Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

চিকিৎসা ব্যস্থার উন্নতি আর বিনামুল্যে ঔষধ প্রদানের কারনে সরকারী হাসপাতালে রোগির সংখ্যা বৃদ্ধি 
বিগত ২০১৮-১৯ অর্থ বছরে নওগাঁ হাসাপাতালে মোট ৩,৫৮,৯৮৫ রোগি চিকিৎিসা সেবা গ্রহন করেছেন
 
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চিকিৎসাসেবার মান বৃদ্ধি, চিকিৎসকদের চিকিৎসা প্রদানে অধিক আগ্রহের সৃষ্টি এবং সরকারীভাবে রোগীদের বিনামুল্যে ঔষধ সরবরাহের কারনে জেলা শহরে অবস্থিত আধুনিক হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহিতাদের সংখ্যা ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ জেলা সদরে অবস্থিত আধুনিক হাসপাতালে প্রতিদিন জেলার ১১টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলা থেকে হাজার হাজার রোগি এই হাসপাতালে আউটডোরে এবং ইনডোরে চিকিৎসা নেয়ার জন্য ভীড় জমাচ্ছেন। বিশেষ করে প্রতিদিন আউটডোরে এত রোগি আসেন যে সেখানে তিল ধারনের ঠাঁই থাকেনা।

নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম বলেছেন, প্রতিদিন এই হাসপাতালে গড়ে ২ থেকে আড়াই হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। তাঁর দেয়া হিসাব অনুযায়ী বিগত ২০১৮-১৯ আর্থিক বছরে কেবলমাত্র নওগাঁ জেলা সদরে অবস্থিত আধুনিক হাসপাতালে মোট ৩ লাখ ৫৮ হাজার ৯শ ৮৫ জন রোগি চিকিসাসেবা গ্রহন করেছেন। এর মধ্যে আন্ত:বিভাগে ২৯ হাজার ৭শ ২ জন, জরুরী বিভাগে ৪৪ হাজার ৪শ ৬২ জন এবং বহি:র্বিভাগে ২ লাখ ৮৪ হাজার ৮শ ২১ জন। গত জুলাই’১৮ থেকে জুন’১৯ মাস পর্যন্ত এই পরিমান রোগি চিকিৎসাসেবা গ্রহন করেছেন।

সূত্রমতে মাস ভিত্তিক চিকিৎসাসেবা গ্রহণকৃত রোগির পরিমান হচ্ছে জুলাই’১৮ মাসে আন্ত:বিভাগে ২৩২৩ জন, জরুরী বিভাগে ৫০৩৬ জন ও বহি:র্বিভাগে ২২,৯৭১ জনসহ সর্বমোট ৩০ হাজার ৩শ ৩০ জন, আগষ্ট’১৮ মাসে আন্ত:বিভাগে ২৬১৮ জন, জরুরী বিভাগে ৩২৯৪ জন ও বহি:র্বিভাগে ১৮,৫৭৭ জনসহ সর্বমোট ২৪ হাজার ৪শ ৮৯ জন, সেপ্টেম্বর’১৮ মাসে আন্ত:বিভাগে ২১৮৭ জন, জরুরী বিভাগে ২৯৪২ জন ও বহি:র্বিভাগে ২৫১৫৫ জনসহ সর্বমোট ৩০ হাজার ২শ ৮৪ জন, অক্টোবর’১৮ মাসে আন্ত:বিভাগে ২৩২৮ জন, জরুরী বিভাগে ২৬১৩ জন ও বহি:র্বিভাগে ২৬,৩৩৭ জনসহ সর্বমোট ৩১ হাজার ২শ ৭৮ জন, নভেম্বর’১৮ মাসে আন্ত:বিভাগে ২৫৯১ জন, জরুরী বিভাগে ২৪৮৫ জন ও বহি:র্বিভাগে ২৩,৬৭৭ জনসহ সর্বমোট ২৮ হাজার ৭শ ৫৩ জন, ডিসেম্বর’১৮ মাসে আন্ত:বিভাগে ২৪৬১ জন, জরুরী বিভাগে ২১৫৫ জন ও বহি:র্বিভাগে ১৮,৩৭২ জনসহ সর্বমোট ২২ হাজার ৯শ ৮৮ জন, জানুয়ারী’১৯ মাসে আন্ত:বিভাগে ২৯৬০ জন, জরুরী বিভাগে ৫৪০৫ জন ও বহি:র্বিভাগে ২৫,১২৪ জনসহ সর্বমোট ৩৩ হাজার ৪শ ৮৯ জন, ফেব্রুয়ারী’১৯ মাসে আন্ত:বিভাগে ২৪৯৪ জন, জরুরী বিভাগে ২৭৫৯ জন ও বহি:র্বিভাগে ২৪,৭৩৯ জনসহ সর্বমোট ২৯ হাজার ৯শ ৯২ জন, মার্চ’১৯ মাসে আন্ত:বিভাগে ২৪৯১ জন, জরুরী বিভাগে ৫৮১৭ জন ও বহি:র্বিভাগে ২৯০১২ জনসহ সর্বমোট ৩৭ হাজার ৩শ ২০ জন, এপ্রিল’১৯ মাসে আন্ত:বিভাগে ২৪৯৯ জন, জরুরী বিভাগে ৩৬০৭ জন ও বহি:র্বিভাগে ২৭,৬৩৬ জনসহ সর্বমোট ৩৩ হাজার ৭শ ৪২ জন, মে’১৯ মাসে আন্ত:বিভাগে ২৪৩৫ জন, জরুরী বিভাগে ৪০২৮ জন ও বহি:র্বিভাগে ২১,১৪৬ জনসহ সর্বমোট ২৭ হাজার ৬শ ৯ জন এবং জুন’১৯ মাসে আন্ত:বিভাগে ২৩১৫ জন, জরুরী বিভাগে ৪৩২১ ও বহি:র্বিভাগে ২২,০৭৫ জনসহ সর্বমোট ২৮ হাজার ৭শ ১১ জন।

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকের উপর দূর্বত্তের হামলায় ২৪ ঘন্টায় তদন্ত শেষ হয়নি

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক এমদাদুল হক দুলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি। আসামী ধরতে পুলিশের গড়িমসি। এমদাদুল হক দুলু বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এবং স্থানীয় দৈনিক করতোয়া পত্রিকার বদলগাছী ও কালের কন্ঠের বদলগাছী-মহাদেবপু উপজেলা প্রতিনিধি। গত শনিবার বেলা ১২ টার দিকে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-মাতাজি সড়কের সারাসন মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, সাংবাদিক এমদাদুল হক দুলু পেশাগত দায়িত্ব পালন শেষে শনিবার মোটরসাইকেল যোগে মহাদেবপুর থেকে নিজ বাড়ি বদলগাছীতে ফিরছিলেন। সেইসময় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. সাজু তাকে ফোন করে তার অবস্থান জানতে চান। পথিমধ্যে মহাদেবপুর থানাধীন সারাসন মোড়ের উত্তর পাশের পাকা রাস্তায় পৌঁছার কয়েক মিনিট পর দুটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা পাঁচজন সন্ত্রাসী সামনে এসে তার গতি রোধ করে জানতে চায় যে তার কাছে কোনো ফোন এসেছিল কিনা। ফোন আসার কথা বলামাত্র সন্ত্রাসীরা প্রথমে কিল ঘুষি এবং পরবর্তীতে রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করে। এ সময় দুলু সেই আঘাত হাত দিয়ে প্রতিরোধ করেন। এতে তার ডান হাত মারাত্মকভাবে জখম হয়। এছাড়া মাথার পেছনে ও কোমরে প্রচন্ডভাবে আঘাত প্রাপ্ত হন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রসীরা দ্রুত মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজিহাটের দিকে চলে যায়। দুলুকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাতের এক্সে করা হলে হাড় ভেঙে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মহাদেবপুরের বিলছাড়া গ্রামের সাজুর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে। মামলার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ তদন্তের নামে কোন আসামীকে আটক করেনি। এতে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আসামীদের অবিলম্বে আটক করা না হলে মানববন্ধন ও প্রতিবাদসহ বৃহত্তর কর্মসূচী নেয়া হবে বলে সাংবাদিক নেতারা জানান।

সাংবাদিক এমদাদুল হক দুলু বলেন, আমি বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করি। একটি প্রভাবশী মহল চক্রান্ত্র করে আমার উপর হামলা করতে পারে। থানায় মামলার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ আসামীদের এখনো আটক করেনি। বিষয়টি দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মামলার তদন্ত চলছে। আসামীদের আটকের চেষ্টা চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

নওগাঁয় জেলা পর্যায়ে নাগরিক জোটের নারী অধিকার শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জেলা পর্যায়ে নাগরিক জোট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটসা উইমেনস রাইট্স প্রজেক্টের আর্থিক সহায়তায় ও ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায় নেট্জ বাংলাদেশ এর বাস্তবায়নে ডাসকো ফাউন্ডেশন এবং জেলা নাগরিক জোটের আয়োজনে ডাসকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমানের, সিভিল সার্জন ডা. মুনিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রকিবুল আক্তার, সমাজ সেবা নওগাঁর উপ-পরিচালক নুর মোহাম্মদ, ডাসকো ফাউন্ডেশন পোরশা নওগাঁর ট্রেনিং এন্ড এডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ ডাসকো ফাউন্ডেশন পোরশা নওগাঁর ফিল্ অফিসার ভানু রানী সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।

আত্রাইয়ে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএমকে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম।

রবিবার বিকেলে থানা প্রাঙ্গনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেদুল হক, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আক্কাছ আলী, আফসার আলী প্রামানিক, আব্দুল মান্নান, আল্লামা শের-ই বিপ্লব প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আত্রাই থানার সকল কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ উপস্থিত র্ছিলেন। সম্প্রতি পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম পদোন্নতি পেয়ে রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি হওয়ায় তাকে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

আদমদীঘিতে বিদ্যালয়ের ছাদের পলেস্টার খুলে পরছে শিক্ষার্থীদের গায়ে
ছাতিয়ানগ্রাম স:প্রা:বিতে ঝুঁকিতে পাঠদান

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়ের ৬ কক্ষবিশিষ্ট পাকা ভবনটিতে ফাটল এবং ছাদের পলেস্টার খুলে শিক্ষার্থীদের গায়ে ও মাথায় পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরজমিন বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে দেখা যায়, পুরনো ওই ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে প্রায় ৩২৭ জন শিক্ষার্থী। ১৯১৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৯৪ সালে একটি নতুন পাকা ভবন নির্মাণ করে। নির্মাণের ২৫ বছর পারুতেই ছাদের পলেস্টার খুলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের গায়ে এবং মাথায় পড়ছে। ফলে ওই ভবনে সীমাহীন কষ্ট ও আতঙ্কে ক্লাস করছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মিনহাজ ও সৌরভ জানায়, আমরা ভয়ে ভয়ে ক্লাস করি। এর আগে বেশ কয়েকবার পলেস্টার খুলে আমাদের হাতে পড়েছে। আজ অল্পের জন্য এক সহপাঠির মাথায় না পড়ে গায়ে পড়ায় সে বেঁচে যায়। ক্লাসের এ অবস্থার জন্য অনেকে ক্লাসে আসতে চায় না। ওই বিদ্যালয়ের ছাত্রের অভিভাবক আখতারুজ্জামান জানান, বিদ্যালয়ে এমন অবস্থায় ছেলেকে পাঠাতে ভয় লাগে, কখন ছাদের পলেস্টার খুলে মাথায় পড়ে। 
আদমদীঘিতে বিদ্যালয়ের ছাদের পলেস্টার খুলে পরছে শিক্ষার্থীদের গায়ে

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে আশপাশের ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিইসি পরিক্ষায় অংশ নেয়। কিন্তু শ্রেণীকক্ষ সংকটের কারনে গত কয়েক বছর যাবৎ কৈকুড়ি বিদ্যালয়ে সাব-সেন্টার করে ৭টি বিদ্যালয়ের পিইসি পরিক্ষা নেয়া হচ্ছে। এছাড়া বর্তমানে এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি শ্রেণীতে শাখা করা প্রয়োজন। কিন্তু শ্রেণী কক্ষ সংকটের কারনে তা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ে জন্য একটি নতুন দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন। বিদ্যালয়ের সভাপতি সুলতান আহম্মেদ জানান, বিদ্যালয় মাঠের উত্তর পার্শ্বে ৪ কক্ষ বিশিষ্ট এবং দক্ষিন পার্শ্বে ২ কক্ষ বিশিষ্ট আলাদা ভবন হওয়ায় রোদ ও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষকদের ক্লাসে যেতে হয়। এছাড়া একদিকে শ্রেণীকক্ষ সংকট অপরদিকে পলেস্টার খুলে পড়ছে এতে আমরা মহাবিপাকে পড়েছি। বিদ্যালয়ে লেখাপড়ার মান ভালো হলেও বর্তমানে শ্রেণিকক্ষের এমন অবস্থায় পাঠদানে কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসার সামছুল ইসলাম দেওয়ান জানান, বিষয়টি জানার পর উপজেলা সহকারি শিক্ষা অফিসারকে বিদ্যালয় পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। প্রতিবেদন সম্পন্ন হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠোনো হবে।


জয়পুরহাটের কিরণে সুরে পাঠাইলো যে আমারে এই ভব সংসারে
বিনোদন প্রতিবেদকঃ ‘পাঠাইলো যে আমারে; এই ভব সংসারে’ শিরোনামের গানের কথা লিখেছেন তানজির আহমেদ সাকিব। সুর ও সংগীত আয়োজনে বাউল  কিরণ।

চলতি মাসে মন মিউজিক স্টুডিও অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে বলে জানান বাউল কিরণ । 

এ ছাড়াও তার গানটি উপভোগ করা যাবে মন মিউজিক স্টুডিও, টিএইচটি, মিউজিক তাস, ডট বাংলাতে।

এ বাউল শিল্পীর বাজারে পিয়ানো ভিশনের ব্যানারে কেমন করে ভুললি আমারে (২০০৬), এস আর মিউজিক ব্যানারে সুন্দরী শশী (২০০৭) অ্যালবাম প্রকাশিত হয়।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে দেহখাঁচা, তনুমন, পিরিতি ভালা না, উইড়া যারে বনের পাখি, মনের সনে মন বান্ধিয়া,অন্তরে দাগ,কে বলে পীরিত ভালা না, কলের গাড়ী, রঙিলা কইতর, হাওয়ায় আসে হাওয়ায় ভাসে ইত্যাদি।

জানা যায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার তেলিহার গ্রামের কবিরাজ জসিম উদ্দিনের ছেলে বাউল কিরণ।

বাউল কিরণের আজকের অবস্থানে আসার পেছনে তার পরিবারের বিশেষ করে মা-বাবা এবং পাশাপাশি গীতিকবি আহমেদ রব্বানী, তানজির আহমেদ সাকিব, মহিদুল হাসান মন, প্রদীপ সাহা এবং অভি আকাশের কাছে কৃতজ্ঞ বলে জানান বাউল কিরণ।

‘পাঠাইলো যে আমারে; এই ভব সংসারে’ গানটি শোনা যাবে এখানে: https://youtu.be/sUmPEdfcomA

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget