Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বাকেরগঞ্জ মাদক অভিযানে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার স্বামী-স্ত্রী আটক

রিপোর্ট : ইমাম বিমান বরিশালের বাকেরগঞ্জে মাদক অভিযানে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার স্বামী স্ত্রী আটক হওয়ার ঘটনা ঘটে। এ বিষয় বাকেরগঞ্জ থানার ভারপ।রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার দুধল ইউনিয়নের ছোট কৃঞ্চকাঠী গ্রামের মৃত.কাছেম গাজীর পুত্র আইয়ুব আলী গাজী বহুদিন ধরে মাদক ব্যবসায় জরিত এবং তার কাছে মাদক রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় পরির্দশক অপরেশন জুবায়ের, এস আই হাবিবুর রহমান, এস আই লোকমান, এ এস আই ফারুখ আইয়ুব আলীর বসত ঘর তল্লাশি করে ৩ হাজার পিচ ইশাবা উদ্ধার করে। পরে পুলিশ তাদেরকে আটক করে। আইয়ুব গাজী ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

রাজাপুর থানার সাবেক ওসি মুনিরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে অভিযোগকারীর  আদনানের স্বাক্ষ্য গ্রহন

রিপোর্ট : ইমাম বিমান :ঝালকাঠি জেলার রাজাপুর থানা থেকে ষ্টান্ডরিলিজ হওয়া সাবেক (ওসি) মুনির উল গিয়াসের বিরুদ্ধে বিচারাধীন মামলার তথ্য গোপন ও ভূয়া কাগজপত্র জমা দিয়ে বিল-ভাউচার করে সরকারী অর্থ আত্মসাৎ করার অভিযোগ তদন্তে স্বাক্ষ্য গ্রহন। 

 বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজির বরাবরে অভিযোগকারী ও ‘২০১৩ সালের পুলিশ হেফাযতে নির্যাতন প্রতিরোধ’ আইনের ১৫/১ ধারায় বিচারাধীন (নং-৪৮৪১৪/১৮) মামলার বাদী রাজাপুরের কলেজ ছাত্র ইমরান হোসেন আদনানের স্বাক্ষ্য প্রদান করেছে। খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের স্বপক্ষে তথ্য প্রমান উপস্থাপন করি। এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তদন্তের দ্বায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর মো: রবিউল প্রায় ৩ঘন্টা সময় আমাদের স্বাক্ষ্য গ্রহন করেন।

উল্লেখ্য বাংলাদেশ পুলিশ বিভাগের খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর অভিযোগ দায়ের করার পর অভিযোগের স্বপক্ষে সকল প্রমানাদি নিয়ে আমাকে গত ২৯ জুন রাজাপুর থানায় বেতার বার্তার (সূত্র নং-৭৩০৪,তাং- ২৯/০৬/২০১৯ইং)মোতাবেক ২ জুলাই সকাল ১০টায় খুলনা ডিআইজি কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন। বিষয়টি রাজাপুর থানা সাবেক ওসি মুনির উল গিয়াস জানতে পেরে তার ঘনিষ্ট সহচর অলিউর রহমান ওলির মাধ্যমে আমাকে হুমকি প্রদান করে। ২ জুলাই স্বাক্ষ্য দিতে খুলনা যাওয়ার কথা থাকলেও ওসির সহোচর ওলির হুমকির কারনে খুলনা যেতে ব্যর্থ হলে ঐ দিনই বিষয়টি রাজাপুর থানা পুলিশকে অবহিত করে মুনির উল গিয়াস ও তার সহযোগী ওলিসহ কয়েকজনের নামে একটি সাধারন ডায়রী (জিডি) করি যার নম্বর ৫৫।

স্বাক্ষ্য গ্রহনের বিষয় ইমরান হোসেন আদনান জানান, রাজাপুর থানার সাবেক ওসি ও বর্তমান কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রাপ্ত ওসি মুনির উল গিয়াস ওরফে দিপু (বিপিনং-৭১৯৫৩৬১৬৪২) রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা কালীন সময়ে আমাকে একটি চুরি মামলায় স্বীকারোক্তি আদায়ের জন্য থানায় নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে এবং আমাকে ও আমার ছোট ভাই সাংবাদিক কামরুল হাসান মুরাদকেও একটি মিথ্যা নারী নির্যাতন মামলার আসামী করে চরম হয়রানি করে। আমি ও আমার ভাইয়ের বিরুদ্ধে আনিত অভিভোগ প্রমানিত না হওয়ায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত থেকে দুটি মামলায় আমরা নির্দোশ প্রমানিত হই।

‘২০১৩ সালের পুলিশ হেফাযতে নির্যাতন প্রতিরোধ’ আইনের ১৫/১ ধারায় ওসি মুনীর ও তার সহযোগীদের বিরুদ্ধে আমি একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় মহামান্য হাইকোর্ট আসামীদের বিরুদ্ধে রুল জারী করলে এখোন পর্যন্ত সেই মামলা বিচারাধীন রয়েছে। আমার দায়েরকৃত মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে উক্ত (ফৌঃ রিভিশন নং-১৭২/১৭) তার বিরুদ্ধে সোমনাদেশ দিলে খুলনা পিটিসিতে কর্মরত মুনির উল গিয়াস একাধিক বার আসামী হিসেবে আদালতে হাজির হলে তা গোপন করে ঝালকাঠি পুলিশ অফিসের ক্লার্ককের সহযোগীতায় বেতার বার্তায় আসামী হিসেবে হাজিরার বদলে নিজেকে সাক্ষী হিসাবে উল্লেখ করে ভূয়া বেতার বার্তা প্রদানসহ মিথ্যা বিল-ভাউচার করে সরকারী তহবিল থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করার সংবাদ জানতে পারি এবং এ বিষয় আমি তার বিরুদ্ধে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ও সাতক্ষিরা জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

সাংবাদিকদের অধিকার আদায়ের অবস্থান কর্মসূচিতে ডিইউজে সভাপতি সূর্যের ওপর হামলায় বিএমএসএফ’র প্রতিবাদ

রিপোর্ট : ইমাম বিমান : সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কতৃক অবস্থান কর্মসূচি চলাকালীন সময় ডিইউজে সভাপতি আবু জাফর সুর্য়’র ওপর " দৈনিক আলোকিত বাংলাদেশ "  মালিকপক্ষের বহিরাগত সন্ত্রাসী কতৃক অতর্কিত হামলার  ঘটনায় " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ'র পক্ষ থেকে হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে। ১৩ জুলাই শনিবার রাত সাড়ে ৭টায় "বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ’র পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের পক্ষে অধিকার আদায় করতে গিয়ে সাংবাদিক নেতার ওপর এ ধরনের আক্রমন চরম বেহায়াপনার শামিল। ষ্টাফদের বেতন ভাতা পরিশোধ না করে এরা আয়ের টাকা লুটেপুটে খাচ্ছেন। অথচ যাদের ঘামে অর্জিত অর্থ তাদেরকে বেতন ভাতা পরিশোধ করা হয়না। যা সাংবাদিকদের জন্য চরম কষ্টের। আজ সাংবাদিকদের কষ্ট লাঘবে তাদের পাশে এসে সহযোগীতার হাত বাড়ীয়ে দেয়া সাংবাদিক নেতা আবু জাফর সূর্যের ওপর হামলা ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীকে খুঁজে বের করে আইনের আওতায় আনারও দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
অনুসন্ধানে জানাযায়,  দীর্ঘদিন ধরে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা কর্তৃপক্ষ ষ্টাফ ও প্রতিনিধিদের বেতন ভাতা পরিশোধ না শনিবার বিকেলে ওই পত্রিকা অফিসে " ঢাকা সাংবাদিক ইউনিয়ন " অবস্থান কর্মসূচীর আয়োজন করে। আয়োজিত অবস্থান কর্মসূচী চলাকালে পত্রিকার মালিক পক্ষের লালিত সন্ত্রাসি বাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক নেতা তথা ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য আহত ও লাঞ্ছিত হয়েছেন।

বেনাপোলে ভারতীয় বোমাবাজি আটক করেছে বিজিবি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল বারপোতা সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় বাজি ও স্যান্ডেল আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার সীমান্তের বারপোতা পাকারাস্তা উপর হতে ভারত থেকে পাচার হয়ে আসা ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার(বোমা)বাজি ও স্যান্ডেল আটক করেছে। যার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা জানান.গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল এনে বারপোতা গ্রামের একটি পাকারাস্তার উপর অপেক্ষা করছে। এমন সংবাদে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ দল অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী নায়েক মোঃ জাহিদুল ইসলাম, নায়েক জিবরুল, ল্যানস নায়েক শহিদুল ইসলাম, ল্যানস নায়েক এনামুল,সিপাহী শরিফ ও ইব্রাহিম সেখানে অভিযান চালিয়ে ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও ১৮ জোড়া স্যান্ডেল আটক করেন। অপর দিকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা শনিবার বিকালে চেকপোস্ট চেক পয়েন্ট ভারতীয় ইমিটেশন,জামারপুতি ও গোল্ডেন সুতা আটক করেছে যার মূল্য প্রায় ৪ লাখ টাকা। 
আটক মালামালের মোট ১৬ লাখ টাকার সিজার মুল্য ধরে বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে।

আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে ৩জনের সাজা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বাল্য বিয়ের অপরাধে ২জন ও একজন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হল, নাটোর জেলার লালপুর উপজেলার হাসিমপুর গ্রামের দিপেন চন্দ্রের ছেলে দিলিপ কুমার প্রাং(২৮) এবং আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের ডোমন প্রাং এর ছেলে সুদেব প্রাং (২৭),  সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের ইছর পিয়াদা পুত্র মাদকসেবী সিরাজুল পিয়াদা (৩২)। আত্রাই থানা সুত্রে জানা যায়, আত্রাই উপজেলা ব্রজপুর গ্রামে বাল্য বিবাহ অনুষ্টিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বর দিলিপ কুমার প্রাং  ও অপরদিকে এএসআই কামরুজ্জামান সঙ্গীস ফোর্সসহ উপজেলার মিরাপুর গ্রামে অভিযান চালিয়ে সুদেব প্রাং এবং গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের ইছর পিয়াদা পুত্র মাদকসেবী মিরাজুল পিয়াদাকে আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বাল্য বিবাহের অপরাধে দিলিপ কুমার প্রাং , সুদেব প্রাং কে দশ হাজার টাকা জরিমানা ও মাদকসেবী সিরাজুল পিয়াদাকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। #


ছেলে ধরা গুজবে কান দিবেন না
ওসি মোসলেম উদ্দিন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ইস্যু ছেলে ধরা গুজবে কাউকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন আত্রাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন। এ পর্যন্ত ছেলে ধরার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তাই এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহবান জানান তিনি। গতকাল শনিবার সকালে তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আত্রাই থানা নবাগত ওসি মোসলেম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছেলে ধরা গুজব নিয়ে তিনি বলেন সাম্প্রতিক সময়ে একদল দুষ্টবুদ্ধিসম্পন্ন চক্র দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত যে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, এতে করে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা আমাদের শৈশবকালে শুনেছিলাম কোন সেতু বা বড় প্রকল্প নির্মাণে কোন একটি পরিবারের এক মায়ের এক ছেলের বলিদান কিংবা আস্ত একটা ছাগল অথবা গরুর প্রয়োজন হতে তাও কতটুকু সত্য আমরা জানতাম না, কিন্তু সাম্প্রতিক সময়ে যারা ফেসবুকে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তারা স্পষ্ট উল্লেখ করেছে ২০ থেকে ২৫ এর ভেতর যেকোন ছেলেকে অপহরণ কিংবা মাথা কেটে নেওয়া হচ্ছে। যদি বিষয়টি সত্য হতো তাহলে জাতীয় গনমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গনমাধ্যমে তা উঠে আসতো, তাছাড়া বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা পদ্মাসেতু নির্মান প্রকৌশলীদের সাথে আলাপ করেছে, তারা বিষয় মিথ্যা আখ্যা দিয়ে বলেন, যে বা যারা এবিষয়ে সমাজ তথা দেশে আতঙ্ক সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন, তাই সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন তারা। তিনি আরো বলেন, যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনাসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। #

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget