Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর-নজিপুর রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর-নজিপুর রোডে তিন বন্ধু বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সাগর (১৯), দুলাল হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ (১৯) ও গোলাম রসুলের ছেলে মোহাম্মদ রুহানি (১৮) নামের তিন বন্ধু সাগরের দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে মহাদেবপুর থেকে নিজ বাড়ি বিজয়পুরে ফিরছিলো। এসময় বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত এক যাত্রীবাহী বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মোহাম্মদ রুহানি ও মোহাম্মদ শরীফ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ শরীফকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহত তিনজনের বাড়ি মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, অজ্ঞাত যাত্রীবাহী বাস এসে তিন বন্ধুর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই বন্ধু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় এক বন্ধুর মৃত্যু হয়। যে বাসটি মটরসাইকেলে ধাক্কা মেরেছিল সেই বাসটিকে এখনো তারা শনাক্ত করতে পারেননি। বাসটি পালিয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯ এর শুভ উদ্ধোধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বুধবার সকাল ১১টায় শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে জেলা প্রশাসন এর আয়োজন করে। এ উপলক্ষে উদ্ধোধনী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম ও শিক্ষার্থী তৌফিক আল ইমরান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার প্রায় অর্ধ শতাধিক স্কুল কলেজের খুদে বিজ্ঞানীদের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

সান্তাহার মিশন বিদ্যালয়ে ৯১ ব্যাচের পুণর্মিলনী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মিশন প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯১ইং সালের (৫ম শ্রেণী) ব্যাচের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৯১ ব্যাচের বন্ধু ফোরাম গত শুক্রবার দিন ব্যাপি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটির আয়োজন করে। শুরুতেই ওই ব্যাচের সকল শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজন নিয়ে বিদ্যালয় প্রঙ্গনে উপস্থিত হয়ে সকাল ৯টায় একটি আনন্দ র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফিরে আসে। এরপর প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ, খেলাধূলা,র‌্যাফেল ড্র এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই ব্যাচের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনের মধ্যেদিয়ে আয়োজনটি শেষ হয়। এসময় পূণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেমস ব্রোজো, প্রাক্তন শিক্ষক জ্যাকব, দানিয়েলসহ ৯১ ব্যাচের শিক্ষার্থী রায়হান, রুমা, রাসেল, পল্লব, মুন, মামুন,আপেল, ইরা, মাহবুব, ইভা,লিমা, লাকি, হিরা, বাবু, ডেলা, রনি ও কলি প্রমুখ।

ঝালকাঠিতে জেলা পর্যায়ের ৩ দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু

রিপোর্ট : ইমাম বিমান:  ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে  ১১ জুন মঙ্গলবার জেলা পর্যায়ের তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। 
ঝালকাঠিতে জেলা পর্যায়ের ৩ দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু
 
ঝালকাঠি জেলা প্রশাসক কতৃক আয়োজিত বিজ্ঞানমেলা উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজ্ঞানমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতিকে বিজ্ঞান মনষ্ক করে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জণে অধিকতর বিজ্ঞান চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। 

জেলা প্রশাসন কতৃক আয়োজিত এ বিজ্ঞান মেলায় জেলার ৪টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব সহ ২২টি স্টল স্থান পেয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের অর্ধ শতাধিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। 

মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হামিদুল হক সহ উপস্থিত অন্যরা স্টলসমূহ পরিদর্শন করেন।  এছাড়াও মেলা উপলক্ষে বিজ্ঞান বিষয়ক আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ১০১১ পিস  ইয়াবা উদ্ধার বিজিবি সদস্য সহ আটক ৫

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিজিবি সদস্য সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। রোববার রাতে তাদের কাছ থেকে ১ হাজার ১১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানা পুলিশের মাধ্যমে জানাযায়, ০৯ জুন রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বাগড়ি এলাকায় লালমোন হামিদ মহিলা কলেজের সামনে থেকে পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে জাহিদ হোসেন নামের একজন বিজিবি সদস্যও রয়েছে, সে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত হওয়া গেলে তাকে সোমবার দুপুরে বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়। এ ঘটনায় রাজাপুর থানা পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যার নম্বর-৪
ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ১০১১ পিস  ইয়াবা উদ্ধার বিজিবি সদস্য সহ আটক ৫
 
উক্ত মাদক অভিযানে আটককৃত জাহিদুল উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের মোঃ মজলে আলী খান ওরফে কুট্টি দফাদারের ছেলে ও রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্য। অন্যরা হলো উপজেলার পশ্চিম চরবাগড়ি গ্রামের মৃত আজাহার আলী আকনের পুত্র জহিরুল ইসলাম জুয়েল (৪০), পারগোপালপুরের আব্দুল বারেক হাওলাদারের পুত্র মোঃ নজরুল ইসলাম (২৯), পাশ্ববর্তী ভান্ডারিয়া থানার চড়াইল গ্রামের আব্দুল লতিফ ব্যাপারীর পুত্র মোঃ সোহেল ব্যাপারী (২৮)। এছাড়াও এ ঘটনায় আটকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পাশ্ববর্তী ভান্ডারিয়া থানার ইকরী গ্রামের আব্দুল রফ সরদারের পুত্র মোঃ আসাদ হোসেন (৩৫) কে আটক করে পুলিশ ও রাজাপুর উপজেলার মৃত ইদ্রিস আলীর পুত্র মোঃ হাচান (২৫) পালাতক রয়েছে।

নওগাঁয় কারাগারে বন্দি কর্তৃক উৎপাদিত পণ্যের লভ্যাংশ্য ৫০জন কয়েদীর মাঝে বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: “রাখিব নিরাপদ দেখাব আলোর পথ” এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বন্দি সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে নওগাঁ জেলা কারাগারে সরকারী সিদ্ধান্ত মোতাবেক এই প্রথম শুরু হলো বন্দিদের দ্বারা উৎপাদিত পণ্যের লভ্যাংশের টাকা ৫০ জন কয়েদীর মাঝে বিতরণ কার্যক্রম। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেল সুপার মো. শাহ আলম খান, জেলার দেবদুলাল কর্মকার, ডেপুটি জেলার সাইদুল ইসলাম সহ অন্যান্য কারা কর্মকর্তাগণ। কারাগারে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত বন্দিদের দ্বারা বিভিন্ন ধরনের পণ্য যেমন তাতের লুঙ্গি, গামছা, বেকারীপণ্য, ফার্নিচার, পোশাক পরিচ্ছদ, কৃষি পণ্য, জৈব সার ইত্যাদি উৎপাদনে বিশেষ অবদানের জন্য পারিশ্রমিক হিসেবে প্রথম ধাপে ৫০ জন কয়েদী বন্দিকে ২০হাজার টাকা পারিশ্রমিক পি.সি (চৎরাধঃব ঈধংয) কার্ড বিতরণের মাধ্যমে প্রদান করা হয়। এর ফলে কারান্তরীন বিভিন্ন বন্দিগণ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণে যেমন উৎসাহিত হবে তেমনি তাদের মাঝে কারাগারে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে ও অন্যান্য কাজের প্রতি কর্মস্পৃহা বৃদ্ধি পাবে বলে সকলে মনে করেন। নওগাঁ কারা কর্তৃপক্ষের এ ধরনের বন্দি সংশোধন ও পুনর্বাসনমূলক কার্যক্রম প্রশংসিত হচ্ছে সকল মহলে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget