নওগাঁ বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আইপাস বাংলাদেশ ইউকে এইড আর্থিক সহায়তায় ও বি এন এন আরসি’র কারিগরি সহায়তায় বরেন্দ্র রেডিও’র আয়োজনে ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নিয়ে পরিবার পরিকল্পনা দীর্ঘ মেয়াদী পদ্ধতি ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র রেডিও’র স্টেশন ম্যানেজার সুব্রত সরকারের এর সভাপতিত্বে ও সুব্রত কিশোর হালদারে সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আশীষ কুমার সরকার । এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শিকা জনাব, মোসা: লুৎফন নেছা, উপ সহকারী মেডিকেল অফিসার বিলকিস বানু, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেশমা আক্তারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় উঠান বৈঠকে অংশগ্রহনকারীদের নারী, নব দম্পতি ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বয়:সন্ধিকাল । বাল্যবিবাহ ও পরিবার পরিকল্পনা দীর্ঘ মেয়াদী ও প্রজনন স্বাস্থ্য এবং মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ দেয়া হয় ।