নওগাঁয় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও ৫টি মোটর সাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যসহ ৫টি মোটর সাইকেল আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ কে,এম সামসুদ্দীনের নেতৃত্বে বুধবার ভোররাতে জেলার নিয়ামতপুর উপজেলার বাবু বাজার এলাকা থেকে ভাবিচা ঝলঝলিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র মাসুদ রানা ও কদমবাড়ী গ্রাম থেকে শফিকুল ইসলামের পুত্র নাসির উদ্দীনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থান থেকে চোরাইকৃত কাল রংয়ের ১৫০ সিসি একটি ফিজার, দুটি লাল রংয়ের ১০০ সিসি হিরো হোন্ডা, একটি মেরুন রংয়ের ১২৫সিসি ডিসকোভার ও একটি কাল রংয়ের ১৫০সিসি পালসার মটরসাইকেল উদ্ধার করে। তারা আন্তঃজেলা মটরসাইকেল চোরের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে সাধারন মানুষের মটরসাইকেল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছিল বলে পুলিশের নিকট স্বীকার করেছে। এসময় ডিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।