Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর সাপাহার জবই বিল খননকালে আবারো কঙ্কাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জবই বিলে পানি সংরক্ষণ প্রকল্পের অধিনে বিলের দোহারা খাড়ি খনন কালে আবারো ওই বিলের মহিষডাঙ্গা ঘাটে ব্রীজের দক্ষিন পার্শ্বে মাটির তলা হতে মানব দেহের কঙ্কাল মাথার খুলি বুকের হাড় সহ প্রায় ৫খন্ড হাড় পাওয়া গেছে।রবিবার সকাল ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের লোকজন খাড়ি খননকালে ড্রেজার মেশিনের ফলার সাথে উঠে এলে হাড়গুলো উঠে এসেছে।
 
জানা গেছে, পানি কউন্নয়ন বোর্ডের লোকজন এসকেভেটর মেশিন দ্বারা জবই বিলের ওই অংশে খনন কাজ পরিচালনা করার সময় মাটির ৬-৭ ফিট নিচ থেকে আবারো এই মাথার খুলি সহ হাড় গোড়গুলো মেশিনের ফলায় ওঠে আসে। সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে আবারো এলাকার শত শত উৎসুক জনতা হাড় গোড়গুলি একনজর দেখতে বিলের ওই অংশে ভিড় জমায়। বহু পুরনো এই হাড় গোড়গুলো দেখে অনেক বয়স্ক মানুষ মন্তব্য করে বলেন যেহেতু বিলটি জবই গ্রামের পার্শ্বে অবস্থিত সে কারণে ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে সাপাহার উপজেলার জবই গ্রামটি পাকবাহিনীর দোসর রাজাকার আলবদরদের গ্রাম ছিল, স্বাধীনতার পরে অনেকেই ওই গ্রামটিকে দ্বিতীয় পাকিস্তান হিসেবে চিনত এবং স্বাধীনতার অনেক পরেও ওই গ্রামটিতে জাতীর জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন এর রেকর্ড বাজানো নিষিদ্ধ ছিল। সে সময় হয়ত রাজাকার ও পাকবাহিনীরা নিরহ কোন বাঙালী মানুষকে ধরে হত্যা করে হয়ত তাদের লাশ ওই এলাকায় পুতে রেখেছিল। আবার অনেকের মতে হাড় গোড়গুলি অতীতে কোন নৌকা ডুবি মানুষেরও হতে পারে বলে মন্তব্য করেছেন । 
 
উল্লেখ্য যে, গত ২৮এপ্রিল বিলের অন্যঅংশে ১০পিচ মানবদেহের কঙ্কাল/হাড় পাওয় গিয়েছিল এবং প্রায় ৫বছর পূর্বেও বিলের ওই খাড়ী খননকালে অসংখ্য হাড় গোড় পাওয়া গিয়েছিল, সেময় ওই হাড় গোড়গুলি শিরন্টি ইউপি চেয়ারম্যান মাও: আব্দুল বাকি সংরক্ষণ করেছিল বলে জানা গেছে।
 
সাপাহার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এর সাথে কথা হলে তিনি জানান বিষয়টি আমিও লোক মুখে শুনেছি। হাড় গোড়গুলি বহু পুরনো, সম্প্রতিকালের কোন ঘটনা না হওয়ায় সেগুলিকে অন্যত্র মাটির নিচে পুতে রাখা হচ্ছে বলে তিনি জানান।

ঝালকাঠিতে সন্তানকে আত্মীয়ের বাসায় রেখে শিক্ষিকার আত্মহত্যা

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে এক কলেজ শিক্ষিকার আত্মহত্যা ঘটনা ঘটেছে।

শনিবার বিকেলে শহরের রোনালসে রোডস্থ  নিজ বাসায় গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে সদর উপজেলাধীন আকলিমা মোয়াজ্জেম কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোসা: তানিয়ার (৩২)  আত্মহত্যার খবর পাওয়া গেছে। তানিয়ার স্বামী ঝালকাঠি জজ কোর্টের এ্যাডভোকেট মো: জাকারিয়া রহমান জিহাদ।  ঘটনার পূর্বে তানিয়া তার ২ কন্যা সন্তানকে একই ভবনের ৩ তলায় আত্মীয়ের বাসায় রেখে সকলের অগচরে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। 

এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন মুঠো ফোনে জানান, আমরা ঘটনা স্থানে যাওয়ার পর দেখি তার ব্যবহৃত ওড়নার সাথে প্যাচিয়ে আত্মহত্যা করেছে। লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছি। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ করেননি।

শার্শার আমড়াখালী খাল থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল  শার্শার সীমারেখা আমড়াখালী নামক স্থান থেকে সালাম (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মৃত সালাম বেনাপোল পাঠবাড়ি গ্রামের জাফর আলীর ছেলে। রবিবার সকাল ৯ টার সময় শার্শা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায় সকালে লাশটি আমড়াখালী বিজিবি চেকপোষ্টের দক্ষিনপাশে রেল ব্রিজের নীচে খালের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বেনাপোল ও শার্শা থানার পুলিশ এসে দেখে লাশটি শার্শা থানার অংশে পড়ে আছে। তখন শার্শা থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শার্শা থানার এসআই মোয়াজ্জেম হোসেন আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, লাশের গায়ে ও কোন আঘাতের চিহৃ নেই। লাশটি আপাতত থানায় নিয়ে পরে মর্গে পাঠিয়ে জানা যাবে কিভাবে সে মারা গেল। এছাড়া তদন্ত করে লাশটির বিস্তারিত জানা যাবে।

স্থানীয়রা জানায় যখন লাশটির গায়ে কোন আঘাতের চিহৃ নেই তখন ধারনা করা হচ্ছে ওই যুবককে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে।

জয়পুরহাট-ধামইরহাট-নওগাঁ সড়কে মাল বোঝাই ট্রাক বিকল হওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে মাল বোঝাই ট্রাক রাস্তায় বিকল হওয়ায় জয়পুরহাট-ধামইরহাট-নওগাঁ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘুর্ণিঝড় ফণির আঘাত এবং সড়ক যোগাযোগ বন্ধ হয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দির্ঘ সময়ে সড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।
 
জানা গেছে,গতকাল শনিবার ভোর সকালে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট বাজারের পূর্ব পার্শে ন্যাশনাল ফিলিং স্টেশনের সামনে সড়কের মাঝখানে একটি পাথর বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। বিকল ট্রাকের উত্তর পাশ দিয়ে আর একটি পাথর বোঝাই ট্রাক পার হওয়ার চেষ্টা করে। কিন্তু সেটিও ডেবে যাওয়ার কারণে পুরো সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রাকটিকে সরানো চেষ্টা করেন। ওই রাস্তার উত্তর পার্শে ড্রেনেস ব্যবস্থা না থাকায় রাস্তার উপর সার্বক্ষনিক পানি জমে থাকে। এতে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। যার ফলে প্রতিনিয়ত ওই এলাকায় ভারী যানযাহন গর্তে আটকা পড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হয়। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নজিপুর উপবিভাগীয় প্রকৌশলী মুনছুর আহমেদ বলেন,সড়কটি সচল করার জন্য লোকজন পাঠানো হয়েছে। আগামী অর্থ বছরে ওই এলাকার রাস্তাটি সংস্কার ও ড্রেনেস ব্যবস্থার প্রকল্প গ্রহণ করা হয়েছে। 
 
নওগাঁর ধামইরহাটে ঘুর্ণিঝড় ফণির আঘাতে ইরি বোরো ধানের ব্যাপক ক্ষতি

নওগাঁর ধামইরহাটে ঘুর্ণিঝড় ফণির আঘাতে ইরি বোরো ধানের ব্যাপক ক্ষতি

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে ঘুর্ণিঝড় ফণির আঘাতে ইরি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ও আধাপাকা ধান ঝড়ের কারণে মাটিতে পড়ে যাওয়ায় ধানের ফলন ও ধান কাটতে শ্রমিকের মূল্য দ্বিগুন হওয়ার আশংকায় কৃষকগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে।
 
জানা গেছে, এবার চলতি ইরি বোরো মওসুমে ধামইরহাট উপজেলায় প্রায় ১৬ হাজার ৪শত ৫০ হেক্টর জমিতে ইরি ধান রোপন করা হয়েছে। গত আমন মওসুমে কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতির মধ্যে ছিলে। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার ইরি বোরো ধান বেশি করে রোপন করেছিল। কৃষকগণ জিরাশাইল,ব্রিধান-২৮,২৯,৫০,৫৮,৫৯,৬১,বিনা ১৪,পারিজা এবং হাইব্রিডের মধ্যে তেজগোল্ড,ধানী গোল্ড,হিরা জাতের ধান চাষ করা হয়েছে। কৃষকগণ শুরু থেকে সঠিকভাবে বীজতলায় চারা গজানো ও ক্ষেতে চারা রোপন করে। পরবর্তীতে ধান গাছের পরির্চ্চা ও সঠিক সার কীটনাশক প্রয়োগ ও পানি সেচ দিয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটান ঝড়ো বৃষ্টি উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়। ঝড়ে এলাকায় গাছ পালা,বাড়ীঘরের টিনের ছাউনি উড়ে যায়। শেষ মুর্হুতে ধান ঘরে তোলার আগে ঘুর্ণিঝড় ফণির আঘাতে মাঠের অধিকাংশ ধান মাটিতে শুয়ে পড়ে। এব্যাপারে ধামইরহাট পৌরসভার হাটনগর গ্রামের কৃষক ধিরেন পাহান বলেন,ধান মাটিতে পড়ে যাওয়ার ফলন কিছুটা কম হবে। তাছাড়া জমির পানি ২/১ দিনের মধ্যে বের না হলে অনেক ধান পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তালঝাড়ী গ্রামের কৃষক নিমাই শীল ও গণেশ শীল বলেন,ঘুর্ণিঝড়ের আগে প্রতিমণ ধান কাটতে কামলারা ৫/৬ কেজি ধান নিতো এখন ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় প্রতি মণে ১০ কেজি করে দাবী করছে।
নওগাঁর ধামইরহাটে ঘুর্ণিঝড় ফণির আঘাতে ইরি বোরো ধানের ব্যাপক ক্ষতি

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা বলেন, ঝড়ের কারণে ধান গাছ মাটিতে পড়ে গেলেও ফলন কম হওয়ার সম্ভাবনা নেই। অন্যান্য বারের তুলনায় এবার ধানের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘুর্ণিঝড় ফণির প্রভাবে এ উপজেলার ৪ হাজার ২শত হেক্টর জমির জিরাশাইল ধান মাটিতে পড়ে গেছে। কৃষকদেরকে পড়ে যাওয়া ধানগাছগুলো আখ ক্ষেতের মতো ৮/১০ ধানগাছ বেঁধে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তবে পড়ে যাওয়ায় ধান কাটতে বেশি শ্রমিক নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে।


ফণীর প্রভাবে বেনাপোলে কমেছে আমদানি-রফতানি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:  ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কমেছে আমদানি-রফতানি। বন্ধ রয়েছে সেখানকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। পাসপোর্টধারী মানুষের যাতায়াত নেই বললেই চলে।

এদিকে ফণীর প্রভাবে এরই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে। কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। কিছু স্থানে বাতাসও বইছে। স্থানীয়রা বলছেন, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী দেশ ভারতের চব্বিশ পরগনায় ফণী আঘাত হানতে পারে। এ কারণে ওই এলাকার মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বেনাপোল বন্দরেও পড়তে পারে ঘূর্ণিঝড়ের বড় প্রভাব।

বেনাপোল বন্দরের এয়ার ট্রাভেলস প্রতিষ্ঠান টাইম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের প্রতিনিধি মো. হাসানুজ্জামান আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই এলাকায় এয়ারে ভ্রমণের চাহিদা বেশি। প্রতিদিন তাদের কম বেশি টিকিট বিক্রি হয়। কিন্তু ফণীর আগাম সতর্ক বাণীতে শুক্রবার (৩ মে) কোনো টিকিট বিক্রি হয়নি। খুব জরুরি ছাড়া দূর পাল্লার বাসেও মানুষ কম চড়ছে। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী সঞ্জয় কুমার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, পশ্চিমবঙ্গে ফণী আতঙ্কে সব স্কুল বন্ধ রয়েছে। রাস্তার ধারে সাটানো বড় বড় সাইনবোর্ড ক্ষতির আশঙ্কায় খুলে রাখতে দেখা গেছে। সেখানকার মানুষের মধ্যেও বেশ আতঙ্ক লক্ষ্য করা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লেয়াজ রহমান আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, এ পথে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। অধিকাংশ যাত্রীই চলাচল করেন সকালের দিকে। কিন্তু শুক্রবার সকাল থেকেই যাত্রীদের যাতায়াত অনেক কম।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget