নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাস্তির দাবিতে মানববন্ধন
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় কোট চত্বর এর সামনে ধর্ষনসহ হত্যার চেষ্টাকারি মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনসহ অন্যান্য অসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঘন্টা কালব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন গৃহবধু ও মামলার বাদী রুমা আক্তার, লাবনী বেগম, নাজমা আক্তার, হেলেনা বেগম, রেহেনা চৌধুরী, ছাবিনা বেগম ও রুজি আক্তার প্রমুখ। এসময় তারা মামলার তদন্তকারী কর্মকতা এস আই আব্দুর রহমান সরকারকে দায়ী করে বলেন আসামীর সঙ্গে আতাঁত করে এপযর্ন্ত শুধু ১জন আসামীকে গ্রেফতার করা হলেও। অন্যন্য অসামীদের গ্রেফতার না করাই প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ও বাদীকে বিভিন্ন ভাবে ভয় ভিতি দেখিয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে বলে জানান বাদী রোমা আক্তর। মানববন্ধনে প্রধান মন্ত্রী ও উর্দ্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মামলার বাদী গৃহবধুসহ বদলগাছী উপজেলার ২শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে উপস্তিত ছিলেন। পরে উল্লেখ্য মামলার নথি ও স্থাণীয় সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ইসমাইলপুর গ্রামের ২ সন্তানের জননীকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের বেলায়েত হোসেন (৪৫) ও ইলিয়াছ হোসেন (৪২) গত ২৭ জুন আনুমানিক রাত্রী ৯টার সময় শয়নকক্ষের জানালা ভেঙ্গে ওই গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে। ভিকটিমের আত্ম চিৎকারলে প্রতিবেশিরা এগিয়ে এসে ওই ২ লম্পটকে আটক করলে তাদের লোক জন জানতে পেরে আটককৃত ওই ২জনকে ছিনিয়ে নিতে আরও ৯জন আসামীরা ভিকটিমকে মারপিট ও তার বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুট পাট করেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বদলগাছী থানায় গত ২৯ জুলাই মামলা করেন।