজন মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই শিক্ষার্থীদের মনবিকাশ গঠনে শিক্ষা গ্রহনের পাশাপাশি সাংকৃতিক চর্চা ও খেলাধূলার প্রয়োজন অপরিসীম। গত সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
 
দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন, দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী শেখ, জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খাঁন পিটু, সম্পাদক বিমান কুমার রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোমা মজুমদার, সাধারন সম্পাদক লিপি সাহা প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।


প্রতিনিধি নওগাঁ: মৎস ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার খাল-বিল ও নদীর পানি কমতে শুরু করার সাথে সাথে জেলেদের জালে ধরা পড়ছে দেশি নানা প্রজাতির মাছ। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে দেশি মাছে ভরপুর আড়তগুলো।
 
হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে টেংরা, বাতাশি, কৈ, বোয়াল, আইড়, পাবদা, শোল, খলিশা, সরপুঁটি, গচি, শিং, রুই, কাতল, মৃগেলসহ প্রায় ৩০-৪০ প্রজাতির দেশি মাছ । দাম কোথাও একটু বেশি আবার কোথাও কম। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলছে এ বেঁচাকেনা। বিভিন্ন জাতের দেশি মাছগুলো দেশের বিভিন্ন স্থানে কিনে যাচ্ছেন পাইকাররা।
নওগাঁ আত্রাইয়ের মাছের আড়তে খাল-বিলের দেশী মাছে ভরপুর

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন বৃহৎ মাছের আড়ত, ভবানীপুর বাজার, বান্দাইখাড়া বাজার, নওদুলি বাজার, শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারসহ বিভিন্ন মাছ বাজারে উঠছে এসব দেশি মাছ। সময়, স্থান-কাল ভেদে এবং ক্রেতাদের চাহিদা অনুপাতে বিভিন্ন দরে এসব মাছ পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে।
 
মৎস সংশ্লিষ্টরা জানান, এক সময় এই এলাকায় দেশি প্রজাতির মাছের প্রাচুর্য ছিল। নদী ও খাল-বিলে এসব মাছ ধরা পড়তো সহজেই। কিন্তু দিন দিন দ্রুত বর্ধনশীল মাছের বাণিজ্যিক চাষ, সংরক্ষণের অভাব ও নানা প্রাকৃতিক কারণে দেশি মাছের বহু জাতই বিলুপ্তি হয়েছিল। কিন্ত গত কয়েক বছরে মৎস বিভাগের উদ্যোগে বিল নার্সারি স্থাপন, পোনা মাছ অবমুক্ত, মা মাছ উৎপাদন বাড়াতে অভয়াশ্রম স্থাপনসহ নানামুখী পদক্ষেপ নেয়ায় বর্তমানে বিলুপ্তি হওয়া বিভিন্ন প্রজাতির মাছের আবির্ভাব ঘটেছে।
 
ব্যবসায়ীদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় আগের মতো মাছের আমদানি হচ্ছে না। মাছের আমদানি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরী। প্রতিদিন ভোর থেকে জেলেরা বিভিন্ন পরিবহনে করে বিক্রির জন্য মাছ নিয়ে আসেন আত্রাইয়ের মাছ বাজারের আড়ত গুলোতে। প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টা চলে কেনাবেচা। খালে, বিলে, নদীতে দেশি মাছ ধরা পড়ায় নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে মাছের আড়তগুলো। বেশির ভাগ বিক্রিত মাছ যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
 
মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে এই বাজারে মাছের ব্যবসা করে আসছি। আত্রাই ও আশপাশের এলাকা থেকে এই বাজারে দেশি মাছের আমদানি হয়। এই মাছগুলো আমরা আড়তের মাধ্যমে দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, রংপুরসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করি।
 
জেলার আত্রাই উপজেলাসহ আশপাশের চলনবিল, হালতিবিল, বিলসুতি বিলসহ আত্রাই নদীর মাছ নিয়ে প্রান্তিক পর্যায়ের জেলেরা মাছ কেনাবেচার জন্য প্রতিদিন ভোরে এই মাছের আড়তে আসেন।
 
প্রতিদিন সকালে ট্রেনে করে নাটোর থেকে আত্রাই মাছের বাজারে মাছ কিনতে আসেন এমনই একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী মজিবুর রহমান। তিনি বলেন, আত্রাই থেকে ভোরবেলা মাছ কিনে নাটোরের বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করেন তিনি। এতেই তাঁর সংসার চলে।
 
উপজেলার পতিসরের সন্দিপ কুমার জানান, প্রতিদিন ভোরবেলা তিনি এই মাছের হাটে আসেন। নদী ও বিলের বিভিন্ন জাতের মাছ হাট থেকে কিনে নিয়ে যান। পাবদা, পাতাসি, গুচি, ট্যাংরা, শৈল, শাটিসহ বিভিন্ন জাতের মাছ পাইকারি কিনে নিয়ে বিভিন্ন হাটে সারা দিন বিক্রি করেন।
 
আত্রাই মাছ বাজার সমিতির সাধারণ সম্পাদক মজনু আকন্দ অভিযোগ করে বলেন, ভোরবেলা হাট বসার কারণে দূর-দূরান্তের পাইকারদের রাতেই হাটে এসে থাকতে হয়। কিন্তু এখানে থাকার তেমন কোনো ব্যবস্থা নেই। টাকা-পয়সা নিয়ে পাইকাররা নিরাপত্তাহীনতার মধ্যে রাত যাপন করেন। এ জন্য হাটে পাইকারদের থাকার ব্যবস্থা করার জন্য সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
 
আত্রাই মাছ বাজার সমিতির সভাপতি বাবলু আকন্দ বলেন, আত্রাই মাছের আড়তের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ মাছ আড়তে আনতে পারছেন না। অতিরিক্ত বর্ষায় আড়ত এলাকা পানির নিচে ডুবে যায়। প্রায় ৩৫ বছরের পুরোনো এই মাছের আড়ত থেকে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাছ সরবরাহ করা হয়। ঐতিহ্যবাহী এই মাছের আড়তটিকে টিকিয়ে রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আড়তগুলো সংস্কারের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
 
আত্রাই উপজেলার আশপাশের চলনবিল, সিংড়া বিল, হালতিবিলসহ কমপক্ষে ১০টি বিল ও নদী এলাকার প্রায় অর্ধকোটি টাকার মাছ প্রতিদিন কেনাবেচা হয় এই আড়তগুলোতে। অতিসত্বর যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করা গেলে আত্রাই মাছের বাজার ফিরে পাবে তার হারিয়ে যাওয়া যৌবন।

নওগাঁয় ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক-১

প্রতিনিধি নওগাঁ:
পার নওগাঁ সরদার পাড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক  (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার বিকালে সদর উপজেলার পার নওগাঁ সরদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত রাজ্জাক পার নওগাঁ সরদার পাড়াগ্রামের মৃত আজিজের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, রবিবার দুপুরে পার নওগাঁ সরদার পাড়া গ্রামে রাজ্জাকের বাসায় শিশুটি গরুর দুধ নিতে যায়। এই সুযোগে রাজ্জাক তাকে মুখে চেপে তার শোবার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির মা শিশুর বাসায় যেতে দেরি হচ্ছে বলে খুঁজতে খুঁজতে বাসার সামনে গিয়ে শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। মা শিশুকে ডাক দিলে রাজ্জাক শিশুকে ছেড়ে দিলে শিশু দৌড়ে মায়ের কাছে আসে, একই সঙ্গে বিষয়টি কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন তিনি। কিন্তু বাড়িতে ফিরে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। পরে রাতে পরিবারেরর সদস্যরা পুলিশে খবর দিলে রাজ্জাকে গ্রেফতার করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগের প্রেক্ষিতে রাজ্জাককে আটক করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget