আইডিপির ম্যানেজারের অপসারনের দাবীতে নওগাঁয় মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আইডিপি আদিবাসী প্রকল্পের প্রোগাম ম্যানেজার আলবেরী কুস খালকো ও কর্মি সংগঠক সুদেব মিস্ এর অপসারনের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাদেবপুর তৃণমূল আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আইডিপি আদিবাসী প্রকল্পের শিক্ষা সহায়তা প্রদানের জন্য মহাদেবপুরের আইডিপি আদিবাসী প্রকল্পের কর্মি সংগঠক সুদেব মিস ও প্রোগাম ম্যানেজার আলবেরী কুস খালকোম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র বিপ্লব তির্কী প্রিন্সকে শিক্ষা সহায়তা দেয়ার নামে বিভিন্নভাবে হয়রানি করে। এবং তার কাছ থেকে উৎকোচ দাবী করেন। উৎকোচের টাকা না দিতে পারায় তার শিক্ষা সহায়তা স্থগিত করা হয়। এছাড়াও এসময় ওই দুই কর্মকর্তার বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তাদের অপসারণের দাবী জানানো হয়।
মানববন্ধনে বিপ্লব তির্কী প্রিন্স বলেন, অনেক কষ্টে লেখাপড়া করেছি। শিক্ষা সহায়তা পেলে তার খুব উপকার হতো। কিন্তু উৎকোচ না দেয়ায় আমি শিক্ষা সহায়তা থেকে বঞ্চিত হয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিক্ষা সহায়তা দেয়ার অনুরোধ জানান তিনি।