নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে সাড়ে ৮ লক্ষাধিক টাকার অনুদান প্রদান
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠিদের মাঝে সাড়ে ৮ লক্ষাধিক টাকার অনুদান প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের এককালীন অনুমান হিসেবে ৭৯ জনের মাধ্যে ৩ লাখ ৯৬ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষা উপবৃত্তির ৬৮ জনতে ৩ লাখ ৪০ হাজার ও অসুস্থ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে এককালীন ১০ জনকে ৫০ হাজার করে মোট ৮ লাখ ৮৬ হাজার টাকার অনুদান প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনানয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।