Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় চুরি যাওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার আটক ১
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চুরি যাওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের সদস্য সজিব (৩০)কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এসব তথ্য জানান। সজিব বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে গত ২৬ শে ফেব্রুয়ারী জয়পুরহাট জেলার ভাদশা গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫০) কে আটক করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিত্বে আন্ত:জেলা চোর চক্রের সদস্য সজিবকে আটক করা হয়। এসময় বিভিন্ন কোম্পানির নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সজিব চোরাই মোটরসাইকেল গুলো ক্রেতাদের কাছে বিশ্বস্থতার জন্য কার্স্টম অফিসের ভুয়া কাগজপত্র তৈরী করে বিক্রি করত। অভিযান অব্যহত আছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, সদর থানার ওসি আব্দুল হাইসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সড়কে গাছ ফেলে ডাকাতি, টাকা ও স্বর্নালংকার লুট
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রাস্তায় গাছ ফেলে প্রাইভেট কারসহ একাধিক গাড়ী আটকিয়ে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।  গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে সাপাহার-পোরশা পাকা সড়কের তুলশীপাড়া ও বাশুল ডাঙ্গা গ্রামের মধ্যেবর্তি স্থানে অবস্থিত একটি ছোট ব্রীজের উপর ঘটনাটি ঘটেছে।
 
ওই ডাকাতির কবলে পড়া উপজেলার নিশ্চিন্তপুর থ্রী-ষ্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন জানান ওই রাতে তিনিসহ তার পরিবারের লোকজন রাজশাহী থেকে চিকিৎসা শেষে তাদের প্রাইভেট কার ঢাক মেট্রো-গ-২০৪২৪৭ যোগে বাসায় ফিরছিলেন। আসার পথে তাদের বহনকারী কারটি ঘটনাস্থলে পৌছালে পুর্ব থেকে এক দল ডাকাত রাস্তায় গাছ ফেলে রেখে তাদের প্রাইভেট কারটিকে আটক করে। এবং কিছুক্ষনের মধ্যে রাস্তায় আরোও বেশ কয়েকটি মাইক্রোবাস, ট্রাক আটকা পড়লে ডাকাত দলের সদস্যরা প্রত্যোক গাড়িতে মারপিট ও ভাংচুর শুরু করে। ডাকাত দল প্রথমে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অবস্থিত থ্রী-ষ্টার ফিলিং ষ্টেশানের মালিক মিলন ও তার বড় ভাই জাহাঙ্গীর আলমকে মারপিট করতে থাকলে এরই ফাঁকে মিলন ডাকাত দলের অজান্তে গোপনে স্থানীয় থানায় ফোনে সংবাদ দেয়। এর পর তাৎক্ষনিক থানার এস আই শাহরিয়ার পারভেজ, নাদিম আলীসহ পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয় কিন্ত ততক্ষনে ডাকাত দলের সদস্যরা মিলনের নিকট থেকে কুড়ি হাজার টাকা, তার ভাবি কানের ও গলার স্বর্নলঙ্কার এবং তিনটি মোবাইল ফোন সেটসহ আনুমানিক প্রায় ৭৫হাজার টাকা সম্পদ ছিনতাই করে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইচার্জ (ওসি) শামসুল আলম শাহ এর সাথে কথা বলতে গেলে তিনি আদালতে স্বাক্ষী দেয়ার কাজে যাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি তবে ঘটনা স্থলে উপস্থিত হওয়া এস আই শাহরিয়ার পারভেজ ও নাদিম আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উলেখ্য যে ওই একই স্থানসহ সাপাহার উপজেলার বিভিন্ন সড়কে রাতের বেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ব্যাপক আকার ধারন করেছে। ইতোমধ্যে ওই এলাকায় একাধিক রোড ওভারীর ঘটনা সংঘটিত হয়েেেছ। বর্তমানে রাস্তায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায়  উপজেলাবাসী রাতের বেলা রাস্তায় চলাচলে চরম আতংকাবস্থায় রয়েছে। উপজেলার সচেতন মহল রাতের বেলা সকল সড়কে পুলিশি টহল জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা  করেছেন।

সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: “সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
 
বুধবার বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার জিরো পয়েন্টে চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এসময় দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,সহকারী কমিশনার(ভূমি) সবুর আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপ- প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সন্তোষ কুমার কুন্ডু,পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান প্রমূখ। ওই মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী,ও বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যগণ অংশগ্রহন করেন।

নওগাঁয় কিশোর ফুটবল টুর্নামেন্টের চুরান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাহিদুল হক মিন্টু, নওগাঁ: নওগাঁয় কিশোর ফুটবল টুর্নামেন্টের চুরান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী এনজিও সংস্থা সবুজ ছায়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ফুটবল মাঠে এই প্রতিযোগীতার আয়োজন করে। চুরান্ত প্রতিযোগীতায় দরিয়াপুর শেখ রাসেল স্মৃতি সংসদ চ্যম্পিয়ন এবং  শৈলগাছী কিশোর একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ ছায়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর সরদার। বিশেষ অতিথি ছিলেন শৈলগাছী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সদস্য বেদারুল ইসলাম বাদল, মৌসুমী সংস্থার উপ-নির্বাহী পরিচালক গৌতম কুমার ঘোষ,শৈলগাছী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রবিউল ইসলাম পিন্টু,সিনিয়র সহ-সভাপতি ইসলাম সরদার প্রমূখ।
কিশোর ফুটবল টুর্নামেন্টের চুরান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বিখ্যাত মাদক ব্যাবসায়ী বিপ্লব গ্রেফতার!
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার কামারকুড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বিপ্লব মৃধা (২২), কে গ্রেফতার করে থানায় নিয়ে অাসে এস অাই সুজন খাঁন। অাটককৃত বিপ্লব মৃধা পেশায় একজন বিখ্যাত ইয়াবা ব্যাবসায়ী এবং মোবাইল চোর ।তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসার সাথ জড়িত অাছে বলে জানা গেছে। এব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হবে।#

মাদকমুক্ত ডিজিটাল উপজেলা গড়তে চান মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেন্সি
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেন্সি
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নওগাঁর মান্দায় প্রার্থীদের গণসংযোগ ততই বৃদ্ধি পাচ্ছে।
 মোটরসাইকেল শোডাউন, সভা সমাবেশ, গণসংযোগ, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উপজেলার জনপদ।
সেই সঙ্গে নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময়, অসুস্থদের সাথে সাক্ষাৎ লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে এ উপজেলার রাজনীতিতে ততই নতুন মাত্রা যোগ হচ্ছে।
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে মান্দা  উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান প্রার্থী মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সম্পাদিকা, বিশিষ্ট সমাজ সেবিকা আরফানা আহমেদ ফেন্সি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
এলাকায় গণসংযোগ, উঠোন বৈঠকসহ নানাভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ওই তরুণ নেতা।
প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজার, গ্রামগঞ্জ এবং মোড়ে মোড়ে চায়ের দোকানে সাধারণ ভোটারদের নিয়ে আলাপচারিতা করতে দেখা যাচ্ছে।
ফলে কর্মী সমর্থক ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে আলোচনায় এসেছেন তিনি।
 তিনি উপজেলার বিভিন্ন মোড়ের দোকানদার, ব্যবসায়ী ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং কলশ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন।
এ সময় তাঁর সাথে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 তিনি নির্বাচিত হলে  গ্রামকে শহরে রুপান্তর করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও মাদকমুক্ত উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেন্সি জানান, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তন। দীর্ঘদিন" থেকে আপদে-বিপদে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি।
 মান্দাবাসীর সেবা করা ও উন্নয়নমূলক কাজ করার জন্যই নির্বাচন করছি। আমার বিশ্বাস, দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ আমাকে জয়যুক্ত করবে।
তিনি আরো জানান, আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সেবা নিশ্চিতসহ উপজেলা পরিষদকে দূর্নীতি মুক্ত এবং জনগণের সহযোগিতায় মাদকমুক্ত উপজেলা গড়ব।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget