নওগাঁয় বে-সরকারী সংস্থা স্টেপ-মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
নওগাঁ গ্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী বাজারে বে-সরকারী সংস্থা স্টেপ এর উদ্যোগে স্টেপ-মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন, ঢাকা রেঞ্জের ডিআইজি ইমতিয়াজ আহমেদ পিপিএম। এসময় অন্যান্যের মধ্যে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহ: রাশিদুল হক, বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল হোসেন, সংস্থার নির্বাহী পরিচালক রুবেল আহম্মেদ, পরিচালক আলহাজ্ব জিল্লুর রহমান ও জাহাঙ্গীর হোসেন, প্রেগ্রাম ম্যানেজার তোফাজ্জল হোসেন, ডা: আব্দুর রাজ্জাক ও ডা: আনিছুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, নতুন স্বাস্থ্য কেন্দ্রটির মাধ্যমে এলাকার মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।