নওগাঁর ধামইরহাট সাপের কামড়ে আদিবাসী কৃষাণীর মৃত্যু
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিষধর সাপের কামড়ে আদিবাসী কৃষাণীর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত জগৎনগর গ্রামের মৃত বেনুস মার্ডীর মেয়ে শেফালী মার্ডী (২৬) গত মঙ্গলবার রাতে তার মাকে নিয়ে শয়নকক্ষের বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাতে একটি বিষধর সাপ তাকে কামড় দিলে তাকে প্রথমে স্থানীয় ওঝা দ্বারা ঝাক ফুঁক দেয়ার পর পরিস্থিতি অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ওই রাতেই শেফালীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে সে মারা যায়। বাবার মৃত্যুর পর শেফালী পরিবারের হাল ধরেন। অন্যের জমিতে কৃষি কাজ করে সে দুই ভাই ও মা কে নিয়ে সংসার চালান। তার ছোট ভাই ঢাকা নটরডেম কলেজে পড়াশুনা করছে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে ওই পরিবারের মাঝে হতাশা নেমে এসেছে।