Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বৈদেশিক মুদ্রার একটি চালানসহ বাংলাদেশি সাত পাচারকারী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় তিন কোটি  টাকা মুল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার একটি চালানসহ বাংলাদেশি সাত পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা।

শুক্রবার(৩১মে) সকাল ১১ টায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোষ্ট হতে সাউথ লাইন পরিবহনে একটি বাস  তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীদের আটক করে বিজিবি। পরে গণনা ও জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৫ টায় বিজিবি আটক পাচারকারীদের নাম ও বৈদেশিক মুদ্রার পরিমান সংবাদকর্মীদের জানায় ।

আটককৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে, ২ লাখ ৫৩ হাজার ৪শ ইউএস ডলার, ৬৯ হাজার ৯৫০ পাউন্ড ও ৫ হাজার ৯০ ভারতীয় রুপি।

আটক মুদ্রা পাচারকারীরা হলেন, শরিয়াতপুরের হাসিরকান্দি গ্রামের ইউছুফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন(২৮), বোনায়সরদার গ্রামের  ইসকান্দের ছেলে আব্দুস ছালাম(৩০), পূর্বসারিঙ্গা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে ইকবাল সরদার(২৮), চোকিদাকান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবীর হোসেন(৩৪), হাসিকান্দি গ্রামের ইউছুপের ছেলে সাইফুল ইসলাম(৩৪) ও সাতফুড়িয়াকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম(২২)।

বিজিবি জানায়,  তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি আমড়াখালী চেকপোষ্টে  সাউথ লাইনের একটি বাস থামিয়ে সন্দেহ ভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয় । এসময় তাদের ব্যাগের মধ্য থেকে এসব বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে মুদ্রা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট ,৭টি মোবাইল সেট, এটিএম কার্ড ৮টি ও মুদ্রা পাচারে ব্যবহৃত ৫টি  কোমরের বেল্ট জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত বৈদেশিক মুদ্রার বাজার মুল্য আনুমানিক তিন কোটি টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সান্তাহার ইউনিয়নে বাজেট ও ভিজিএফ’র চাল বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষনা ও দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে ডাকবাংলো চত্বরে ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলুর সভাপতিত্বে উম্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু,্ ইউপি সচিব মোহায়মিনুল ইসলাম,ইউপি সদস্য মারুফ-উল-হাসান খান শিপলু প্রমূখ। সভায় আগামী ২০১৯-২০২০ সালের জন্য ১কোটি ৭৪লাখ ৭৫হাজার ১৯৬টাকা বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনা শেষে প্রধান অতিথী ওই ইউনিয়নের আওতায় মোট ১৪০৬ জন দু:স্থ্য ও গরীরের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রতি ১৫ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।
সান্তাহার ইউনিয়নে বাজেট ও ভিজিএফ’র চাল বিতরণ

তাহিরপুরে বেড়েছে চোরাচালান : ১টন চোরাই কয়লা আটক

প্রতিনিধি, সুনামগঞ্জ: আসন্ন ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও চাঁনপুর সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান। আজ ৩০.০৫.১৯ইং বৃহস্পতিবার ভোর ৪টায় টেকেরঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে পাচাঁরের সময় ১মে.টন চোরাই কয়লা আটক করেছে বিজিবি। কিন্তু চোরাচালানীদের গ্রেফতার করাসহ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যাপারে নেওয়া হয়নি কোন উদ্যোগ। এব্যাপারে বড়ছড়া ও চাঁরাগাঁও শুল্কস্টেশনের ব্যবসায়ীরা জানায়, সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে টেকেরঘাট কোম্পানীর লাকমা গ্রামের মৃত শফি মেস্তুরীর ছেলে অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী ল্যাংড়া বাবুলের নেতৃত্ব চোরাচালানী মানিক মিয়া,বদিউজ্জামাল,আক্কাছ মিয়া,ফিরোজ মিয়া,কামাল মিয়া,রমজান মিয়া,ইউনুছ মিয়া,বিল্লাল মিয়া,আব্দুল মিয়া,ভুট্টো মিয়া,শফিকুল মিয়া,আব্দুল মিয়া,নাজিম মিয়া,শহিদ মিয়া,জাকির মিয়াসহ মোট ২৭জনকে নিয়ে একটি সিন্ডিকেড তৈরি করে প্রতিদিন লাকমা ও টেকেরঘাট খনিপ্রকল্প এলাকা দিয়ে ভারত থেকে কয়লা,মদ,অস্ত্র ও ইয়াবা পাচাঁর করা হচ্ছে। এবং পাচাঁরকৃত ১বস্তা কয়লা থেকে বিজিবি ও পুলিশের নামে ১শত টাকা,১হাজার পিছ ইয়াবার জন্য ৫০হাজার টাকা চাঁদা নিচ্ছে ল্যাংড়া বাবুল। অন্যদিকে পার্শ্ববর্তী বড়ছড়া ও বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে বিজিবি ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে চোরাচালানী ফিরোজ মিয়া ও কামাল মিয়া ৩০জনকে নিয়ে একটি সিন্ডিকেড তৈরি করে প্রতিদিন কয়লা,অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য পাচাঁর করে বিজিবি ও পুলিশের নামে চাঁদা উত্তোলন করছে। আর পাচাঁরকৃত অবৈধ কয়লা ক্রয় করছে বড়ছড়া শুল্কস্টেশনের চোরাই কয়লা ব্যবসায়ী সোহেল মিয়া ও তার এক সহযোগীরা। এছাড়া চাঁনপুর সীমান্তের বারেকটিলা,কড়ইগড়,রাজাই,চাঁনপুর ও যাদুকাটা নদী এলাকা দিয়ে বিজিবি সোর্স পরিচয়ধারী মাদক মামলার আসামী আবু বক্কর,জম্মত আলী ও রফিকুলের নেতৃত্বে ৩৫জন চোরাচালানীকে নিয়ে সিন্ডিকেড তৈরি করে প্রতিদিন ভারত থেকে গরু,ঘোড়া,বিড়ি,মদ,ইয়াবা ও অস্ত্র পাচাঁর করেছে। এবং পাচাঁরকৃত ১টি গরু থেকে চাঁনপুর ক্যাম্পের নামে ২হাজার টাকা,থানার নামে ১হাজার টাকা,স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের নামে ৮শত টাকা,দুই মেম্মারের নামে ৬শত টাকা,স্থানীয় কয়েকজন সাংবাদিকের নামে ৩শত টাকা চাঁদা নিয়ে সোর্স আবু বক্কর ও রফিকুল। এব্যাপারে চাঁনপুর বিজিবি ক্যাম্পের সোর্স পরিচয়ধারী মাদক মামলার আসামী আবু বক্কর বলেন, আমাদের ব্যাপারে লেখালেখি করলে কিছুই হবে না কারণ আমরা যা করছি সবাইকে ম্যানেজ করেই করছি। টেকেরঘাট পুলিশ ক্যাম্পের সোর্স পরিচয়ধারী চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামী ল্যাংড়া বাবুল বলেন,আমরা চোরাচালান ও চাঁদাবাজি করবই,পারলে কিছু করে দেখান। টেকেরঘাট বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার লিয়াকত বলেন,চোরাচালানের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অবৈধ মালামালসহ চোরাচালানীদেরকে গ্রেফতার করার চেষ্টা করি এবং প্রায় প্রতিদিনই পাচাঁরকৃত কয়লা জব্দ করা হচ্ছে। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারের রাজস্ব বৃদ্ধি ও চোরাচালান বন্ধের জন্য উপরের উল্লেখিত সোর্স পরিচয়ধারী ও চোরাচালানীদের গ্রেফাতারের জন্য প্রশাসনের উপরস্থ কর্মকর্তাদের সহযোগীতা কামনা করছেন তাহিরপুর উপজেলার ৩ শুল্কষ্টেশনের হাজার হাজার বৈধ ব্যবসায়ীরা।

 
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার সৈয়াদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিমের সভাপতিত্বে পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য রাখেন। 

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ঈদসামগ্রী তুলে দেন।

আরব আমিরাত বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী ও ইফতার মাহফিল

এস রহমান সোহেল,আরব আমিরাতঃ  পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে ৩০মে বৃহস্পতিবার দুবাই গ্র্যান্ড এক্সিসেলর হোটেল বল রুমে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী এবং দলের চেয়ারপার্সন কারবন্দি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি-কারামুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠতি হয়।

আরব আমিরাত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু,

আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আলম,আমিরুল ইসলাম এনাম,জাকির হোসে্‌ন খতিব,মোহাম্মদ রফিকুল ইসলাম,সিরাজুল ইসলাম নওয়াব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আঃকুদ্দুস,মোঃসোলাইমান,এন এম ফারুক, মোঃ বেল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন,শাহেদ আহমেদ রসেল,কয়েছ আহমেদ,গাজী জাকের,মহিলা সম্পাদিকা সামসুন নাহার সপ্না প্রমুখ।

বক্তারা বলেন অবৈ্ধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করতে এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, অন্যথায় এ দেশ কখনো গণতন্ত্র ফিরে পাবেনা, গণতন্ত্রের লড়াই দেশ মাতা শুরু করেছেন আর তার নেতৃতেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আরব আমিরাত বিএনপি বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তারা এ আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধান মন্ত্রী দলের প্রধান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

সেনাবাহিনীর সদস্যের বিরুদ্ধে থানায় মামলা, নওগাঁয় স্ত্রীরপ্রেমিকের ভাড়াটিয়ার ছুরিকাঘাতে স্বামী আহত: আটক ২

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় স্ত্রীর প্রেমিকের ভাড়াটিয়ার ছুরিকাঘাতে আবু হেনা মোস্তফা কামাল অরুফে হেলাল (৫০) নামে এক স্বামী গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। হেলাল নওগাঁ শহরের চকএনায়েত মহল্লার ‘উত্তরা ক্লিনিকের মালিক’। ঘটনার পর আহত হেলালের স্ত্রী নাদিরা পারভীন (৩৩) ও আলম হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। আলম হোসেন জেলার বদলগাছী উপজেলার রসুলপুর (নিউ) গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
 
গত ২২ মে সকাল ৮টার দিকে শহরের চকএনায়েত মহল্লার নুহা প্লাজা (উত্তরা ক্লিনিকের) পাঁচতলায় এ ঘটন ঘটে। ঘটনায় আহতের ভগ্নীপতি এনামুল হক বাদী হয়ে সদর থানায় হেলালের স্ত্রী নাদিরা পারভীন, আলম হোসেন এবং নাদিরা পারভীনের প্রেমিক ও বদলগাছী থানার তেঘরিয়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সেনাবাহিনীর সদস্য সাহাবুল হক বিপ্লব (৩২) কে আসামী করে মামলা করেছেন। সাহাবুল হক বিপ্লব বগুড়া জেলার মাঝিরা ক্যান্টমেন্ট ব্রিগেড-১১১ তে কর্মরত বলে জানা গেছে। ভুক্তভোগী হেলাল ঘটনার মুলহোতাকে আটক করে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবী জানান।   
 
এজাহার সূত্রে জানা যায়, সাহাবুল হক বিপ্লবের সাথে দীর্ঘদিন থেকে নাদিরা পারভীনের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে হেলালের দাম্পত্ত্য জীবনে সংসারে অশান্তি বিরাজ করছিল। বিপ্লব বিভিন্ন সময় হেলালকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছিলেন হেলাল। গত ২২ মে সকাল ৮টার দিকে একটি অপারেশনের চুক্তি করার জন্য আলম হোসেন ‘উত্তরা ক্লিনিকের’ পাঁচতলায় হেলালের বাসায় অনাধিকার প্রবেশ করে। কথা বলার এক পর্যায়ে আলম হোসেন তার কাছ থাকা ধারালো ছুরি দিয়ে আলমকে এলোপাতাড়ি আঘাত করে। এতে হেলালের বুকের ডান ও বাম পাশে গুরত্বর জখম হয়। এসময় হেলালের স্ত্রী নাদিরা পারভীন নীরব ভূমিকা পালন করেন। আঘাতের পর আলম হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোন ভুলক্রমে রেখে পালিয়ে যান। ক্লিনিকের নিচে থাকা লোকজন হৈ চৈ শুনে উপরে গিয়ে আহত আলমকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। মোবাইল ফোনের সূত্র ধরে আলম হোসেনকে ওইদিন বদলগাছী এলাকা থেকে আটক করা হয়।
 
মামলার বাদী এনামুল হক বলেন, কিছুদিন আগে আমার শ্যালক হেলালকে হত্যার জন্য তার স্ত্রী নাদিরা পারভীন এবং প্রেমিক সাহাবুল হক বিপ্লব মিলে দুই লাখ দিয়ে আলমের সাথে চুক্তি করে। কিছু টাকা অগ্রিমও দিয়েছিল। তারই ফল শ্রুতিতে এ হত্যাকান্ডের চেষ্টা করা হয়েছে।
 
ভুক্তভোগী আহত আবু হেনা মোস্তফা কামাল অরুফে হেলাল বলেন, জীবন নিয়ে তিনি সংশয়ে আছেন। যে কোন মুহুর্তে হয়ত হামলা হতে পারে। মামলা হলেও পুলিশ এখনো মুল হোতাকে আটক করতে পারেনি। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবী জানান।
 
এ ব্যাপারে অভিযুক্ত সাহাবুল হক বিপ্লবের মুঠোফোনে একাধিকবার যোগযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফয়সাল বিন আহসান বলেন, সাহাবুল হক বিপ্লব একজন সেনাবাহিনীর সদস্য হওয়ায় আমরা তাকে আটক করতে পারিনা। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তার কর্মস্থল বগুড়া জেলা ক্যান্টমেন্টের ইউনিট প্রধানকে বিষয়টি অবগত করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget