Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ১১জন ডেঙ্গু রোগী সনাক্ত
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ১১জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৮জন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাকী তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ভর্তি রোগীদের সকলেই নওগাঁ জেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছেন। এরা সকলেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে নওগাঁয় এসেছেন। নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ন ডাঃ রওশন আরা খানম জানান- গত ২৭ জুলাই থেকে আজ ৩১ জুলাই পর্যন্ত মোট ১১জন রোগী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নওগাঁয় ১১জন ডেঙ্গু রোগী সনাক্ত
 এদের মধ্যে ৩জন রোগীকে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে ‘এনএস-১ ডিভাইস’ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা পর ডেঙ্গু পজিটিভ আসায় সঠিক চিকিৎসা প্রদান হচ্ছে। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য মূল হচ্ছে- স্যালাইন ও প্যারাসিটামল ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমান ওষধ আছে।  তিনি আরও জানান ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডেঙ্গু কর্নার চালু করার হয়েছে। এবং ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য আলাদা চিকিৎসার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে ।

নওগাঁয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি নওগাঁ:
দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল এর আয়োজনে। বুধবার বেলা ১০.৩০ মিনিটে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের প্রতিনিধি কায়েস উদ্দীনের সভাপতিত্বে একটি বর্নাঢ্য র‌্যালি জেলা প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। পরে দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দীন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, দৈনিক ডেসটিনির প্রতিনিধি মাসুদুর রহমান রতন, বাংলাভিশনে প্রতিনিধি বেলায়েত হোসেন, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি বাবুল আখতার রানা, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, মোহনা টিভির প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, জিটিভির প্রতিনিধি আব্দুর রউফ পাভেল, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি  সাজেদুর রহমান সাজু, প্রথম আলোর ওমর ফারুক, যুগান্তরের আব্বাস আলী, দিপ্ত টিভির আব্দুর রউফ রিপন, অবজারভারের ওবায়দুল হক, দৈনিক সংবাদের কাজী কামাল হোসেন, এশিয়ান টিভির লোকমান আলী, আর টিভির আরিফুল হক সোহাগ, দৈনিক কালবেলার মাসুদ রানা, দৈনিক জবাবদিহির রাসেল রানা, বাংলানিউজ ২৪.কম তৌহিদুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাণীনগর সদরের অভ্যন্তর সড়ক পানি-কাঁদায় একাকার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরে এক পাসলা বৃষ্টিতেই খানা-খন্দে ভরা পাকা সড়কে পানি-কাঁদায় একাকার হওয়ায় দেখে মনে হবে এ যেন সড়ক নয় ছোট ছোট পুসকনি। প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কের চলাচলরত স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী ও জনসাধারণের। মাঝে মাধ্যেই ঘটে চলছে ছোট-বড় দুর্ঘটনা। তারপরও মনে হয় সড়কটি দেখার কেউ নেই।
রাণীনগর উপজেলার প্রাণকেন্দ্র বিজয়ের মোড় হতে রেলগেট পর্যন্ত, থানা মোড় থেকে বিজয়ের মোড় ও উপজেলা বাসস্ট্যান্ড থেকে বিজয়ের মোড়ে যাওয়ার পথে, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, ডালপট্টি হয়ে হাসপাতাল রোড এবং রাণীনগর বাজার থেকে সিম্বা বাজার ও ছয়বাড়িয়া ব্রীজ পর্যন্ত যাওয়ার সড়কসহ উপজেলা সদরের বেশ কয়েকটি প্রধান সড়কগুলো মাঝের  পাঁকা উঠে যাওয়াই বৃষ্টির পানি জমে কাঁদা-পানিতে একাকার হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় মারাতœক খানা-খন্দক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সংস্কারের অভাবে এইসব বড় বড় গর্ত ভরাটসহ রাস্তার উল্লেখযোগ্য সংস্কার না করায় পথচলা মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
রাণীনগর উপজেলা ধান চাষের জন্য বিখ্যাত বলে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যানবাহন হিসেবে বড় ট্রাক, বাস, ট্রাক্টর, মিনি ট্রাক, ভটভটি-লছিমন, অটোভ্যানসহ বিভিন্ন যান চলাচল করে। এতে করে রাস্তাগুলোর ভোগান্তি দিন-দিন আরও প্রকট আকার ধারণ করছে। প্রতি বছর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা সংস্কারের কাজ চললেও উপজেলা সদরের প্রধান  ব্যস্ততম সড়কগুলো সংস্কারের দিকে নজর নেই কর্তৃপক্ষের। বিশেষ করে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনের রাস্তায় বড় বড় বিপদ জনক খানা-খন্দক হওয়াই এই বিদ্যালয়সহ মহিলা অনার্স কলেজের ছাত্রীদের যাতায়াত করতে প্রতিক্ষণই নানা বিড়ন্বনায় পড়তে হয়। এই সড়কটি জেলা শহর নওগাঁ যাওয়ার একমাত্র পথ হওয়ায় শত দূর্ভোগকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য  হচ্ছে যাত্রী সাধারণ। অচিরেই এই দুর্ভোগ হতে উত্তোরণ পেতে চান যাত্রী ও স্থানীয় এলাকাবাসী।
এব্যাপারে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমার বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে সড়কের পাকা অংশ উঠে গিয়ে ছোট-বড় বিপদজনক খানা-খন্দের সৃষ্টি হয়েছে। চলাচলের জন্য এটাই প্রধান সড়ক হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে পানি জমার ফলে যানবাহন চলাচলের সময় পানি-কাঁদা ছিটে পড়ে শিক্ষার্থীদের কাপড় নষ্ট হওয়াসহ বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়।
রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আহসান হাবিব স্বপন বলেন, উপজেলা প্রশসানের চার পাশে প্রতিটি সড়কই এখন জনগণের চলাচলের অযোগ্য। তারপরও স্থানীয়রা ভোগান্তি নিয়ে কাঁদা পানিতে চলাচল করছে। অতি শীঘ্রই জনস্বার্থে এই সড়ক গুলো সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি।
নওগাঁর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল হক বলেন, রাণীনগর বাসস্ট্যান্ড গোলচত্ত্বর হতে বিজয়ের মোড় হয়ে আবাদপুকুর পর্যন্ত সড়কের প্রশ্বস্ত করণ কাজের দরপত্র শেষে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ করছেন। অল্প দিনের মধ্যে এই খানা-খন্দ গুলো থাকবে না।

নওগাঁর আত্রাই থানা পুলিশের সচেতনতা মূলক র‌্যালি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে গণসচেতনতা মূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আত্রাই থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি আত্রাই থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে থানা প্রাঙ্গণে আলোচনায় বক্তারা ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ করে আত্রাই উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। মিথ্যা গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য জনগণকে পরামর্শ দেন। এ ব্যাপারে থানা পুলিশ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যন মমতাজ বেগম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব : ওসি সোহরাওয়ার্দী

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেছেন, সকলের যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব, এ জন্য সমাজের সকলকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাড়ির আসে পাশে জমে থাকা ময়লা-আবর্জনা, ডোবা নালাসহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ সদর মডেল থানার উদ্যোগে থানা কমপ্লেক্স পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, পৌরসভা বা যথাযথ কর্তৃপক্ষের পাশা-পাশি ডেঙ্গু রোগ প্রতিরোধে সমাজের সকলকে এক হয়ে কাজ করতে হবে। বাসা, বাড়ির পরিত্যক্ত টায়ার, ফুলের টব, এসির আউটারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। পাঁচদিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভবনা থাকে। তাই আমাদের একটু সচেতনতাই পারে প্রিয় জনের জীবন ডেঙ্গু রোগ থেকে রক্ষা করতে। শুধু ডেঙ্গু নয় সকল সমস্যা সমাধানে সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আজ আমরা থানার চারিপাশে নিজেরায় পরিষ্কার করেছি নিজেদের দায়িত্ববোধ থেকেই। তাছাড়া নিজেদের কর্মক্ষেত্র, অফিস, বাসা এবং চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। কারন এ সমাজ, দেশ বা রাষ্ট্র আমাদেরই তাই সকলের দায়িত্ববোধ থেকে একযোগে কাজ করতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা এ কার্যক্রমে অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে অংশ নিয়েছিলেন ওসি তদন্ত ফয়সাল বিন আহসান, এসআই মো. আব্দুল আনাম মোল্লা, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, এএসআই আমিনুল ইসলাম, মো. ফজলুল হক, মোস্তাফিজুর রহমানসহ থানা পুলিশের সকল সদস্যবৃন্দ।

নওগাঁয় প্রস্তুত ৩ লাখ কোরবানির পশু


প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় পবিত্র ঈদুল আজহার কোরবানিযোগ্য তিন লাখ গবাদিপশুর প্রতিপালন করেছেন খামারিরা। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার ১১টি উপজেলায় ৩২ হাজার ২৪২টি খামারে প্রায় ২ লাখ ৭৬ হাজার ১১৫টি কোরবানির পশু প্রতিপালন করা হয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ৬০৭টি ষাঁড়, ২২ হাজার ৭৯টি বলদ, ৬৬ হাজার ৩৮টি গাভী, ৩ হাজার ৩৫২টি মহিষ, ৯৩ হাজার ৬৮৪টি ছাগল, ২৫ হাজার ২৩টি ভেড়া এবং ৩৩২টি অন্যান্য পশু।
প্রাকৃতিক খাবার ও ক্ষতিকর রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই এসব পশু লালন-পালন করেছেন খামারিরা। বিগত বছরগুলোতে বন্যার কারণে খামারিরা তেমন লাভবান হতে পারেননি।  এ বছরও ভারত থেকে পশু আসার শঙ্কা প্রকাশ করছেন তারা। যদি ঈদের বাজারে ভারত থেকে গরু আসে তাহলে খামারিদের লোকসানে পড়তে হবে বলে জানান সংশ্লিষ্টরা। ভারত থেকে যেন গরু না আসে সে ব্যাপারে সরকারের নজরদারি বাড়ানো দাবিও করেছেন খামারিরা।
নওগাঁয় প্রস্তুত ৩ লাখ কোরবানির পশু
খামারিরা জানান, কোনো রকম ক্ষতিকর রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই প্রাকৃতিক খাবার দিয়ে পারিবারিকভাবে পশু প্রতিপালন করেছেন তারা। ক্ষতিকর ট্যাবলেট, ডেক্সামেটাসন বড়ি না দিয়ে কোরবানি উপলক্ষে পুষ্টিকর প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু মোটাতাজা করছেন। প্রাকৃতিক ঘাসের পাশাপাশি দেয়া হচ্ছে প্রাকৃতিক খাবার খৈল, ভূষি, ব্যান্ড গুড়া, চাউলের খুদ ও খড়। পশু পরিচর্যার শেষ মুহূর্তে এখন ব্যাস্ত সময় পার করছেন তারা।
কোরবানি উপলক্ষে ষাঁড়ের প্রতি বিশেষ করে দেশি জাতের ষাঁড়ের প্রতি বিশেষ নজর দেয়া হয়। একই সঙ্গে গাভী, বলদ ও মহিষ চাহিদা মোতাবেক পালন করা হয়। এছাড়া উন্নত জাতের শাহিয়াল, সিন্ধি ও জার্সি গরু পালন করা হয়। খামারের পাশাপাশি পারিবারিকভাবেও গরু, ছাগল ভেড়া ও গাড়ল পালন করা হয়। আর এসব কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করছেন স্থানীয় প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
সদর উপজেলার মেসার্স সখিনা ডেইরি ফার্মের প্রোপাইটার আব্দুল কুদ্দুস বলেন, এ বছর কোরবানি উপলক্ষে দেশীয় জাতের ১২টি ষাঁড় পালন করেছিলাম। সাড়ে তিন মাস পালন করে কয়েকদিন আগে বাজারে বিক্রি করেছি। কারণ ঈদের সপ্তাহে গরুর বাজার কমে যায়। প্রতিটি গরুতে ১০-১২ হাজার টাকা করে লাভ এসেছে।

রানীনগর উপজেলার ‘পল্লীশ্রী কৃষি প্রদর্শনী সমন্বিত খামার’ এর পরিচালক মাসুদুর রহমান রনি বলেন, খামারে ৩০টি গরু, ২৫টি ছাগল ও ৩৫টি ভেড়া রয়েছে। নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমেই এই খামারের গরু মোটাতাজা করা হয়। কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ব্যবহার না করায় আমাদের খামারের গরু, ছাগল ও ভেড়ার স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকে।
বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামের খামারি যুবক আসলাম হোসেন জানান, গত তিন বছর থেকে তিনি গরু পালন করছেন। এ বছর তার খামারে বিভিন্ন জাতের ২২টি গরু আছে। এবার ঈদে বাজারজাত করার জন্য ১৬টি গরু লালন-পালন করেছেন। এর মধ্যে ১টি ষাঁড় ও বাকিগুলো বকনা। ৫ মাস আগে বাজারে গরুর দাম বেশি থাকায় খামারে গরু উঠাতে পারিনি। কারণ বেশি দামে গরু কিনে পালন করা সম্ভব না। কেনার পর লালন-পালন করে যদি বেঁচার সময় সামঞ্জস্য না থাকে তাহলে লোকসান গুনতে হবে। তবে সঠিকভাবে পরিচালনা করা গেলে লাভ থাকে। আর ভারত থেকে যদি গরু আসা শুরু হয় তাহলে আমার মতো ছোট খামারিদের লোকসান গুনতে হবে। এ ব্যাপারে সরকারের নজরদারী বাড়ানো দাবি করেন তিনি।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস বলেন, খামারিরা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেজালমুক্ত খাবার দিয়ে পশু লালন-পালন করেছেন। কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদান পশুকে দেয়া হয় না। জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৬০ হাজার ১১৩টি। অবশিষ্ট পশু দেশের অন্য জেলার চাহিদা পূরণে সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, গত বছর খামারিরা যেমন লাভ করতে পেরেছে। এ বছরও যদি দেশের বাইরে থেকে পশু না আসে তাহলে এবারও তারা লাভবান হবেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget