Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাণীনগর প্রায় ৩০ লাখ টাকা মূল্যের রাস্তার গাছ কেটে নিলো প্রভাবশালী ঠিকাদার

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকে সিঙ্গাহার গ্রামের রাস্তার প্রায় এক কিলোমিটার রাস্তার আনুমানিক প্রায় ৩০ লাখ টাকা মূল্যের প্রায় ৩শ’ টি ইউক্লাপিটাস গাছ কাটার অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ঠিকাদারের বিরুদ্ধে। এই অভিযুক্ত ঠিকাদার বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার চকসুখানগাড়ী এলাকার মেসার্স নজরুল ইসলাম ’ছ’ মিল এন্ড কাঠঘর এর প্রো: মো: মফিজুল ইসলাম। তার বিরুদ্ধে দ্রুত সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, বগুড়ার সামাজিক বন বিভাগ থেকে আদমদিঘী উপজেলার বন্তইর এলাকার কিছু গাছ গত ২৯-০২-২০১৬ইং তারিখে টেন্ডার বিক্রির আহবান করে। ওই গাছগুলো বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চকসুখানগাড়ী এলাকার মেসার্স নজরুল ইসলাম ’ছ’ মিল এন্ড কাঠঘর প্রো: মো. মফিজুল ইসলাম টেন্ডারের গাছ পান। টেন্ডারে উল্লেখ করা হয়েছে, আদমদিঘী উপজেলার বন্তইর হইতে রাণীনগর উপজেলার আবাদপুকুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার গাছ টেন্ডার দেওয়া হয় এর মধ্যে রাণীনগর উপজেলার সিমানার মধ্যে প্রায় এক কিলোমিটার রাস্তার গাছ পরেছে। ওই গাছগুলো টাকার পাশাপাশি ঠিকাদার মফিজুল ইসলাম স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় রাণীনগর উপজেলার আবাদুপুকুর উচ্চ বিদ্যালয় থেকে সিঙ্গাহার গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তার প্রায় ৩০ লাখ টাকা মূল্যের প্রায় ৩শ’টি ইউকা¬িপটাস গাছ কাটেন তারা। স্থানীয়রা রাণীনগর উপজেলা অংশের গাছ কাটতে বাধা দিলে ভয়ভীতি দেখিয়ে গাছগুলো কেটে নিয়ে যান। এছাড়াও কর্তনকৃত কিছু গাছ সেখানে পরে রয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক আবাদপুকুর এলাকার অনেকেই জানান, অনেক দিন আগে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে পাশ থেকে আদমদিঘী উপজেলা সীমান্ত এলাকায় গাছগুলো লাগানো হয়। গাছগুলো বেশ মোটা হয়েছে। গত ২-৩ দিন আগে থেকে রাণীনগর উপজেলার অংশের গাছগুলো কাটা শুরু করেন ঠিকাদারের লোকজন। টেন্ডারে অনুযায়ী পূর্বে আদমদিঘী উপজেলার অংশের গাছ কাটা শেষ হলেও রাণীনগর উপজেলার মধ্যে থাকা প্রায় ৩শ’টি ইউকা¬িপটাস গাছগুলো এলাকার প্রভাবশালীদের সহযোগিতায় কাটেন তারা। এ সময় অনেকেই বাধা দিলে তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখান হয়। রাণীনগর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের জানানো হয়েছে।


রাণীনগর প্রায় ৩০ লাখ টাকা মূল্যের রাস্তার গাছ কেটে নিলো প্রভাবশালী ঠিকাদার গাছ কাটার ঘটনায় সুষ্ট তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঠিকাদার মফিজুল ইসলাম বলেন, এটা আমার কাছে থেকে না জেনে বগুড়া বন বিভাগ থেকে জেনে নেন। বগুড়া সামাজিক বন বিভাগের প্রধান সহকারী খায়রুন নাহার বলেন, ওইটা টেন্ডার দেওয়া হয়েছিলো। এ বিষয়ে মাঝখানে একটু ঝামেলা হয়েছিলো সেটা ঠিক হয়ে গেছে বলে জানান তিনি। নওগাঁ বন বিভাগের কর্মকর্তা মেহেদী জামান জানান, রাণীনগর উপজেলায় আমাদের যে দায়িত্বে আছেন তাকে আমি এ বিষয়ে সব বলেছি সে আমাকে তথ্য দিলে আপনাকে জানাবো। এছাড়াও তার কাছে রাণীনগর উপজেলার গাছ বগুড়া সামাজিক বন বিভাগ টেন্ডার দিতে পারেন কিনা জানতে চাইলে এ বিষয়ে তিনি সঠিক কোন উত্তর দিতে পারেননি। তিনি বলেন, আমার রাণীনগর কর্মকর্তা মোজাম্মেল হকের সাথে কথা বলতে বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। রাণীনগর বন বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে তিনি বিভিন্ন তালবাহানা করে আদমদিঘী কর্মকর্তার কাছ থেকে বিষয়টি জানতে বলে বিষয়টি এড়িয়ে যান। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, বিষয়টি আমি জানার পর লোক পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দেশে এবার খাদ্য উৎপাদন ৫৬ লাখ মেট্রিক টন

প্রতিনিধি নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশে এবার খাদ্য উৎপাদন ৫৬ লাখ মেট্রিকটন আর কনজামশান ২ কোটি ৭৮ লাখ মেট্রিকটন উদ্বৃত্ত আর আমাদের ধারন ক্ষমতা ১৮ থেকে ১৯ লাখ মেট্রিকটন। যার কারনে এটুকু চাল কেনার বিধান আছে।  যখন আমরা ধানও চাল কেনার ঘোষনা দিয়েছি তখন আমাদের মজুদ ১৩ লাখ মেট্রিকটন। তারপর ঘোষনা দেওয়া হয়েছে ১০ লাক্ষ মেট্রিকটন সিদ্ধ চাল, দেড় লাখ মেট্রিকটন আতব চাল, ৫০ হাজার মেট্রিকটন গম ও দেড় লাখ মেট্রিকটন ধান মোট সাড়ে ২৬ লাক্ষ ধান গুদাম জাতের জন্য অথচ ধারন ক্ষমতা ১৮ লাখ মেট্রিকটন।
মন্ত্রী আরও বলেন, যে জেলায় ধান উৎপাদন বেশি হয় প্রত্যেকটি জায়গাতে এলএসডির মধ্যে জায়গা আছে সে এলএসডির মধ্যে ৫০০ হাজার মেট্রিকটন একটি প্যাডি সাইলো নির্মাণ করবো।
তিনি শনিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা লোকাল গর্ভনমেন্ট এ্যাওয়ার্ড়-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মযমনসিংহ জেলার প্রশাসক ও নওগাঁর বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজ, জেলার শ্রেষ্ঠ্র উপজেলা নির্বাহী অফিসার (মান্দা) মুসফিকুর রহমান, জেলার শ্রেষ্ট্র ইউনিয়ন পরিষদ (ভারশো) পক্ষে মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ট্র ইউনিয়ন চেয়ারম্যান রাইগাঁ মুনজুর আলম, শ্রেষ্ট্র ইউনিয়ন সচিব বাহাদুরপুর জাহাঙ্গীর আলম, শ্রেষ্ট্র হিসাব কাম কম্পিউটার অপারেটর বোয়ালিয়া রওনক বিনতে জাহান, শ্রেষ্ঠ্র ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ সাপাহার, শ্রেষ্ট্র মহিলা সদস্য সাহারা বেগম পারইল, শ্রেষ্ঠ্র উদ্যোক্তা আরজিন বানু, কালিকাপুর, শ্রেষ্ঠ্র গ্রাম পুলিশ  গোপাল চান দাস প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ্র উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যানসহ ৯টি ক্যাটাগরীতে জেলা ও উপজেলা এ্যাওয়ার্ড় প্রদান করেন এবং সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
অপরদিকে, নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ড্রাষি¦টর উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমানকে বিদায় সংবর্ধনা ও নবাগত জেলা প্রশাসক হারুন অর রশীদকে বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চেম্বার ভবনে চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান, নবাগত জেলা প্রশাসক হারুন অর রশীদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক অমীয় কুমার দাস, দীপক কুমার সরকার, ফরহাদ হোসেন চকদার প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিদায়ী জেলা প্রশাসক ও নবাগত জেলা প্রশাসককে ফুলেল সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেন।#


সাউথ বেঙ্গল কারাতে এসোসিয়েশন অফ বাংলাদেশের ঝিকরগাছার কমিটি গঠন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ‘কারাতে শিক্ষা হোক সকল অনৈতিক ও মাদক মুক্ত সমাজ গড়ার হাতিয়ার, আসুন কারাতে শিখি, সুস্থ সুন্দর সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে নিয়ে সাউথ বেঙ্গল কারাতে এসোসিয়েশন অফ বাংলাদেশের ঝিকরগাছার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোই শনিবার সকাল ১১টার সময় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের প্রধান কোর্স ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের আয়োজনে অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন কারাতে কোর্স প্রধান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শেখ মোঃ ওয়ালিউর রহমান সহ-সভাপতি-১, শওকত সরদার সহ-সভাপতি-২, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, ইমরান হাসান টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক, আকবার আলী সাংগঠনিক সম্পাদক, ইব্রাহীম হাসান রবিন কোষাধাক্ষ, মিলন কবীর প্রচার সম্পাদক, হুসাইন মিলন দপ্তর সম্পাদক, আনন্দ মোহন দেব সাহিত্য ও সাংস্কুতিক বিষয়ক সম্পাদক, রাশেদুল ইসলাম তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সুুরক্ষা কোর্চে অংশ নিতে বিএসএফ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ নিতে ভারতীয় বিএসএফের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।শনিবার(০৬ জুলাই) দুপুর ১২ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে বিএসএফ প্রতিনিধি দল বেনাপোল  চেকপোস্ট নোমান্সল্যান্ডে  পৌছালে  বিজিবি  তাদেরকে ফুল দিয়ে অর্ভথ্যনা  জানায়। পরে বিভিন্ন সংস্থ্যার  নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে গন্তব্যে উদ্দেশ্যে নেওয়া হয়।

রোববার (০৭ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত চটগ্রামের বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে সীমান্তসুরক্ষা কোর্চ অনুষ্ঠিত হবে।

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের টুআইসি অরুন কুমার ভার্মার নেতৃত্বে প্রতিনিধি দলে নয় ডেপুটি কমান্ডার রয়েছেন।বিজিবি সুত্রে জানা যায়,  সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ গ্রহনের মাধ্য দিয়ে যেমনি বিএসফ কর্মকর্তা বিজিবির কর্মকর্তাদের কাছ থেকে ভাল কিছু কৌশল শিখতে পারবে তেমনি পরামর্শ বিনিময়ে বিজিবি কর্মকর্তাও অভিজ্ঞতা অর্জন করবেন। এতে যেমন  মাদক দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ রোধ হতে বড় ভুমিকা রাখবে। তেমনি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক সোহার্দ্য ও আস্থা বৃদ্ধি পাবে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিএসএফ কর্মকর্তাদের আগমনের বিষয়টি  নিশ্চিত করে জানান,কোর্চ শেষে আগামী ১৮ জুলাই ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তন করবেন।

নওগাঁয় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী  মধু বেগম আটক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী মোছা. মধুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার লক্ষীপুরা গ্রামের আবুল হোসনের স্ত্রী।  শুক্রবার দুপুরে পুলিশ লাইনে, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এক সংবাদ সম্মেলনে জানান, ডিবির ওসি সামসুদ্দিনের  নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ  বুধবার সকালে মান্দায় এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিওিতে জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী মান্দার ফেরিঘাটে মাদবদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার জন্য অবস্থান করছিলো।
পরে ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩টি নীল রঙের জারকিনের মধ্যে অভিনব কায়দায় রাখা ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ৩জনের দেয়া তথ্য মোতাবেক গাজীপুর জেলার জয়দেবপুর থানার লক্ষীপুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী মোছা. মধুকে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আবারও সানসিটি হোটেল বেনাপোল থেকে পুলিশ কনষ্টবল সহ এক যুবতী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল আবারও সানসিটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনষ্টবলকে অবৈধ মেলামেশার দায়ে এক যুবতীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদের আটক করে।

আটককৃত পুলিশ এর নাম রবিউল ইসলাম। সে নাভারন হাইওয়ে পুলিশের কনষ্টবল এবং আটক যুবতী মিম (২৫) বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের মিজানুর এর মেয়ে এবং পিমা নামে একটি সিকিরিউটি কোম্পানির সে নিরাপত্তা প্রহরী।

বেনাপোল পোর্ট থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সানসিটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের ভিতর নাভারন হাইওয়ে পুলিশ কনষ্টবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত পিমা নামে একটি সিকিউরিটি কোম্পানির মহিলা নিরাপত্তা প্রহরী মিম নামে এক যুবতীকে আটক করা হয়।

স্থানীয়রা জানায় মিম স্বামী পরিত্যাক্তা। তার একটি ৪ বছরের মেয়ে আছে। অভাব অনটনের সংসারে সামান্য বেতনে চাকরির পাশাপাশি সে অবৈধ কাজ করে থাকে বলে শোনা যায়। আজতো ধরা পড়ার পর তার প্রমান মিলেছে। তার পৈত্রিক বাড়ি যশোর পুলের হাট। সে বেনাপোলে গাজিপুর এলাকায় ভাড়া থাকে।

সানসিটি হোটেলে এর আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় এলাকাবাসি। সানসিটি হোটেলের মালিক রাশেদুজ্জামান রাসেল বন্দর প্রেসক্লাব বেনাপোলের সদস্য।

বেনাপোল পোর্ট থানার এস আই লতিফ ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমি এবং আমার থানার এএসআই শরিফুল তাদের সানসিটি হোটেলের কক্ষ থেকে হাতে নাতে আটক করি।

এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন আমি বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্থ করা হবে। আইনগত দিক বিবেচনা করলে তার চাকরি থাকবে না।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget