বাকেরগঞ্জ মাদক অভিযানে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার স্বামী-স্ত্রী আটক
রিপোর্ট : ইমাম বিমান বরিশালের বাকেরগঞ্জে মাদক অভিযানে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার স্বামী স্ত্রী আটক হওয়ার ঘটনা ঘটে। এ
বিষয় বাকেরগঞ্জ থানার ভারপ।রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গোপন
সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার দুধল ইউনিয়নের ছোট কৃঞ্চকাঠী
গ্রামের মৃত.কাছেম গাজীর পুত্র আইয়ুব আলী গাজী বহুদিন ধরে মাদক ব্যবসায়
জরিত এবং তার কাছে মাদক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই সন্ধ্যা
সাড়ে ৬ টায় পরির্দশক অপরেশন জুবায়ের, এস আই হাবিবুর রহমান, এস আই লোকমান, এ
এস আই ফারুখ আইয়ুব আলীর বসত ঘর তল্লাশি করে ৩ হাজার পিচ ইশাবা উদ্ধার করে।
পরে পুলিশ তাদেরকে আটক করে। আইয়ুব গাজী ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মাদক
ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।