Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাস্তির দাবিতে মানববন্ধন

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় কোট চত্বর এর সামনে ধর্ষনসহ হত্যার চেষ্টাকারি মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনসহ অন্যান্য অসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঘন্টা কালব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন গৃহবধু ও মামলার বাদী রুমা আক্তার, লাবনী বেগম, নাজমা আক্তার, হেলেনা বেগম, রেহেনা চৌধুরী, ছাবিনা বেগম ও রুজি আক্তার প্রমুখ। এসময় তারা মামলার তদন্তকারী কর্মকতা এস আই আব্দুর রহমান সরকারকে দায়ী করে বলেন আসামীর সঙ্গে আতাঁত করে এপযর্ন্ত শুধু ১জন আসামীকে গ্রেফতার করা হলেও। অন্যন্য অসামীদের গ্রেফতার না করাই প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ও বাদীকে বিভিন্ন ভাবে ভয় ভিতি দেখিয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে বলে জানান বাদী রোমা আক্তর। মানববন্ধনে প্রধান মন্ত্রী ও উর্দ্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মামলার বাদী গৃহবধুসহ বদলগাছী উপজেলার ২শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে উপস্তিত ছিলেন। পরে উল্লেখ্য মামলার নথি ও স্থাণীয় সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ইসমাইলপুর গ্রামের ২ সন্তানের জননীকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের বেলায়েত হোসেন (৪৫) ও ইলিয়াছ হোসেন (৪২) গত ২৭ জুন আনুমানিক রাত্রী ৯টার সময় শয়নকক্ষের জানালা ভেঙ্গে ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে। ভিকটিমের আত্ম চিৎকারলে প্রতিবেশিরা এগিয়ে এসে ওই ২ লম্পটকে আটক করলে তাদের লোক জন জানতে পেরে আটককৃত ওই ২জনকে ছিনিয়ে নিতে আরও ৯জন আসামীরা ভিকটিমকে মারপিট ও তার বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুট পাট করেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বদলগাছী থানায় গত ২৯ জুলাই মামলা করেন।

নওগাঁয় সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময়

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় সাংবাদিকদের সাথে 'কল সেন্টার ৩৩৩' বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

সভায় সরকারী সেবা কল সেন্টার '৩৩৩' এর সর্ম্পকে বিস্তারিত তুলে ধরা হয়। জরুরি ও দুর্যোগকালীন সাহায্য, নাগরিক সেবাপ্রাপ্তির বিষয়ে অভিযোগ, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার, জুয়া, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক বাল্যবিবাহ সহ সমাজের নানা সমস্যার দ্রুত সমাধান পেতে ৩৩৩ এ কল দেওয়ার পরার্মশ দেয়া হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার আইসিটি এস এম আনীক চৌধুরী ও জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নওগাঁয় ১৫২ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার, আটক-১

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ১৫২ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধারসহ নুরুল ইসলাম(৫৮) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় সদরের দুবলহাটি বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল ইসলাম দুবলহাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়, জেলা সদরের দুবলহাটি বাজারে নুরুল ইসলাম দীর্ঘদিন থেকে হোমিওপ্যাথী চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন ইতোপূর্বে তার নামে দুটি মামলাও রয়েছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলমের নের্তৃত্বে বিভাগীয় স্টাফসহ দুবলহাটি বাজারস্থ মাদক ব্যবসায়ী নুরুলের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি হতে ১৫২ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধারসহ নুরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ১৫২ বোতল রেক্টিফাইড স্পিরিট যার আনুমানিক বাজার মূল্য ৩৫ হাজার টাকা। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়,  অভিযান চলাকালীন সময়ে এ ব্যবসার সাথে জড়িত মাদক মামলার আরেক আসামী নুরুলের ছেলে মাহমুদুল ইাসলাম (মানিক) পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম জানান, আটককৃত নুরুল ইসলাম ও তার ছেলে মাহমুদুল ইাসলাম (মানিক) উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলার প্রক্রিয়াধীন।

যশোরের শার্শায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ সেই ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসের ভোর রাতে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

তিনি আরো বলেন, পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রকৃত অর্থেই বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা। যেই আদর্শের ভিত্তিতে বঙ্গবন্ধু দেশ পরিচালনা করেছিলেন তিনিও সেই আদর্শ বুকে ধারন করে দেশের উন্নয়ন করে চলেছেন।

তিনি বলেন, বিএনপি নেতারা নিরবচ্ছিন্ন দুর্নীতি, অর্থপাচার ও এতিমদের অর্থ লুটপাটের সঙ্গে তারা জড়িত ছিল এবং নেতাকর্মীরা মানুষকে পুড়িয়ে হত্যা কে ছে। দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও ওপর নির্বিচারে হত্যা ও নির্যাতন চালায় তারা। মনে রাখতে হবে, যেন ঐ প্রেতাত্মারা আর ক্ষমতায় না আসতে পারে। 

বৃহস্পতিবার সকালে শার্শার প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

এর আগে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন ও উপজেলা আ,লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বৃহস্পতিবার সকাল ১০টায় শার্শা উপজেলা চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ফুল দেওয়ার পর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পুলিশ বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। 

এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১৫ আগস্টের নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক শোক র‌্যালী শার্শা সদর বাজার প্রদক্ষিন করেন। যার নেতৃত্ব দেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। 

আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীর মাঝে পুরুস্কার বিতরন করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম সাধারন অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 
জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী  শোক আর শ্রদ্ধার সাথে পালিত হলো ঝালকাঠিতে
ঝালকাঠি প্রতিনিধিঃশোক আর শ্রদ্ধার নানা কর্মসূচিতে ১৫আগস্ট স্মরণকরছে ঝালকাঠিবাসী।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। র‍্যালী শেষে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নিরাবতা পালন করেন। পরে ১৫ আগস্টের শহীদ স্মরণে দোয়া-মোনাজাত হয় অনুষ্ঠিত হয়। 
এছাড়া জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান শোকের নানা কর্মসূচির আয়োজন করে।

ভারতে পাচার ৭ নারীকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভাল কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি যুবতীকে ফেরত পাঠিয়েছেন ভারতীয় বিএসএফ।

(১৪ আগস্ট) বুধবার বিকাল ৫টায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদেরকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।
জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছেন।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- খুলনার রোজা খাতুন (২১),ময়না খাতুন(১৯)পিরোজপুরের মরিয়ম (১৮),শান্তি খাতুন (১৬), রিনা মুন্নি (১৯ ), ঝিনাইদহের বিলকিস (২২),ও শিমা(২১)

পাচারের শিকার ময়না খাতুন জানান, ভালো কাজের কথা বলে তাঁকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে দালালরা তাকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। সেখান থেকে ভারতীয় একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। ৩ বছর পর তিনি বাড়ি ফিরছেন।

এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার প্রতিনিধি জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়েছে। এরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে আইনি সহায়তা করা হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুম বিল্লাহ জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget