Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


যশোরের বেনাপোলে মদ সহ ভারতীয় নাগরিক আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে প্যাচেনজার টার্মিনাল থেকে ৮ বোতল মদ সহ রাকেশ রায় (১৯)নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে।সে উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া থানার জামদানী গ্রামের সুরনজন এর ছেলে। তার পাসপোর্ট নং এস ৭১৯১৩৯১।

আটক রাকেশ রায় পাসপোর্টে বিজনেস ভিসা লাগিয়ে প্রতিদিন শাড়ি থ্রিপিস ও কসমেটিক  মালামাল নিয়ে বাংলাদেশ কাস্টমস কে ম্যানেজ করে বেনাপোল বাজারে বিক্রি করে থাকে। এ দিকে অনেকেই জানিয়েছেন শুধু রাকেশ রায় কেন এর মতো আরো প্রায় ৬০/৭০ জন ভারতীয় নাগরিক আছে তারা বিজনেস ভিসা লাগিয়ে বাংলাদেশ কাস্টমস কে ম্যানেজ করে প্রতিদিন সকালে শাড়ি থ্রিপিস ও কসমেটিক নিয়ে বেনাপোল বাজারে বিক্রি করে আবার বিকালে ফেরত চলে যায়। এতে বাংলাদেশ সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজস্ব। শাড়ি থ্রিপিস কসমেটিক এর আড়ালে তারা মদ ও বহন করে থাকে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় একজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে বিপুল পরিমান মদ নিয়ে প্যাচেনজার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিযয়ে ৮ বোতল মদ সহ রাকেশ রায়কে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নওগাঁয় নিজাম উদ্দিন জলিল জন এমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইফতারের পূর্বে চকপ্রাণে প্রয়াত নেত আব্দুল জলিল এর কবর জিয়ারত করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, নওগাঁ চেম্বারের সভাপতি মোঃ ইকবাল শাহ্রিয়ার রাসেল, সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নওগাঁয় উদ্দীপ্ত তারুণ্যর উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উদ্দীপ্ত তারুণ্যর উদ্যোগে প্রায় ২শ গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকেল ৪টায় হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের মাঠে  এ আয়োজন করা হয়। এ সময় সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যর সহযোগিতায় সোয়েব, মিরাজুল, নাফিউর, রুদ্র, শাওন, মোমীর নের্তৃত্বে গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।
 
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্পও ব্যনিজ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নয়ন, মানবাধিকার নওগঁ জেলাশাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, এ্যাড. ফজলে মাহমুদ চাঁদ, মহিবুল্লাহ পলক, তছির উদ্দিন, মৌসুমী সুলতানা শান্ত প্রমূখ।

ঝালকাঠির নলছিটিতে ঈদ উপলক্ষে যুবকদের উদ্যোগে সেচ্ছায় রাস্তা সংস্কার

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন কুলকাঠি ইউনিয়নে স্থানীয় যুবকদের উদ্যোগে সেচ্ছাশ্রমের বিনিময় গ্রামের ভাঙ্গা রাস্তা সংস্কার কাজ। 

পবিত্র মাহে রমজানের বিদায়লগ্নে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে  ৩১ মে শুক্রবার সকাল আনুমানিক ১০ টার সময় ইউনিয়নের কিছু যুবক মিলে গ্রাম্য রাস্তা দিয়ে নির্বীঘ্নে গাড়ী গাড়ী চলাচল করতে পারার ব্যবস্থা স্বরুপ খানাখন্দ, জড়াজীর্ন রাস্তায় কোথাও মাটি, কোথাও ইট দিয়ে রাস্তায় গাড়ি চলাচলা উপযোগী করেন।

শুক্রবার সকাল থেকে জুম্মার আজান পর্যন্ত স্থানীয় রাজু হাওলাদার, সাইদুল ইসলাম মোল্লা, শামীম রেজা, রাসেল মৃধা, রবিউল হোসেন, তুহিন,আকাশ,রাকিব,রাব্বী শরীফ মিলে এ কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করে। পোষ্টে সবার কাছে প্রতিবছরের ন্যয় যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে গ্রামের উন্নয়ন মূলক, সেবা মূলক কাজ চালিয়ে যেতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন। করলে বিষয়টি এলাকাবাসীকে মুগ্ধ করে।

 
কাউখালীতে সাংবাদিক বসিরের উপর সন্ত্রাসী হামলায় ঝালকাঠি বিএমএসএফ'র নিন্দা
রিপোর্ট : ইমাম বিমান: পিরোজপুর জেলার কাউখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বসির আহম্মেদের উপর সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে। আহত সাংবাদিক হাসপাতালে ভর্তি।

স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানাযায়, ১জুন সন্ধায় উপজেলা প্রেসক্লাব থেকে ইফতার শেষে সাংবাদিক বসির বাসায় ফেরার পথে প্রায় ৮-১০ জন লোক রাতের আধারে অতর্কিত হামলা করে পালিয়ে যায়। এতে সাংবাদিক বশির গুরুতর আহত হন। ঘটনা স্থানের স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে আসে।

এব্যাপারে কাউখালী থানার ওসি কামরুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সাংবাদিকের উপর হামলার অভিযোগ আমরা শুনেছি,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঝালকাঠি জেলা বিএমএসএফ'র পক্ষ থেকে সাংবাদিক বসিরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং সেই সাথে দোষীদের  অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে শাস্তির দাবী জানায়।


সিয়াম সাধনার পর বাঁকা চাঁদ দেখেই ঈদুল ফিতর
নজরুল ইসলাম তোফা:: সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় এবং জাতীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ এবং মহিমায় অনন্য। মাসব্যাপী সিয়াম সাধনার শেষেই শাওয়ালের 'বাঁকা চাঁদ' নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদ। "আউদ" মূলশব্দ থেকেই আরবী শব্দটি ''ঈদ'' অর্থাৎ এ ঈদের প্রমিত বাংলা শব্দ হচ্ছে আনন্দ, খুশি বা আনন্দোৎসব। যা ফিরে ফিরে এসেই অনুষ্ঠিত হয় বাঙালির ঘরে ঘরে ঈদ। এইটি ইসলাম ধর্মের রীতি হিসেবে গণ্য। ফিতর শব্দের অর্থ হচ্ছে রোজা ভাঙা বা খাওয়া। আসলেই ঈদুল ফিতরে ১ মাস রোজা থেকে আত্ম সুদ্ধি হয়।সেই আত্ম সুদ্ধির কাঠামোকেই ভেঙ্গে ফেলার চরম আনন্দ উৎসবকে "ঈদুল ফিতর" বলা যেতে পারে।সুতরাং "ঈদুল ফিতর" সারা বিশ্বের মমিন মুসলমান ধর্মাবলম্বীর দুটি ঈদের মধ্যে একটি ঈদ। ঈদ খুশির অন্যতম প্রধান উপকরণ হচ্ছে ঈদের দিনে ঈদগাহে দুই রাকায়াত ওয়াজিব নামাজ পড়া। এমন এঈদের নামাজের ফজিলত সম্পর্কেই মহানবী বলেন, ঈদুল ফিতরের এই দিনে 'ফেরেশ্তারা' রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েই চিৎকার করে বলে থাকেন:-- হে মুসলিম! নেককাজের ক্ষমতাদাতা এবং সাওয়াবের আধিক্য দাতা, আল্লাহ’র কাছে অতি শিগগির চলো। কারণ, তোমাদেরকে রাতে ইবাদতের হুকুম করা হয়েছিল, তোমরাই তো তা পালন করেছ, দিনে রোজা রাখার নির্দেশ করা হয়েছিল, অবশ্যই তোমরা তা যথাযথই করেছ। গরিব দুঃখিকে "আহার দান" করেছ, আজ তারই পুরস্কার গ্রহণ কর। তারপর মমিন মুসলমান যখন এমন ঈদের নামাজ পড়ে তখন এক ফেরেশ্তা উচ্চ স্বরে ঘোষণা করেন, তোমাদেরকে তোমাদেরই সৃষ্টিকর্তা দয়ালু প্রভু ভালোবাসার সহিত ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরাই পুণ্যময় দেহ ও মন নিয়ে তোমাদের ঘরে ফিরে যাও। সুতরাং এমন এদিনটির এতো গুরুত্ব বা ফজিলত আছে, সে হেতু মহান সৃষ্টি কর্তার উপহারের দিন হিসেবেই গণ্য করেন। সুতরাং ঈদুল ফিতরের এমন এ তথ্য গুলোর সন্ধান পাওয়া যায় তাবরানী শরীফের হাদিসে।
সিয়াম সাধনার পর বাঁকা চাঁদ দেখেই ঈদুল ফিতর

আসলেই মুসলিম উম্মার এই "ঈদ" প্রতি বছর চান্দ্র বর্ষ পঞ্জি অনুযায়ী রমজান মাসের নির্দিষ্ট তারিখেই নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতেই যেন ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়ম কানুন পালনের পরেই ফুর ফুরে মেজাজে উদ্যাপিত হয় ঈদুল ফিতর কিংবা রোজার ঈদ। গোটা রমজান মাস রোজা রেখে আল্লাহ ভীরু মানুষ তাঁর ভেতরের সব বদভ্যাস ও খেয়াল খুশিকে দমন করে এক রকমের বিজয় অর্জন করে। সকল দিক বিশ্লেষণেই ঈদুল ফিতরকে বিজয় উৎসব বলা যেতে পারে। আসলেই বলা যায় যে, ঈদুল ফিতরের প্রত্যেকটি অনুশাসনে ইবাদতের উপস্থিতি লক্ষণীয়। তাছাড়া এদিনে প্রস্ফুটিত হয়ে ওঠে সত্যনিষ্ঠ জীবন এবং বলা যায় মানবতার বিজয়বার্তা। তবে প্রচলিত নিয়মে দীর্ঘ এক মাস রোজা রেখে আনন্দ-উৎসবের মাধ্যমেই দিনটিকে স্মরণীয় করার নাম ঈদ উৎসব।ঈদ আসলেই সাম্যের বাণী নিয়ে আসে। এদিন ধনী, গরীব, ছোট ও বড় সকলেই যেন কোনো ভেদাভেদ রাখে না। আল্লাহর দেওয়া এমন খুশিতে মেতে ওঠে সবাই। তাই এ দিন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং গরীব-দুখীদেরকে স্মরণ করেই তাদের সাহিত মিলেমিশেই খুশি বন্টন করা উচিৎ। আবার বলতেই হয়, ঈদ কেবল একটি খুশির বা আনন্দ উদ্যাপনের দিন নয়। ঈদ একটি ইবাদতের নাম। এমন এ দিনটি আমলের জন্যই এক বিরাট নেয়ামত বৈকি। সুতরাং এইদিনে বিশেষ কিছু ইবাদত কিংবা আমল রয়েছে, যাতে অনেক 'পুণ্য লাভ' হয়। রাসূলুল্লাহ (স) বলেন, যে ব্যক্তি ৫ টি রাত জেগে ইবাদত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই রাত গুলো হলো-'জিলহজের রাত', 'আরাফার রাত', 'ঈদুল আজহার রাত', 'মধ্য শাবানের রাত' বা 'ঈদুল ফিতরের রাত'।সুতরাং ঈদুল ফিতরের রাতেই ঈবাদত করা অনেক পুণ্যময় ও খুবই তাৎপর্য পূর্ণ কাজ।

ঈদের স্বরূপ এবং তাৎপর্য বোঝার জন্য আল্লাহ তা আলা বলেছেন যে, রমযান মাসেই কুরআন নাযিল হয়, যা মানুষের জন্য হিদায়াত, সৎপথপ্রাপ্তির স্পষ্ট নিদর্শন এবং হক্ব-বাতিলের মধ্যেই তা পার্থক্যকারী। কাজেই তোমাদের যে কেউ এই মাস পাবে, সে যেন অবশ্যই এর রোযা রাখে। কেউ পীড়িত হলে কিংবা সফরে থাকলে, তাকে অন্য সময়েই এ রোযা সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজসাধ্যতা চান, আসলেই কারও প্রতি কঠোরতা আরোপ করতে চান না এবং এই জন্যই যে, তোমরা সংখ্যা পূরণ করবে ও যাতে তোমরা আল্লাহর মহিমা বর্ণনা কর। তিনি তোমাদেরকে হিদায়াত করেছেন। আর যাতে তোমরা কৃতজ্ঞ হও।’-সূরা বাকারা : ১৮৫ অতএব, রোজাদারের যে পরিচ্ছন্নতা বা পবিত্রতার সৌকর্যের দ্বারা আত্ম শুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, উদারতা, বদান্যতা, মহানুভবতা ও মানবতার অজস্র গুণাবলি দ্বারা উদ্ভাসিত হন, এর গতি ধারার প্রবাহ অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণেই "ঈদুল ফিতর" সমাগত হয় মমিন মুসলমানদের ঘরে ঘরে। তাই এ দিন যেন আনন্দধারা প্রবাহিত হয়। ঈদের দিনেই ধনী-গরিব কিংবা মালিক-শ্রমিকনির্বিশেষে সকল মুসলমানগণ এক কাতারেই মিলেমিশে ঈদের কোলাকুলি অথবা সাম্যের জয়ধ্বনি করে। তাদের মহামিলনেই পার্থিব সুখ-শান্তি, স্বস্তি কিংবা পারলৌকিক মুক্তি কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

আরবী শাওয়াল মাসের এক তারিখেই ঈদুল ফিতর উদযাপিত হয়। ফলে এর আগের মাস তথা রমজান মাসের বিদায়ে নিশ্চিত হলেই ঈদুল ফিতরের দিনটি নিশ্চিত হয়ে যায়। আবার আরবী মাস যেহেতু চান্দ্র মাস, তাই চাঁদ দেখার ওপরেই ঈদের আগমনী বার্তা নির্ভর করে। তাই তো ''নতুন চাঁদ" দেখা মাত্র রেডিও টেলিভিশন এবং পাড়া-মহল্লার মসজিদের মাইকেই ঘোষিত হয় খুশির বার্তা—‘ঈদ মোবারক’। সেই সঙ্গে চারদিকে শোনা যায় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত জনপ্রিয় রোজার ঈদের গান--
ও মন, রমজানের ঐ রোজার শেষে
এলো খুশীর ঈদ/
তুই আপনাকে আজ বিলিয়ে দে,
শোন আসমানী তাগিদ।

লেখক:
নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget