Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ সদর থানায় যোগদানের এক মাসেই ওসির চমক, ৫২২জনকে গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি: বর্তমানে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত সোহরাওয়ার্দী হোসেন। নাটোর গুরুদাসপুরে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে  দর্শন বিভাগ থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করে ২০০১ সালে পুলিশের সাবইন্সপেক্টর পদে যোগদান করেন তিনি। চাকুরী সূত্রে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এবং ঢাকা মেট্রপলিটন পুলিশে অত্যন্ত চৌকস পুলিশ অফিসার হিসেবে বেশ সুনাম অর্জন করেন। এরপর ২০১৯ সালের ২৩শে জুন নওগাঁ সদর থানায় ওসি হিসেবে যোগদান করেন। নওগাঁ সদর থানায় যোগদানের দিনই একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। উপজেলার শৈলকুপা গ্রামে রাসেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে গলাকেটে হত্যা করা করা হয়। খুনের ঘটনানাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করার আগেই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দক্ষতার প্রমান দেন তিনি। খুনের সাথে জড়িত ৩ জন আসামী বর্তমানে জেল হাজতে রয়েছেন। 
নওগাঁ সদর থানায় যোগদানের পরেই তিনি মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি, ছিনতাই, রাহাজানি ও জুলুমবাজের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেন। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন এলাকায় তার পুলিশি এ্যাকশন। গত একমাসে বিভিন্ন মামলার ৫২২জনকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি। জানাগেছে,  রোজার ঈদকে সামনে রেখে গত ১৯জুন মো: শাহিন হোসেন (২৯) নামের এক ব্যক্তি জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। ঘটনার খবর পেয়ে ওসির নেতৃত্বে এসআই নাজমুল জান্নাত শাহ পার নওগাঁ মেরী গোল্ড পাড়া থেকে শাহিন হোসেনকে দুই লাখ ৩০হাজার ৮শত টাকা সহ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এছাড়া পাহাড়পুর বাজার হতে রাসেল হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে ২হাজার টাকা জাল নোট সহ আটক করা হয়। অপরদিকে, গত ৩০ মে পাহাড়পুর হতে ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫জন ডাকাতকে দেশীয় অস্ত্র সহ আটক করে এসআই জালাল হেসেন। চৌকাস পুলিশ অফিসার সোহরাওয়ার্দী হোসেন নওগাঁ সদর থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে শুরু করেন চিরুনি অভিযান। গত এক মাসে তিনি মাদক মামলার সাথে জড়িত ৯৭জন, জিআর/সিআর পরোয়ানাভুক্ত আসামী ৩২৪জন, বিভিন্ন মেয়াদে জিআর/সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ৭জন, খুনের মামলায় গ্রেফতার ৩জন, ডাকাতি প্রস্তুতিকালে ৫জন ডাকাত, পূর্বের মামলায় ২৮জন, ৩৪ধারায় ২৩জন, জাল টাকা সংক্রান্তে গ্রেফতার ২জন,  ভ্রাম্যমান ৩১জন এবং বাল্য বিয়ে সংক্রান্তে ১জনসহ মোট ৫২২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। এছাড়া, বাল্য বিয়ে রোধ সংক্রান্ত ভ্রাম্যমান আদালতে ৪৫হাজার টাকা আদায়, বিভিন্ন মাদক সেবী ও অপরাধীকে  ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়। এবং ২লাখ ৩২হাজার ৮শত টাকার জালনোট উদ্ধার করা হয়। এছাড়া, মোটর সাইকেল প্রসিকিউশন ৯৮টি, ১ কেজি ১৭০গ্রাম গাজা উদ্ধার, ২০৭পিস ইয়াবা, ২৪৮গ্রাম হেরোইন, ৫০পিচ এ্যাম্পুল,  ৩ বোতল ফেনসিডিল ও ৮৮লিটার চোলাই মদসহ প্রায় সাড়ে ৯লাখ টাকার মাদক দ্রব্য উদ্ধার করা হয়। নওগাঁ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, আমি নওগাঁ সদর থানায় যোগদানের পর থেকে দেখি প্রচুর মামলা জমা পড়ে আছে। এর মধ্যে মাদক মামলা বেশি আমি আমার পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসামিদের আটক করতে সক্ষম হই। এবং তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে বর্তমানে তারা জেল হাজতে আছে। এ মাসেই ৬৩টি মাদক মামলা রুজু হয়েছে। অভিযান অব্যহত রয়েছে, আশা করছি কয়েক মাসের মধ্যেই সদর থানাকে আমরা মাদক মুক্ত করতে পারব।

নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীদের খেলাধূলার প্রতি আগ্রহী করা এবং মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। উপজেলা পর্যায়ে বিজয়ী দল জেলা এবং জেলা পর্যায়ে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। তার ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে। রবিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-১ গোলে বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয় এবং মেয়েদের বিভাগে সিংড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এম মাহবুবুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, অন্যান্য শিক্ষা কর্মকর্তা ও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। টুর্নামেন্টে উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়েদের দল অংশ গ্রহণ করে। গত ২৫ জুন এই টুর্নামেন্ট শুরু হয়।

নওগাঁর ধামইরহাটে রিফাত হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: সম্প্রতি বরগুনায় প্রকাশ্য দিবালোকে সরকারি কলেজ চত্বরে স্ত্রীর সামনে রিফাত শরীফকে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত রবিবার সকাল ১১টায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানব সেবা’র আয়োজনে ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, পৌর কাউন্সিলর মো. মুক্তাদিরুল হক, উপজেলা শাখার যুবলীগের সভাপতি মো. জাবেদ হোসেন মৃদু, আ’লীগ নেত্রী আনজু আরা, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা এম.কে. জিন্নাহ চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক, মেহেদী হাসান, মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক, তারিকুল ইসলাম, সদস্য মাসুদ রানা, পিহাম, ব্যাবসায়িক মুন্নাফ হোসেন, আবু সাঈদসহ বিভিন্ন স্থরের বক্তাগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা রিফাত শরীফকে নৃশংসভাবে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্ব্বোচ শাস্তি ফাঁসির দাবি জানান।

নওগাঁয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় এ উপলক্ষে মুক্তির মোড় হতে একটি বিক্ষোভ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে । পরে মুক্তির মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর আয়োজন করেন। বাসদ নওগাঁ জেলা শাখার সভাপতি মঙ্গল কিসকু এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল,আদিবাসী নেতা কালিপদ সরকার,জহির রায়হান চলচিত্র সংসদের সাধারন সম্পাদক রহমান রায়হান, জাসদ নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজাদ হোসেন মুরাদ প্রমূখ। সমাবেশে বক্তারা, জীবনবাজী রাখা ত্যাগী সেইসব আদিবাসী নেতাদের আতœার শান্তি কামনা করেন এবং বর্তমান আদিবাসীদের উপর দমন নিযাতন ও হত্যার বিচার সহ বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন

নওগাঁয় লেখালেখি, শুদ্ধ উচ্চারন ও নেতৃত্বের গুনাবলী বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে লেখালেখি, শুদ্ধ উচ্চারন, নেতৃত্বের গুনাবলী ও বিকাশ বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দাবী মৌলিক উন্নয়ন সস্থ্ বাস্তবায়িত পি কে এস এফ’র অর্থায়নে ক্রীড়া ও সাংস্কৃতি কর্মসূচীর আওতায় এই কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার দুপুর ৩টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কাযনির্বার্হী পরিষদের সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন। ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর ফোকাল পার্সন এজেএমএম আলমগীর, স্কুলের সহকারী শিক্ষক মনোরঞ্জন দাস, আখতারুন নেছা, সামছুননাহার, আয়েশা সিদ্দিকা, নাজমা বেগম, নাসরিন আরা, সঞ্জয় কুমার, দাবীর প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম এবং কর্মকর্তা সাধন কুমার উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে একই কর্মসূচীর আওতায় বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নধীন এনায়েতপুর-চকাবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ কায়েস উদ্দিন।

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের মতবিনিময়

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় আত্রাই প্রেসক্লাব সভা কক্ষে আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সরকারে উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন নওগাঁ জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার রুপ কুমার বর্মন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ছাবেদ আলী রানা, আল আমিন, ফিরোজ হোসেন, ওমর ফারুক, মজিদ মল্লিক, রুহুল আমীন, তপন কুমার সরকার প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget