Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বেনাপোল রঘুনাথপুর থেকে ইয়াবা ট্যাবলেট সহ আটক-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

রবিবার(২৮/০৭/১৯)তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের হাসানের আম বাগান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম (৩৮)ও হাবিবুর রহমান (২৭)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মাওলা মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে সাদিপুর সীমান্তে হাসানের আম বাগানে পাশে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের নায়েক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম ও হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ সুপারের কমিউনিটি পুলিশিং এর উঠান বৈঠক সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় কমিউনিটি পুলিশিং এর উঠান বৈঠক ও পাইলট স্কুলে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

২৮জুলাই রবিবার কাঠালিয়া থানা পুলিশ কতৃক তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজিত স্থানীয় ব্যক্তিবর্গসহ সকল শ্রেনী ও পেশার জনগনদের সমন্বয় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতা মূলক কমিউনিটি পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনসাধারনের মাঝে বক্তব্য রাখেন। 

এ সময় জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার সচেতনতা মূলক বক্তব্যে “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই কথাটি সম্পূর্ন গুজব।  বর্তমান সময়ে আমাদের দেশে আলোচিত ছেলেধরা গুজব নিয়ে বাংলাদেশ পুলিশের দেয়া নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে এ ছেলেধরা গুজবে দেশে চলমান নির্যাতন, হত্যাকান্ড প্রতিরোধে এর বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলেধরে
আলোচিত ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয় জেলাব্যাপী মাইকিং করার মাধ্যমে প্রচারাভিযান চালিয়েছে। শুধুই প্রচারই নয় প্রচারের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাগনের অক্লান্ত পরিশ্রমে মাধ্যমেই মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীদের আটক করে আদালতে সোপর্দ করা, ইভটিজিং করা ইভটিজারদের আটক করে শাস্তির ব্যবস্থা, সন্ত্রসীদের সন্ত্রাসী কর্মকান্ড দমনে সন্ত্রাসী আটক করে আদালতে সোপর্দ, ধর্ষনকারী ধর্ষককে আটক করে বিচারের জন্য কাঠগড়ায় প্রেরন করা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ জেলার আইন শৃংখলা বজায় রাখতেও বিভিন্ন এলাকার স্কুল,কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা, গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও জনবহুল এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে চালিয়ে যাচ্ছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম ও কমিউনিটি পুলিশিং সভা। সেই সাথে বর্তমান সময়ের " পদ্মা সেতুতে কল্লা ও রক্ত লাগার " আলোচিত ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে জেলা পুলিশ উর্ধতন কর্মকর্তা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী মাইকিং করার মাধ্যমে প্রচারাভিযান চালান হচ্ছে। 

এ সময়ে মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন)  সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ২৪৫ বোতল  ভারতীয় ফেন্সিডিল আটক

 মাসুদ রানা,(নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)অধীনস্থ শিমুলতলী বিওপি'র টহল দলের অভিযানে ২৪৫ বোতল  ভারতীয় ফেন্সিডিল আটক করেছেন ।
২৮ জুলাই রোববার  নিজস্ব গোয়েন্দা সদস্যের তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলতলী বিওপি'র টহল কমান্ডার হাবিঃ মোঃ আবুল কালাম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫৮ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর আম বাগান নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৩ বোতল রয়েল মদ আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য- ১,০২,৫০০/- টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)পরিচালক ,অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান জানান   প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

নওগাঁয় বন্যায় ৩ হাজার হেক্টর ফসল নষ্ট ॥ কৃষকের মাথায় হাত

নওগাঁ প্রতিনিধি : সম্প্রতি নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর বেরিবাঁধ ভেঙ্গে বনার পানিতে প্লাবিত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির আবাদ। পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে জেলার মান্দা, ধামইরহাট, আত্রাই ও রাণীনগর উপজেলার ৩ হাজার ২৩০ হেক্টর জমির বিভিন্ন প্রকারের ফসল। এতে করে বর্তমানে জেলার কৃষকদের মাথায় হাত পড়েছে। কিন্তু ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি ভাবে সহায়তার কোন বার্তা নেই। নওগাঁর উপর দিয়ে বয়ে গেছে ৬টি নদী। তার মধ্যে উল্লেখ্যযোগ্য আত্রাই ও ছোট যমুনা নদী। সম্প্রতি এই দুই নদীর বেরিবাঁধ ভেঙ্গে জেলার মান্দা, ধামইরহাট, আত্রাই ও রাণীনগর উপজেলার কয়েক হাজার হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যায়। আউশ-আমন ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে ধানের বীজতলা, মরিচ, পটল, তরীর খেতসহ অন্যান্য ফসলের মাঠ। এতে করে চরম ক্ষতির মধ্যে পড়েছে বন্যাকবলিত এলাকার কৃষকরা। বন্যার পানি ফসলের জমি থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে মরিচ, করলা, পটল ও তরীসহ অন্যান্য ফসলের গাছ। পাট খেতে বন্যার পানি জমে থাকার কারণে পচে যাচ্ছে পাট। এই আবাদগুলোই কৃষকদের একমাত্র সম্বল। এই খেতের আবাদের উপরই চলতো কৃষকদের সংসার। তাই বন্যার পানিতে এই সম্বল হারিয়ে দিশেহারা বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা। অন্যদিকে কয়েকদিন আগে এই দুই নদীর পানি উল্লেখ্যযোগ্য হারে কমলেও গত দুইদিনের ভারী বর্ষণের কারণে আবার নতুন করে বাড়তে শুরু করেছে এই দুই নদীর পানি। নতুন করে বন্যাকবলিত এলাকার মাঠ-ঘাটে নতুন করে বন্যার পানি প্রবেশ করায় নতুন আতঙ্কে পড়েছেন বন্যাকবলিত এলাকার প্রায় লক্ষাধিক মানুস। রাণীনগরের মালঞ্চি গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, কাঁচা মরিচ, পটল, ধানের বীজতলাসহ কয়েকটি খেত বন্যার পানিতে ভেসে গেছে। মাঠের পানি না কমায় নতুন করে বীজতলা তৈরি করতে পারছি না। আর মরিচের খেত থেকে পানি নামার সঙ্গে সঙ্গে গাছগুলো মরে যাচ্ছে। এই খেতগুলোই ছিলো আমার শেষ সম্বল। এই ফসল নষ্ট হওয়ায় আমি এখন দিশেহারা। মান্দার বিষ্ণপুর গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, চার বিঘা সবজি খেত এখন বন্যার পানির নিচে। বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন কি করে চলবে সংসার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহাবুবার রহমান বলেন, বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর জমির ফসল আংশিক নিমজ্জিত হয়েছে। তবে কিছু কিছু এলাকার ফসল সম্পন্ন নিমজ্জিত হওয়ায় সেই সব এলাকায় ক্ষতির পরিমাণ একটু বেশি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারের সহায়তা করার কোন সংবাদ এখন পর্যন্ত তার কাছে নেই।

যশোরের শার্শায় বিজিবি’র গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় বিজিবি’র গুলিতে সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার(২৭/০৭/১৯) তারিখ ভোর রাতে যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সদস্য। ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। নিহত সুজন বেনাপোল পৌর সভার ৪নং ওয়ার্ড কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, বিজিবি’র প্রেট্রোল পাট্টির সদস্যরা প্রতিদিনের মতো পাঁচভুলোট সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন।শুক্রবার রাত ১০টার দিকে ৫/৬জন মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেন্সিডিল নিয়ে ফেরার পথে তাদের দু’জন সদস্য বিজিবি সদস্যদের হাতে আটক হন। কিছু সময় পর মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে বিজিবি’র সার্জেন্ট আকমল হোসেন গুরুতর আহত হন। বোমা হামলাকারীদের ধরতে ওই দুই মাদক পাচরকারীকে নিয়ে ভোর রাতে অগ্রভুলোট এলাকায় আজিজের আমবাগানে অভিযান চালানো হয়। আমবাগানে পৌছানোর সাথে সাথে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে়ন। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা আমবাগানের ভিতর থেকে এক মাদক ব্যবসায়ীর লাশ ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, খবর পেয়ে ভোর ৫টার সময় ঘটনাস্থলে গিয়ে নিহত মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় শার্শা থানায় একটি অপমৃত্যুর রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

যশোরের বেনাপোলে সেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে আওয়ামী সেচ্ছাসেবক লীগের গৌরব,সংগ্রাম ও সাফল্যের পথ চলার ২৫ বছর পূর্তিতে শনিবার(২৭/০৭/১৯)তারিখ বিকাল ৫টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ওও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১শার্শা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,বিশেষ অতিথি শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান,অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক মোঃ

যশোরের শার্শায় বিজিবি’র গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

নাসির উদ্দীন,শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,পৌর যুবলীগের আহবায়ক জসিম উদ্দীন, ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার কামরুল নাহার আন্না, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাবেক সহ-সভাপতি আল-ইমরান,সুমন,রাসেল,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন,আরিফুল ইসলাম রুবেল, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার,সাধারন সম্পাদক তৌহিদুর রহমানসহ আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন। এর আগে কেক কেটে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget