নওগাঁয় আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বর্নাঢ্য শোভাযাত্রা এবং আলোচনাসভার মধ্যে দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহি এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এবং জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এম পি মো. আব্দুল মালেক। এর আগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত আলোচনসভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এবং নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, আওয়ামীলীগ প্রবীন নেতা নির্মলকৃষ্ণ সাহা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক মো. জালাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারন সম্পাদক মোহাম্মদম আলী, জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের হাজার হাজার নেতাকমর্রিা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামীলীগ অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র ও হাতি সন্নিবেশিত এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আওয়ামীলীগ অফিস চত্বরে এসে শেষ হয়।