রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশনের দাবীতে নওগাঁয় কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
নওগাঁ প্রতিনিধিঃ কেন্দ্রীয় কমিটির সিধান্ত মোতাবেক রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন প্রাপ্তির দাবীতে নওগাঁয় ৩টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মানব বন্ধন কর্মসুচী পালন করেছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশ জেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক এ,কে এম জুয়েল, নওগাঁ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশানের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবু, ধামইরহাট পৌরসভার কর্মকর্তা কর্মচারী এ্যাসেসিয়েশানের সভাপতি দেওয়ান হাবিবুল ইসলাম, রাখি সুলতানাসহ ৩টি পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন প্রাপ্তির দাবী জানান। এসময় পৌরসভার সকল কার্যাক্রম বন্ধ ছিল।