Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর পতœীতলায় শিশু মেলা ২০১৯ এর উদ্বোধনী  উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ জেলা তথ্য অফিস নওগাঁর আওয়াজনে পত্নীতলায় উপজেলা প্রশসনের সহযোগীতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী শিশু মেলা- ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান  গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। শিশু মেলা উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধীন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), একাডেমিক সুপার ভাইজার মোরশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, জেলা তথ্য অফিসার নওগাঁর  আবু সালেহ মো. মাসুদুর ইসলাম, সহকারী জেলা তথ্য অফিসার বাবু রুপ কুমার বর্মণ, উপজেলা আওয়মীলীগের যুগ্ম-সম্পাদক শিবনাথ চৌঃ, শিক্ষক মোসা. মরিয়ম বেগম, সাংবাদিক দিলিপ চৌহান প্রমূখ। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নওগাঁর রাণীনগরে শিখন-অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিখন-অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ হল রুমে ‘যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্প’র আওতায় এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোফাখ্খার হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’র সভাপতি রাষ্ট্রদূত (অব:) হুমায়ুন কবীর, মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, উপ-পরিচালক আশীষ বণিক, রাজশাহী-নওগাঁ জেলা সমন্বয়কারি আজিজুর রহমান, শের-এ বাংলা সরকারি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাহানাজ বেগম, গারস্থ্য বিজ্ঞান বিভাগের প্রভাষক রোকসানা পারভিন, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট রাণীনগর উপজেলায় গত প্রায় দুই বছর ধরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে ‘সহনশীল, সহযোগিতা ও সৌহার্দ্য-সম্প্রীতি’ বিষয়ের উপর দেয়ালিকা প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগীতা, বিভিন্ন ধরণের খেলা-ধুলা ও কুইজ প্রতিযোগীতাসহ নানা কর্মসূচি নিয়ে কাজ করে আসছিলেন। কর্মসূচি গুলো সম্পূর্ণ শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা কতটুকু শিখলেন বা জানলেন এবং এসকল বিষয়ের উপর তাদের অভিজ্ঞতা’র আলোকে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে  সমাজসেবা কার্যালয়ে অবস্থিথ উপজেলা সমাজকল্যাণ পরিষদের ৪৮, ৪৯ ও ৫০ ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি গনপতি রায় ৩টি ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার ও সমাজকল্যাণ পরিষদের সদস্য সচিব সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, কম্পিউটার প্রশিক্ষক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃ খনন ধামইরহাট মঙ্গল খাল পুনঃ খনন হওয়ায় খুশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উপকারভোগী কৃষকরা


আশরাফুল নয়ন, নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলার ‘মঙ্গল খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ এর টেইসই প্রকল্পের আওতায় এলজিইডি’র মাধ্যমে খাল পুনঃ খনন করা হয়েছে। খাল খনন হওয়ায় উপকৃত হচ্ছেন হাজারো কৃষক ও সমিতির সদস্যরা। পৌনে ১০ কিলোমিটার খালের মধ্যে ৪ কিলোমিটার পর্যন্ত খাল খনন করা হলেও বাকী খাল পুনঃ খননের দাবী জানিয়েছেন সদস্যরা।
জানা গেছে, ধামইরহাটের মধ্যে দিয়ে প্রবাহিত মঙ্গল খাল। সর্বশেষ ২০০৪-০৫ সালে খালটি খনন করা হয়। এরপর দীর্ঘ ১৩ বছরে খালটি খনন না করায় পলিজমে ভরাট হয়ে যায়। এতে করে সামান্য পানিতেই খাল উপচে পানি প্রবাহিত হয়ে ফসলি জমি ও বাড়িঘর ডুবে যেতো। এই সমস্যা থেকে উত্তোরনের জন্য ২০১৮-১৯ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ‘টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খনন কাজটি করে ‘ধামইরহাট মঙ্গল খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। মঙ্গল খাল পৌনে ১০ কিলোমিটারের মধ্যে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার ঘুকসি খালের মূখ জিরো পয়েন্ট মঙ্গল খালের মূখ থেকে মালাহার গ্রামে ৪ কিলোমিটার খালটি পুনঃ খনন করা হয়। খাল খনন হওয়ায় উপজেলার উমার ইউনিয়নের মঙ্গলকোটা, তালঝাড়ি, বিয়াডাঙ্গা সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার কৃষক সুবিধা ভোগ করবেন। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে খননকৃত খালের উপড় দিয়ে পারাপাড়ের জন্য কয়েকটি বাঁশের সাঁকোও নির্মান করা হয়েছে। 
সুন্দ্রা গ্রামের সুবধাভোগী ও কৃষক আব্দুল কাদের বলেন, দীর্ঘ দিনে খালে পলি জমায় ভরাট হয়ে গেছে খালটি। এতে খাল থেকে পানি উপচে প্রবাহিত হয়ে ফসল ডুবে যায়। এছাড়া বন্যায় বাড়িঘরও ডুবে যায়। গত দুই মাস হলো খালটি খনন করা হয়েছে। এর আগে খালে পানি থাকতো না। আমার ৭ বিঘা জমিতে আবাদ করতে গিয়ে বড়ই সমস্যার মধ্যে পড়তো হতো। কিন্তু খাল খননের পর সুবিধা হয়েছে। এবারে অনাবৃষ্টিতে খাল থেকে সংগৃহিত পানি দিয়ে আউশের আবাদ করতে পারব।
সুবিধাভোগী ও কৃষক মিজানুর রহমান বলেন, বিগত বছরের পানি সংকটে আবাদ করতে কষ্ট হতো। আষাঢ়ের ভরা মৌসুম, এখনও বৃষ্টি নাই। এই খাল থেকে পানি নিয়ে ধানের চারা (বিছন) রোপন করেছি। এছাড়া জমিতে পানি দিয়ে হাল চাষের প্রস্তুতি নিচ্ছি। এই খাল খননের ফলে আমরা খুবই উপকৃত হয়েছি।
বিহারীনগর গ্রামের উপকারভোগী সেলিম মাহমুদ রাজু জানান, এবারে খাল পুনঃ খননটি দৃশ্যমান হয়েছে। এই মঙ্গল খালের আওতায় তার ১২ বিঘা জমি আছে। খালটি দীর্ঘদিন পর পুনঃ খনন হওয়ায় আমরা অনেক উপকৃত হবো। খালের দুইপারে অনেকটা রাস্তার মতো হচ্ছে। এছাড়া খালের এপাড় থেকে ওপাড়ে যেতে মাঝে মধ্যে বাঁশের সাঁকো তৈরী করে দেয়া হয়েছে। যাতে আমাদের উৎপাদিত ফসল অনায়াসেই ঘরে তুলতে পারি।
মঙ্গল খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি নুরুজ্জামান বলেন, উমার ইউনিয়নের কয়েক হাজার কৃষক এই খাল থেকে সুবিধা ভোগ করবেন। খালের নিকটে যারা বসবাস করেন তারাই বেশি সুবিধা ভোগ করবেন। রবি মৌসুমে খাল থেকে পানি নিয়ে চাষাবাদে সুবিধা পাওয়া যাবে। এছাড়া নিজেদের আর্থ সামাজিক উন্নয়নে খালে আমরা মাছ চাষ ও হাঁস পালনের উদ্যোগ নিবো। বাকী যে ৬ কিলোমামিটার খাল আছে সেটুকুও যেনো সরকার পুনঃ খনন করে দেন এই দাবী করেন তিনি।
সার্ভেয়ার হাসান তৌফিক ইমাম বলেন, ঘুকশি খাল জিরো পয়েন্ট থেকে মঙ্গল খালের প্রথম ২ কিলোমিটার খালের নিচের প্রস্থতা ১৪ ফুট এবং ২ কিলোমিটার শেষ থেকে পরের ১ কিলোঃ ৮শ মিটার পর্যন্ত নিচের প্রস্থতা ১০ ফুট এবং  শেষের ২শ মিটার খালের নিচের প্রস্থতা ৬ ফুট পর্যন্ত। এভাবে ৪ কিলোমিটার খাল পুনঃ খনন করা হয়েছে। খালের গভীরতা জিরো থেকে ক্ষেত্র বিশেষে ৪/৫ ফুট পর্যন্ত করার নিয়ম। কিন্তু কাজ করতে গিয়ে প্রস্থতার দিকে খনন একটু বেশি করা হয়েছে। 
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রকৌশলী আলী হোসেন বলেন, সমিতির সদস্যরা খাল পুনঃ খননের জন্য একটি রেজুলেশন তৈরী করে আমার কাছে জমা দেন। সেটি নির্বাহী প্রকৌশলী বরাবর দাখিল করা হলে খাল পুনঃ খননের বরাদ্দ আসে। সে প্রেক্ষিতেই খালটি পুনঃ খনন করা হয়।
তিনি আরো বলেন, সমিতির ২২ টি শ্রমিক দল চুক্তিবদ্ধ হয়ে এই খাল পুনঃ খননের কাজ সম্পন্ন করেন। সমিতির  ৫২২ জন সদস্য এই কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। খাল পুনঃ খননে স্ক্যাবেটর দিয়ে ৭০ শতাংশ এবং সুবিধাভোগী শ্রমিকদের দিয়ে ৩০ শতাংশ কাজ করা হয়েছে। খাল খননের ফলে ওই এলাকার কৃষির প্রসার ঘটানো, মৎস্য চাষ ও হাঁস পালনসহ অন্যান্য সুবিধা পাবে। এতে করে সমিতির সদস্যের আর্থসামাজিক উন্নয়ন হবে। এছাড়া বাঁকী যে খাল রয়েছে নতুন করে বরাদ্দ আসলে সেগুলো পুনঃ খনন করা হবে। তবে একটি পক্ষ আমাদের কাছে সুবিধা না পেয়ে কাজের বিষয় নিয়ে নানা গুজব রটিয়েছে।


----পুলিশ সুপার- ইকবাল হোসেন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকায় সামাজিক অপরাধ দমন সম্ভব
সোমবার থানা  চত্বরে ওসি জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকায় সামাজিক অপরাধ দমন সম্ভব। এ সময় অতিরিক্তি পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, কমিউনিটি পুলিশিয়ের সাধারণ সম্পাদক এটিএম বদিউল আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক অরিনদম মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান শিক্ষক আকতার বানুকে আহবায়ক ও নারী নেত্রী আঞ্জুয়ারাকে সদস্যসচিব করে মহিলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক কমিটি ঘোষণা করেন পুলিশ সুপার ইকবাল হোসেন।

ধানের পর এবার মরিচেও লোকসান
আদমদীঘিতে মাত্র ১২ টাকা কেজিতে কাঁচা মরিচ হতাশ কৃষকরা

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় ধানের লোকসান কাটিয়ে উঠতে লাভের আশায় মরিচ চাষ করেও কৃষকরা লোকসানের হাত থেকে রেহায় পাচ্ছেন না। চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাজারে দাম কম হওয়ায় কৃষকরা লোকসানে পড়েন। সেই লোকসানকে পুষিয়ে নিতে তারা কাঁচা মরিচ চাষে ঝুঁকে পড়েন। কিন্তু বর্তমান বাজারে মাত্র ১২ টাকা কেজিতে মরিচ বিক্রি করায় ধানের লোকসান পুষিয়ে নেয়াতো দুরের কথা মরিচ চাষে উৎপাদন খরচই তুলতে পারছেন না। এখানেও কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। ফলে তারা হতাশায় পড়েছেন।

আদমদীঘি উপজেলার কোমারপুর, মঙ্গলপুর, জিনইর, কাশিমালা, শিবপুর, কড়ই, সালগ্রাম, আমইল, তেতুলিয়া, ছাতিয়াগ্রামসহ বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে ১৮৮বিঘা জমিতে মরিচ চাষ করা হয়। বিগত বছরের তুলনায় এবার মরিচ চাষের পরিমান বেশী ছিল। এখানকার মরিচ ঢাকা চট্রগ্রাম সিলেট কক্স্রবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে সরবরাহ করা হয়ে থাকে। আমইল গ্রামের মরিচ চাষী জাহাঙ্গীর আলম জানায়, ইরি বোরো ধান বাজারে কম দাম পাওয়ায় সেই লোকসান পুষিয়ে নিতে এবার বেশি জমিতে মরিচ চাষ করা হয়েছে। এক বিঘা জমিতে মরিচ চাষে জমি তৈরী লাগানো, ফসলে খাবার, পোকা দমনে ঔষধ প্রয়োগ, পরিচর্যা শ্রমিকের মজুরীসহ বিভিন্ন খাতে প্রায় ২৫ হাজার টাকা খরচা হয়ে থাকে। কিন্তু মাত্র ১২ টাকা কেজিতে মরিচ বিক্রি করে উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছেনা। সালগ্রামের মরিচ চাষী হামিদুল ইসলাম সাড়ে ৮হাজার টাকা খরচ করে ১০শতক জমিতে মরিচ চাষ করে দাম কম পাওয়ায় হতাশায় পড়েছেন। 

কাঁচা মরিচ পাইকার ব্যবসায়ী সোহেল ও ফারুক হোসেন জানায়, আদমদীঘি এলাকা থেকে কক্্রবাজার, সিলেট, কুমিল্লা, চট্রগ্রাম রিয়াজ উদ্দিন বাজার, ঢাকার কাওরান বাজার, মিরপুর, চৌরাস্তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় আড়াই হাজার মন কাঁচা মরিচ ট্রাক যোগে সরবরাহ করা হয়।  বাজারে কাঁচা মরিচের অধিক সরবরাহ ও পাইকার কম থাকায় মূল্য কমে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবি মিঠুন চন্দ্র অধিকারি জানায়, এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে সরবরাহ বেশি কিন্তু পাইকার বা ক্রেতা কম থাকায় কাঁচা মরিচের দাম কিছুটা কমে গেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget