Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বর্নাঢ্য শোভাযাত্রা এবং আলোচনাসভার মধ্যে দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহি এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এবং জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এম পি মো. আব্দুল মালেক। এর আগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত আলোচনসভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এবং নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, আওয়ামীলীগ প্রবীন নেতা নির্মলকৃষ্ণ সাহা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক মো. জালাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারন সম্পাদক মোহাম্মদম আলী, জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের হাজার হাজার নেতাকমর্রিা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামীলীগ অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র ও হাতি সন্নিবেশিত এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আওয়ামীলীগ অফিস চত্বরে এসে শেষ হয়।

বাগআঁচড়া টু বাঁকড়া সড়ক এখন মরন ফাঁদ ! আতঙ্কে এলাকাবাসী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বাগআঁচড়া টু বাঁকড়া একটি ব্যাস্ততম সড়ক। এই সড়কে প্রতিদিন আনুমানিক দশ হাজার মানুষ চলাচল করে । এছাড়া এই ব্যাস্ততম সড়কে চলে ভ্যান, অটো, প্রাইভেট, ট্রাক সহ ভ্রাী যানবাহন। ব্যাস্ততম এই সড়কটির বাগআঁচড়া থেকে এক কিলোমিটার দূরে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কাঁদাভাঙার মোড় নামক স্থানে একটি কালভার্ট ভেঙ্গে পড়ছে দিনে দিনে।
 
দিনের বেলাই চলাচলরত মানুষের চোখে পড়ার জন্য কালভার্টের ভাঙ্গাস্থানে লাল ফ্লাক দিয়ে সতর্কতার চিহ্ন উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাত্রে অনেক সাইকেল ভ্যান সহ বিভিন্ন যানবাহন এবং সড়কে চলাচলরত মানুষের ঐ ভাঙ্গা স্থানে পড়ে যেতে দেখা যাচ্ছে । পথচারীদের চরম দুর্ভোগে পৌঁছে দিয়েছে সড়কের ঐ স্থানের ক্ষতটি। দীর্ঘ দিন ধরে ঐ অবস্থায় পড়ে থাকায় সড়কে চলাচলকারী যানবাহন সহ পথচারীদের গলার কাটা হয়ে আছে সড়কটি। কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় এটি একটি মরন ফাঁদে পরিণত হয়েছে । এলাকাবাসির অভিযোগ ভাটার মাটি বাহি ট্রাক এই পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী ।
 
সরেজমিনে দেখা যায়, বাগআঁচড়া টু বাঁকড়া সড়কটি ব্যস্ততম হলেও এটি একটি গ্রামীন সড়ক। বাগআঁড়ার বুকচিরে ঝিকরগাছার শংকরপুর হয়ে উপজেলার বাঁকড়া বাজারে গিয়ে উঠেছে। এই সড়কে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন চলাচল করে। পায়ে হেটে এবং দু’চাকার বাইসাইকেল চলাচল করে অবাধে। গত কয়েক মাস ব্যাপী এই সড়কের কাদাভাঙ্গার মোড় নামক স্থানের একটি কালভার্ট একটু একটু করে ভাংতে ভাংতে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে।
 
প্রতিনিয়ত এইখানে মনের অজান্তেই দূর্ঘটনায় প্রতিত হচ্ছে সাধারণ মানুষ সহ বিভিন্ন ছোট বড় যানবাহন। দূঘটনা এড়াতে কালভার্টের ভাঙ্গা এরিয়াতে লাল ফ্লাক উড্ডয়ন করা হয়েছে কিন্তু এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ভাটার মাটি বহনকারী দুতগামী ট্রাককে দায়ী করলেও তারা কোন ভাবেই তা মানতে রাজী নন। ঝড়ের গতীতে তারা মাটি বহন করে ছুটে চলছে। ফলে ভাঙ্গা কালভার্টের স্থানটিতে ওই মাটি বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে চরম ভাবে দূর্ঘটনার শিকার হচ্ছে জন সাধারণ।
 
ব্যস্ততম এই সড়কের মাঝে এমন একটি ক্ষত গত কয়েক মাসেও কোন রকম মেরামত বা কর্তৃপক্ষের নজর না পড়ায় এক প্রকার হতাশা ব্যক্ত করেন এই সড়কে চলাচলকারী জন সাধারণ সহ স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবী কর্তৃপক্ষ যেন অনোতিবিলম্ভে সড়কের কালভার্টটি দ্রুতো সংস্কার অথবা নতুন করে তৈরীর করে মানুষের চলাচলের পথ সুগম করে দেন। তা না হলে ভাঙ্গাচোরা এই সড়ক অনেক বড় বিপাদ ডেকে আনতে পারে ।

পিরোজপুরে পরকীয়ার টানে স্বামীর ঘর থেকে স্বর্নালঙ্কার, টাকা লুট করে করে স্ত্রীর পলায়ন

রিপোর্ট : ইমাম বিমান: পরকিয়ার টানে শারমিন আক্তার সাথী পিতা শাহাদত হোসেন। মাতাঃ রেহেনা বেগম সাং বেলুয়া ডাঘর দিঘা থানা নাজিরপুর জেলা পিরোজপুর। সাইফুল ইসলাম রিপন পিতা আব্দুল রশিদ মাতা রশিয়া বেগম সাং রাজা বাড়ী থানা নেছারা বাদ জেলা পিরোজপুর। অনেক দিন যাবৎ পরকিয়া প্রেম করে আসছিল। 

এই ব্যাপারে সাথীর স্বামি জহিরুল ইসলাম (ফাহিম) বলেন,তার স্ত্রী সাথী অনেক দিন যাবৎ রিপনের সাথে পরকিয়া প্রেম ও শাররীক সম্পর্ক করে আসছিল। গত  তারিখ ১২/০৫/১৯ সাথী ও রিপনকে অপিত্তিকর অবস্থায় দেখতে পাই।সামাজিক ভাবে হেনস্থ না ওয়ার জন্য পারিবারিক ভাবে বসি তখন আমার স্ত্রী ক্ষমা চায় এবং আমাদেরকে বলে সে আর রিপনের সাথে কোন সম্পর্ক রাখবে না। তার কথার উপর ভিত্তি করে তাকে ক্ষমা করে দেই। তার অবৈধ সম্পর্কের কথা  আমার ইজ্জত রক্ষার্থে তাকে ক্ষমা করার পর আমার সরলতা ও অন্ধ বিশ্বাষকে পুজি করে আমাকে দূর্বল ভেবে সুযোগে আমার বসত ঘর থেকে পালিয়ে যায়। ঘটনার দিন সকাল বেলা উঠে দরজা খোলা পাওয়া যায় এবং ঘরের সব কিছু এলোমেলো দেখা যায়। তখন সাথীকে খোজা হয় কোথাও পাওয়া যায় না। ঘরের এলোমেলো জিনিস গোছাতে গিয়ে দেখা যায় তার ব্যবহারের জামা কাপড়,, ব্যবহারের দশ ভরি সোনা ও আমার মার ব্যবহারিত বারো ভরি চার রতি সোনা নিয়ে চলে যায়। আমার বাড়ী থেকে সকালে পালিয়ে গিয়ে বিকেল বেলায় আমার স্ত্রী  আমাকে ফোন দিয়ে বলে আমার কাবিনের টাকা আগামী কালকের মধ্যে না পেলে তর নামে মামলা করে টাকা নিব ও তর চাকরীও খাব। 

তার কিছু দিন পর রিপন ও সাথী অনলাইন যোগাযোগ ফেসবুক এর মাধ্যমে আমার কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা আদায় করে। আমি বিভিন্ন সময় জানতে পারি রিপন, সাথীকে দিয়ে বিভিন্ন হোটেলে দেহ ব্যবসা করায়। সাথী,রিপন ছাড়া ও আরো কয়েকটি বিয়ে করেছে বলে প্রমান আছে। দেহব্যবসা ও বিভিন্ন মানুষকে ব্লাকমেইল করেন তারা। তাদের সাথে যুক্ত হয়ে কাজ করেন আর কয়েক জন। তারা হলেন, আব্দুল হালিম,মোঃ ওয়াসিম, আব্দুল রশিদ সহ আর কয়েক জন। তিনি আর বলেন, রিপন ওয়ালটন কাস্টমার কেয়ারে কর্মরত থাকা অবস্থায় সেখানে পুলিশ নারী ও মাদক ব্যবসা সাথে জড়িত থাকার কারণে তাকে আটক করতে যায়। পিরোজপুর সদরে অবকাশ হোটেলের কাইয়ুম বলেন, শারমিন আক্তার সাথী আমাদের হোটেলে মাঝে মাঝে রাত কাটান বিভিন্ন লোকের সাথে।

নওগাঁয় চলতি মওসুমে ৬ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে : ফলনের প্রত্যাশা ৭০ হাজার ২শ ৩৩ বেল

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁ জেলায় চলতি মওসুমে ৬ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কিছুদিন পূর্বে পাট চাষে কৃষকের আগ্রহ একেবারে কমে যাওয়ায় এ জেলায় পাট চাষ হারিয়ে যেতে বসেছিল। বর্তমান সরকারের পণ্য পরিবহন ও সংরক্ষনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামুলক করনসহ বেশ কিছু উদ্যোগ গ্রহনের ফলে কৃষি ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় এ জেলায় কৃষকের মধ্যে পাট চাষের আগ্রহ আবার ফিরে এসেছে।

এরই মধ্যে জেলার মান্দা উপজেলায় একটি টেক্সটাইল মিল স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এই টেক্সটাইল মিলটি চালু হলে পাটের চাহিদা বেড়ে গেলে এ জেলায় পাট চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেছেন জেলার ১১টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় চলতি মওসুমে উল্লেখিত পরিমান জমিতে পাট চাষ হয়েছে। সূত্রমতে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় কোন পাট চাষ হয় নি।

অবশিষ্ট ৮ উপজেলায় উপজেলাভিত্তিক পাট চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৫৫ হেক্টর, রানীনগর উপজেলায় ৮০ হেক্টর, আত্রাই উপজেলায় ১শ ৫৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ৫শ ৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১শ ১০ হেক্টর, পতœীতলা উপজেলায় ২শ ১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ২শ ১০ হেক্টর এবং মান্দা উপজেলায় ১ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে এ বছর জেলায় “ও” ৯৮৯৭, “ও” ৭২, “ও” ৪ এবং ভারতীয় কিছু জাতের পাট উৎপাদিত হয়েছে। প্রতি হেক্টরে ১১ দশমিক ৪২ েেবল হিসেবে এ বছর জেলায় উল্লেখিত পরিমান জমি থেকে মোট ৭০ হাজার ২শ ৩৩ বেল পাট উৎপাদিত হবে।

নওগাঁয় সোনালী ব্যাংক বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক মতবিনিময়সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সোনালী ব্যাংক রাজশাহী বিভাগের আওতাধীন বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট অঞ্চলের ডিজিএম, এজিএম ও শাখা প্রধানদের সাথে এক ব্যবসায়িক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুর ২টায় স্থানীয় মল্লিকা ইন হোটেল কনভেনশন মিলনায়তনে সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিস এই মতবিনিময়সভার আয়োজন করে।
 
সোনালী ব্যাংক লিমিটেড-এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
সোনালী ব্যাংক রাজশাহী’র জেনারেল ম্যানেজার মো. আমির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময়সভায় প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাং নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডিজিএম নূর মোহাম্মদ।
 
ব্যাংকের আমানত, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহক সেবা আরও জনগ্রাহ্য করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর।
 
এই মত বিনিময়সভায় নওগাঁ ও বগুড়া প্রিন্সিপাল অফিস, বগুড়া কর্পোরেট অফিস, জয়পুরহাট অঞ্চল প্রধানসহ বগুড়া জেলার ৩২টি, নওগাঁ জেলার ১৯টি এবং জয়পুরহাট জেলার ৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget