নওগাঁর নিয়ামতপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।সে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউপির চৌরাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যালগ্নে তার নেতৃত্বে উপ-পরিদর্শক দুরুল হুদা, উপ-সহকারী পরিদর্শক নাজমুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া গ্রামে নিজ বাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন নওগাঁ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী।( মামলা নং ৭০/১৫ )নওগাঁ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত। সে দীর্ঘদিন যাবত পালাতক ছিল।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন দীর্ঘদিন ধরে পুলিশে চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কয়েকবার গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হই। অবশেষে শুক্রবার ধরা পড়লো।