নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের অধিকার বিষয়ক কর্মশালা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় “কাউকে পিছিয়ে রেখে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কেডি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লী সহযোগী বিষয়ক সংস্থার (আরকো) নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস, জেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সম্পাদক নাছিমুল হক বুলবুল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, আরকোর প্রধান প্রতিনিধি শেখর চক্রবর্ত্তী পার্থ, এ্যাডভোকেসী কর্মকর্তা নাইস পারভীন, সুশিল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট: সমতলের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অবস্থান তুলনামূলক বিশ্লেষন এবং সুপারিশমালা তুলে ধরা হয়।