নওগাঁর বাইপাসে পরিবহনের চাঁদা তোলার সময় ট্রাক চাপায় নিহত ১
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের বাইপাস সড়কে পরিবহনের চাঁদা তোলার সময় ট্রাকের ধাক্কায় পলাশ হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ সদর উপজেলার বাইপাস সড়কের ফতেপুর ছিটকিতলা এলাকার মৃত: আলতাফ হোসেনের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই বলেন, পলাশ নওগাঁ জেলা মোটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাইপাস সড়কের বটতলী এলাকায় পরিবহনের চাঁদা তুলছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পলাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পলাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।