নওগাঁয় চুরি যাওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার: আটক ১
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চুরি যাওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের সদস্য সজিব (৩০)কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এসব তথ্য জানান। সজিব বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে গত ২৬ শে ফেব্রুয়ারী জয়পুরহাট জেলার ভাদশা গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫০) কে আটক করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিত্বে আন্ত:জেলা চোর চক্রের সদস্য সজিবকে আটক করা হয়। এসময় বিভিন্ন কোম্পানির নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সজিব চোরাই মোটরসাইকেল গুলো ক্রেতাদের কাছে বিশ্বস্থতার জন্য কার্স্টম অফিসের ভুয়া কাগজপত্র তৈরী করে বিক্রি করত। অভিযান অব্যহত আছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, সদর থানার ওসি আব্দুল হাইসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।